Quiz – Download Version
১৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy

১৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন।

পরীক্ষার অবশিষ্ট সময়
60:00
1. ওজোন স্তরের ফাটলের জন্য মূখ্যত দায়ী কোন গ্যাস? (বিষয়: বিজ্ঞান)
  • গ) কার্বন ডাই-অক্সাইড
  • ক) ক্লোরোফ্লুরো কার্বন
  • ঘ) মিথেন
  • খ) কার্বন মনোক্সাইড
2. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির- (বিষয়: ভূগোল ও পরিবেশ)
  • খ) ২০ শতাংশ
  • ক) ১৬ শতাংশ
  • গ) ২৫ শতাংশ
  • ঘ) ৩০ শতাংশ
3. বাংলাদেশে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’- (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ঘ) ২৩ ডিসেম্বর
  • ক) ১৪ ডিসেম্বর
  • খ) ১৬ ডিসেম্বর
  • গ) ২১ ডিসেম্বর
4. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? (বিষয়: বিজ্ঞান)
  • গ) ২৩ জোড়া
  • ক) ২০ জোড়া
  • ঘ) ২৫ জোড়া
  • খ) ২২ জোড়া
5. উত্তরা গণভবন কোথায় অবস্থিত? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) রাজশাহী
  • খ) নওগাঁ
  • ঘ) নাটোর
  • গ) বগুড়া
6. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? (বিষয়: বাংলা সাহিত্য)
  • গ) দোলনচাঁপা
  • ক) অগ্নিবীণা
  • ঘ) বাঁধনহারা
  • খ) বিষের বাঁশি
7. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? (বিষয়: বিজ্ঞান)
  • ঘ) ট্রিপসিন
  • গ) রেনিন
  • ক) পেপসিন
  • খ) এমাইলেজ
8. ২০১৮ ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ঘ) হ্যারি কেন
  • ক) রোনাল্ডো
  • গ) সুয়ারেজ
  • খ) মেসি
9. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তর কোথায় অবস্থিত? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) জেনেভা
  • খ) প্যারিস
  • ঘ) রোম
  • গ) লন্ডন
10. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ঘ) আব্দুল আলীম
  • খ) আলতাফ মাহমুদ
  • ক) আব্দুল গাফফার চৌধুরী
  • গ) আব্দুল লতিফ
11. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল- (বিষয়: বাংলা সাহিত্য)
  • গ) ভানুসিংহ ঠাকুর
  • ক) পরশুরাম
  • খ) নীললোহিত
  • ঘ) গাজী মিয়া
12. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা- (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ঘ) কর্নেল সিদ্দিক মালিক
  • ক) রফিকুল ইসলাম
  • গ) মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
  • খ) রশীদ করিম
13. বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • খ) সাতাশি
  • ঘ) একাশি
  • ক) আশি
  • গ) ষাট
14. স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ঘ) ১১ টি
  • গ) ৮ টি
  • খ) ৯ টি
  • ক) ১৯ টি
15. বাংলাদেশের জাতীয় পাখি- (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ঘ) দোয়েল
  • খ) কাক
  • গ) শালিক
  • ক) ময়না
16. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত- (বিষয়: ভূগোল ও পরিবেশ)
  • ঘ) মহাস্থানগড়
  • খ) বরেন্দ্রভূমি
  • গ) উত্তরবঙ্গ
  • ক) পলল গঠিত সমভূমি
17. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) ১৯ শতাংশ
  • ঘ) ১৩ শতাংশ
  • খ) ১২ শতাংশ
  • গ) ১৬ শতাংশ
18. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য- (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ঘ) ৬.২ কিলোমিটার
  • খ) ৪.৮ কিলোমিটার
  • ক) ৫.৫ কিলোমিটার
  • গ) ৬ কিলোমিটার
19. বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) বলাকা
  • খ) শাপলা
  • গ) কাছিবেষ্টিত নোঙর
  • ঘ) রণতরী
20. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায়? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • গ) সোনারগাঁয়ে
  • ক) ময়মনসিংহে
  • ঘ) রাঙামাটিতে
  • খ) বগুড়ায়
21. কসোভো কোথায় অবস্থিত? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) আলবেনিয়ায়
  • ঘ) গ্রিসে
  • গ) রুমানিয়ায়
  • খ) সার্বিয়ায়
22. ‘গিল্ডার’ কোন দেশের মুদ্রার নাম ছিল? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • খ) নেদারল্যান্ড
  • ক) নরওয়ে
  • গ) পোল্যান্ড
  • ঘ) প্যারাগুয়ে
23. নেপালের পার্লামেন্টের নাম কী? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) সিনেট
  • ঘ) পার্লামেন্ট
  • খ) পঞ্চায়েত
  • গ) কংগ্রেস
24. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) গ্রিসে
  • খ) ইতালিতে
  • ঘ) স্পেনে
  • গ) তুরস্কে
25. ‘নাসা’ কোন দেশের সংস্থা? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ঘ) যুক্তরাষ্ট্র
  • খ) রাশিয়া
  • ক) জার্মানি
  • গ) ফ্রান্স
26. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) বাংলাদেশ
  • ঘ) ইন্দোনেশিয়া
  • খ) পাকিস্তান
  • গ) সৌদি আরব
27. ভায়াগ্রা কী? (বিষয়: বিজ্ঞান)
  • খ) নতুন একটি ওষুধ
  • ঘ) নতুন জাহাজের নাম
  • গ) সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
  • ক) একটি জলপ্রপাত
28. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ঘ) ম্যানিলা
  • খ) সিঙ্গাপুর
  • ক) ব্যাংকক
  • গ) টোকিও
29. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি? (বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি)
  • খ) ইনটেল
  • ঘ) মাইক্রোসফট
  • ক) গিগাবাইট
  • গ) এ্যাপল ম্যাকিনটশ
30. যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • গ) ১৩ শতাংশ
  • ক) ১২ শতাংশ
  • ঘ) ১১ শতাংশ
  • খ) ১০ শতাংশ
31. অর্থনৈতিক সমীক্ষা ২০২১ মতে, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে পশুসম্পদের অবদান কত ছিল? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) ১.২%
  • খ) ১.৪৬%
  • ঘ) ১.৫৩%
  • গ) ১.৬%
32. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ঘ) সাভার
  • ক) রাজশাহী
  • খ) চট্টগ্রাম
  • গ) সিলেট
33. বাংলাদেশের জাতীয় পশু কোনটি? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) গরু
  • ঘ) রয়েল বেঙ্গল টাইগার
  • গ) গয়াল
  • খ) ছাগল
34. অর্থনৈতিক সমীক্ষা ২০২১ মতে, ২০১৯-২০ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ঘ) পঞ্চম
  • ক) চতুর্থ
  • খ) নবম
  • গ) অষ্টম
35. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী? (বিষয়: বিজ্ঞান)
  • খ) টর্মি
  • ক) নেনী
  • ঘ) ডলি
  • গ) শেলী
36. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়- (বিষয়: বিজ্ঞান)
  • ঘ) বিউটেন
  • ক) ইথেন
  • গ) মিথেন
  • খ) এমোনিয়া
37. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ঘ) অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ
  • ক) ড. এস ডি চৌধুরী
  • গ) ড. ওসমান গণি
  • খ) ড. কাজী ফজলুর রহিম
38. ১৯৯৯ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ সফর করেন? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) প্রফেসর ড. আব্দুস সালাম
  • খ) প্রফেসর নরম্যান বোরলগ
  • ঘ) ড. স্বামীনাথন
  • গ) ড. আব্দুল কাদের
39. গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • গ) লর্ড ক্লাইভ
  • ঘ) ওয়ারেন হেস্টিংস
  • খ) লর্ড লিনলিথগো
  • ক) মি. জে এইচ বি হেলেন
40. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) সিরাজগঞ্জ
  • ঘ) ফরিদপুর
  • খ) দিনাজপুর
  • গ) বরিশাল
41. ২০২১-২২ অর্থবছরের বাজেট অনুযায়ী মাথাপিছু আয় (প্রক্ষেপন) মার্কিন ডলার। (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) ২৪৬২
  • গ) ২,১৭৩
  • খ) ২,১৫৩
  • ঘ) ২,২২৭
42. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়- (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • খ) ৩ ডিসেম্বর, ১৯৯৭
  • ক) ২ ডিসেম্বর, ১৯৯৭
  • ঘ) ৩ জানুয়ারি, ১৯৯৮
  • গ) ২২ ডিসেম্বর, ১৯৯৭
43. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • গ) হেগ
  • ক) জেনেভা
  • ঘ) প্যারিস
  • খ) নিউইয়র্ক
44. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ঘ) গ্যাস
  • ক) কয়লা
  • খ) চুনাপাথর
  • গ) সাদামাটি
45. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • খ) আব্রাহাম লিংকন
  • ক) জর্জ ওয়াশিংটন
  • ঘ) কেনেডী
  • গ) রুজভেল্ট
46. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার? (বিষয়: বিজ্ঞান)
  • গ) এনড্রোজেন
  • ক) ইনসুলিন
  • ঘ) এস্ট্রোজেন
  • খ) থাইরক্সিন
47. বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) ১৬ বছর
  • খ) ১৮ বছর
  • ঘ) ২১ বছর
  • গ) ২০ বছর
48. গ্রীন হাউজ এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? (বিষয়: ভূগোল ও পরিবেশ)
  • ঘ) সাইক্লোনের প্রবণতা বাড়বে
  • খ) বৃষ্টিপাত কমে যাবে
  • গ) নিম্নভূমি নিমজ্জিত হবে
  • ক) উত্তাপ অনেক বেড়ে যাবে

Similar Posts

  • |

    14Th BCS Preliminary Exam

    Quiz – Download Version ১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 58:00 1. “বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত…

  • |

    Pre-primary Assistant Teacher Recruitment Exam- 2014 (gama)

    প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (গামা) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (গামা) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 58:00 1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “কৃষ্ণকান্তের উইল” উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম- (বিষয়: বাংলা সাহিত্য) গ)…

  • |

    Primary Assistant Teacher Exam 2024 (1st Phase)

    Quiz – Download Version Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy Quiz কুইজ মডেল – JSON লোডার JSON ডেটা ইনপুটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লোড করা প্রশ্ন Foyez Academy প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। 📄 সম্পূর্ণ প্রশ্নব্যাংক ডাউনলোড পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ইসরাইলের…

  • |

    Primary Assistant teacher Recruitment Exam- 2018 (5th Phase)

    প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (৯৫৭৩) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (৯৫৭৩) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. 7p2-p-8 এর একটি উৎপাদক হবে- (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত)) ক) 8-7p খ) p-4…

  • |

    Primary Assistant Teacher Recuitment Exam- 2016 (Beta)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (বিটা) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (বিটা) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম? (বিষয়: বাংলা সাহিত্য) ক) প্যারিচাঁদ মিত্র খ) মধুসূদন দত্ত গ)…

  • |

    Primary Assistent Teacher Recruitment Exam- 2018 (1st Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (১ম ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (১ম ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. “নীল লোহিত” কার ছদ্মনাম? (বিষয়: বাংলা সাহিত্য) ক) সমরেশ মজুমদার খ)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *