DGFood-Sub-Inspector-Exam-2021

খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক নিয়োগ-২০২১
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy Quiz

খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক নিয়োগ-২০২১

প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। হিন্টের সহায়তা উত্তর দিতে পারবেন। কুইজটিতে মোট 96 প্রশ্ন রয়েছে। সময়: 58 মিনিট

পরীক্ষার অবশিষ্ট সময়
58:00
সময় শুরু হয়েছে
1. ‘নীল অপরাজিতা’ উপন্যাসটির রচয়িতা কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • গ) শামসুর রাহমান
  • ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ) হুমায়ূন আহমেদ
  • খ) কাজী নজরুল ইসলাম
2. ‘সব কটা জানালা খুলে দাও না’- গানটির সুরকার কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ঘ) আপেল মাহমুদ
  • গ) গোবিন্দ হালদার
  • ক) কাজী নজরুল ইসলাম
  • খ) নজরুল ইসলাম বাবু
3. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝানো হয়? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • খ) বাংলা ও হিন্দির যোগফল
  • ঘ) অপভ্রংশ
  • গ) একরকম কৃত্রিম কবিভাষা
  • ক) ব্রজ সম্প্রদায়ের কথা
4. বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ঘ) ১৯
  • খ) ২২
  • ক) ২১
  • গ) ২০
5. ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে কে লিখতেন? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) অরুন্ধতী রায়
  • গ) প্রথম চৌধুরী
  • খ) কামিনী রায়
  • ঘ) অচিন্ত্য কুমার সেনগুপ্ত
6. ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • গ) উদক
  • ক) নীর
  • খ) সলিল
  • ঘ) জলধি
7. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • গ) কল্যাণীয়েষু
  • ক) কষ্ট
  • খ) উপনিষৎ
  • ঘ) আষাঢ়
8. ‘খণ্ড প্রলয়’ বাগধারাটির অর্থ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • খ) কোলাহল
  • ঘ) ভীষণ গণ্ডগোল
  • ক) সামন্য বস্তু
  • গ) ভীষণ ব্যাপার
9. কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়? (বিষয়: বাংলা সাহিত্য)
  • খ) সাতক্ষীরায়
  • ঘ) কোলকাতায়
  • গ) মেদিনীপুরে
  • ক) বরিশালে
10. ‘ঢেউ’ এর প্রতিশব্দ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • খ) উর্মি
  • গ) তটিনী
  • ঘ) বীচি
  • ক) বারিধি
11. বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) উপকণ্ঠ
  • ঘ) উপগ্রহ
  • খ) উপবন
  • গ) উপভোগ
12. নিচের কোনটি অশুদ্ধ? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • খ) নিষ্পাপ-পাপিনী
  • ক) প্রসন্ন-বিষন্ন
  • ঘ) দোষী-নির্দোষী
  • গ) অহিংস-সহিংস
13. অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো- (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) চরণের প্রথমে মিল
  • গ) অন্ত্যমিল আছে
  • খ) বিশ মাত্রার পর্ব থাকে
  • ঘ) অন্ত্যমিল নেই
14. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • খ) ৭
  • ক) ১০
  • ঘ) ৯
  • গ) ৮
15. ‘Charity begins at home’ উক্তিটির অর্থ কী? (বিষয়: ইংরেজি)
  • ঘ) ঘর থেকে যাত্রা কর
  • ক) আগে ঘর পরে তাস
  • গ) ইচ্ছা থাকলে উপায় হয়
  • খ) আপন ঘর প্রিয় ঘর
16. ‘প্রাণভয়’ কোন সমাস? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
  • গ) উপমান কর্মধারয়
  • খ) অলুক দ্বন্দ্ব
  • ক) ৬ষ্ঠী তৎপুরুষ
17. নিচের কোন শব্দে ণ-ত্ব বিধান অনুসারে ‘ণ’ এর ব্যবহার হয়েছে? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • খ) লবণ
  • গ) কল্যাণ
  • ক) নিক্কণ
  • ঘ) ব্যাকরণ
18. ‘যিনি উপকার করেন, তাঁর সবাই শ্রদ্ধা করেন।’ কোন ধরনের বাক্য? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ঘ) সরল বাক্য
  • ক) মিশ্র বাক্য
  • খ) যৌগিক বাক্য
  • গ) প্রশ্নবোধক বাক্য
19. ‘কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা’ এখানে ‘কাব্য’ এর কারক বিভক্তি কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ঘ) কর্তায় শূণ্য
  • খ) করণে শূন্য
  • গ) অধিকরণে শূন্য
  • ক) কর্মে শূন্য
20. কোনটি সঠিক বানান? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • খ) নিশিথিনী
  • গ) নীশিথিনী
  • ক) নিশিথিনি
  • ঘ) নিশীথিনী
21. কোন বাক্যটি শুদ্ধ? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) আপনি স্বপরিবারে আমন্ত্রিত
  • খ) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
  • ঘ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
  • গ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই
22. ‘যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল’ – তাকে এক কথায় কী বলে? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) অভিসারিণী
  • গ) অন্যপূর্বা
  • ঘ) প্রোষিতভর্তৃকা
  • খ) অনন্যপূর্বা
23. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • খ) ফার্সি
  • ক) উর্দু
  • ঘ) বাংলা
  • গ) সংস্কৃত
24. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ) রামসুন্দর ত্রিবেদী
  • খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ) প্রমথ চৌধুরী
25. ‘চাচা কাহিনী’ এর লেখক কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) দিলারা হাশেম
  • গ) সরদার জয়েন উদ্দিন
  • ঘ) সৈয়দ মুজতবা আলী
  • খ) আবু জাফর শামসুদ্দিন
26. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ঘ) তত্ত্ববোধিনী
  • খ) দিগদর্শন
  • ক) বঙ্গদর্শন
  • গ) সংবাদ প্রভাকর
27. ‘নিষ্কর’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) নিম্ + কর
  • ঘ) নীঃ + কার
  • খ) নিস্ + কর
  • গ) নিঃ + কর
28. ‘ধৃষ্ট’ এর বিপরীত শব্দ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • খ) নিরীহ
  • গ) দুষ্ট
  • ক) মক্ত
  • ঘ) বিনয়ী
29. ‘Ab initio’ এর বাংলা পরিভাষা কী? (বিষয়: ইংরেজি)
  • খ) অধিহার
  • ক) অনুপস্থিত
  • ঘ) মধ্যবর্তী
  • গ) প্রারম্ভেই
30. ‘Corrigendum’ শব্দের বাংলা পরিভাষা কী? (বিষয়: ইংরেজি)
  • ঘ) পরিশিষ্ট পত্র
  • গ) অনুরোধপত্র
  • ক) পূনর্বিন্যাস
  • খ) শুদ্ধিপত্র
31. ‘তোমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসো।’ উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) রক্তাক্ত প্রান্তর
  • ঘ) দৌলত কাজী
  • খ) অসমাপ্ত আত্মজীবনী
  • গ) কারাগারের রোজনামচা
32. ‘অসমাপ্ত আত্মজীবনী’ তে উল্লিখিত আন্দামান বলতে কী বুঝায়? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) পাকিস্তান আমলের সরকারি অফিস
  • গ) একটি সাগরের নাম
  • ঘ) একটি জেলার নাম
  • খ) ইংরেজ আমলের জেলখানা
33. একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে এর গভীরতা কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • খ) ৩ মিটার
  • ঘ) ৪ মিটার
  • ক) ৩.৫ মিটার
  • গ) ২.৫ মিটার
34. কোন সমান্তর ধারার p তম পদ q এবং q তম পদ p হলে (p+q) তম পদ কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • খ) $p+q$
  • গ) $pq(p+q)$
  • ক) pq
  • ঘ) ০
35. ১৮ ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে $৩০^{\circ}$ কোণ উৎপন্ন করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • গ) ৯ ফুট
  • ঘ) ৬ ফুট
  • খ) ১২ ফুট
  • ক) ১৫ ফুট
36. ‘ক’ প্রথমে তিন মাইল উত্তরে, পরে ৯ মাইল পূর্বে তারপর আবার ৯ মাইল উত্তরে যায়। শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • খ) ২৫ মাইল
  • গ) ১৫ মাইল
  • ঘ) ৩০ মাইল
  • ক) ২০ মাইল
37. ২, ৩, ৫, ৯, ১৭ এর পরবর্তী সংখ্যা কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • খ) ৩২
  • গ) ৪৮
  • ঘ) ৩০
  • ক) ৩৩
38. কোন সংখ্যার ৭০% থেকে ৭০ বিয়োগ করলে ফলাফল হয় ৭০। তবে সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • গ) ১০০
  • ক) ৩০০
  • খ) ২০০
  • ঘ) ১৮০
39. কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • খ) ৬৮,০০,০০০ জন
  • গ) ৬৭,০০,০০০ জন
  • ঘ) ৬৭,০০,২৪০ জন
  • ক) ৬৭,২৪,০০০ জন
40. নীচের কোন ভগ্নাংশটি $\frac{২}{৩}$ থেকে ছোট? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ঘ) $\frac{৩}{৪}$
  • খ) $\frac{৭}{৮}$
  • গ) $\frac{৫}{৬}$
  • ক) $\frac{৩}{৫}$
41. ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল কত? (বিষয়: জ্যামিতি)
  • ঘ) $১৫০^{\circ}$
  • ক) $২৭০^{\circ}$
  • গ) $১৮০^{\circ}$
  • খ) $৩৬০^{\circ}$
42. শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৫%
  • খ) ১৫%
  • গ) ২০%
  • ঘ) ১০%
43. $cos120^{\circ}$ এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • খ) $\frac{১}{\sqrt{২}}$
  • গ) $\frac{১}{২}$
  • ক) $\frac{\sqrt{৩}}{২}$
  • ঘ) $-\frac{১}{২}$
44. $x+\frac{১}{x}=২$ হলে, $(x-\frac{১}{x})^২$ এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • গ) ২
  • খ) ১
  • ঘ) ৪
  • ক) ০
45. ৫টি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে। (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ঘ) ৬ মিনিট
  • ক) ১০ মিনিট
  • খ) ৫ ঘণ্টা
  • গ) ৫ মিনিট
46. $a^m \cdot a^n = a^{m+n}$ কখন হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • গ) n ধনাত্মক হলে
  • ক) m ধনাত্মক ও ঋণাত্মক হলে
  • খ) m ধনাত্মক হলে
  • ঘ) m ও n ধনাত্মক হলে
47. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ট্রাপিজিয়াম
  • খ) আয়তক্ষেত্র
  • গ) বর্গক্ষেত্র
  • ঘ) রম্বস
48. X+Y, X-Y, $X^2-Y^2$ এর গ. সা. গু কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) 1
  • গ) X-Y
  • খ) $X^2-Y^2$
  • ঘ) ০
49. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রন্থের 3/2 গুণ। এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) 60 মিটার
  • গ) 70 মিটার
  • খ) 50 মিটার
  • ঘ) ৪০ মিটার
50. দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে সংখ্যা দুইটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ২০, ২১
  • গ) ২২, ২৩
  • খ) ২১, ২২
  • ঘ) ২৩, ২৪
51. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩: ১। এতে কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪: ১ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৪.৫ গ্রাম
  • গ) ৫ গ্রাম
  • খ) ৬ গ্রাম
  • ঘ) ৪ গ্রাম
52. একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৬ সেন্টিমিটার
  • গ) ৮ সেন্টিমিটার
  • খ) ১০ সেন্টিমিটার
  • ঘ) ৪ সেন্টিমিটার
53. FTP stands for? (বিষয়: কম্পিউটার ও আইসিটি)
  • ক) File Text Protocol
  • খ) File Transfer Protocol
  • গ) Folder Transfer Protocol
  • ঘ) File Transfer Process
54. ‘একাডেমি অব সায়েন্স’ কোন দেশের বিখ্যাত লাইব্রেরী? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) যুক্তরাজ্য
  • গ) রাশিয়া
  • খ) ফ্রান্স
  • ঘ) জার্মানি
55. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) একাদশ
  • গ) নবম
  • খ) অষ্টম
  • ঘ) দ্বাদশ
56. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি? (বিষয়: ভূগোল)
  • ক) সুন্দা প্রণালী
  • গ) মেসিনা প্রণালী
  • খ) মালাক্কা প্রণালী
  • ঘ) বেরিং প্রণালী
57. ‘Blue Economy’ কোন বিষয়ের সাথে সম্পর্কিত? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) সমুদ্র অর্থনীতি
  • খ) সবুজ বিপ্লব
  • গ) বিশ্বায়ন
  • ঘ) নীল চাষ
58. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) মালদ্বীপ
  • গ) নেপাল
  • খ) মালয়েশিয়া
  • ঘ) শ্রীলংকা
59. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) ২২ সেপ্টেম্বর, ১৯৭৮
  • খ) ২৪ সেপ্টেম্বর, ১৯৭৩
  • গ) ২৩ সেপ্টেম্বর, ১৯৭২
  • ঘ) ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪
60. বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) পদ্মা ভবন
  • গ) গণভবন
  • খ) বঙ্গভবন
  • ঘ) উত্তরা ভবন
61. জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) ম্যাকাও
  • গ) প্যালেস্টাইন
  • খ) পূর্ব তিমুর
  • ঘ) মোনাকো
62. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) ১৭ই মে, ২০১৮
  • গ) ২৬ শে মার্চ, ২০১৮
  • খ) ১২ই মে, ২০১৮
  • ঘ) ১৬ই ডিসেম্বর, ২০১৭
63. ১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) ২৮৮
  • গ) ২৮০
  • খ) ২৯০
  • ঘ) ১৬০
64. ‘মজলিশ’ কোন দেশের আইন সভার নাম? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) পাকিস্তান
  • গ) ইরাক
  • খ) ইরান
  • ঘ) আফগানিস্তান
65. কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) SALT
  • গ) NPT
  • খ) CTBT
  • ঘ) NATO
66. ‘ফেয়ার ফ্যাক্স’ কী? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) গোয়েন্দা সংস্থা
  • খ) মানবাধিকার সংস্থা
  • গ) পরিবেশবাদী আন্দোলন
  • ঘ) বিশেষ ধরনের ফ্যাক্স
67. Bandwidth কি? (বিষয়: কম্পিউটার ও আইসিটি)
  • ক) Bit per second
  • খ) Cycle per second
  • গ) Bit per minute
  • ঘ) Range of Frequencies
68. বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) প্রধান বিচারপতি
  • গ) প্রধানমন্ত্রী
  • খ) সেনা প্রধান
  • ঘ) রাষ্ট্রপতি
69. Bangladesh and France have signed a letter of intent ……. defense cooperation. (বিষয়: ইংরেজি (Preposition))
  • ক) in
  • খ) of
  • গ) on
  • ঘ) for
70. ‘The Protagonist’ means? (বিষয়: ইংরেজি (Vocabulary))
  • ক) The central figure of a drama
  • খ) The down in a play
  • গ) The stage director of play
  • ঘ) The villain in play
71. ‘A little learning is a dangerous thing’ is a quotation from- (বিষয়: ইংরেজি (Literature))
  • ক) Oscar wilds
  • খ) Voltaire
  • গ) Altered Tennyson
  • ঘ) Alexander Pope
72. If I were you, I …… for the cause. Choose the correct verbs. (বিষয়: ইংরেজি (Grammar))
  • ক) should fight
  • গ) would fight
  • খ) will fight
  • ঘ) must fight
73. ‘Hold Water’ means- (বিষয়: ইংরেজি (Idioms))
  • ক) Bear Examination
  • খ) Keep Water
  • গ) Clean Water
  • ঘ) Drink Water
74. An intrapersonal conflict is a conflict- (বিষয়: ইংরেজি (Vocabulary))
  • ক) between two individuals of same group
  • খ) within an individual
  • গ) between two individuals
  • ঘ) between two groups
75. ‘আমার ক্ষুধা নেই’ Translate into English- (বিষয়: ইংরেজি (Translation))
  • ক) I have no appetite
  • গ) I am not hungry
  • খ) have no hunger
  • ঘ) I am full
76. This is ….. useful book for research. (বিষয়: ইংরেজি (Article))
  • ক) an
  • গ) the
  • খ) a
  • ঘ) none
77. A serious play with a sad ending is called a (বিষয়: ইংরেজি (Literature))
  • ক) Farce
  • গ) Tragedy
  • খ) Melodrama
  • ঘ) Comedy
78. What is the meaning of ‘Dead letter’? (বিষয়: ইংরেজি (Idioms))
  • ক) Bad letter
  • খ) Old letter
  • গ) Law not in force
  • ঘ) Letter written by unknown person
79. I am looking forward to ……… you. (বিষয়: ইংরেজি (Grammar))
  • ক) see
  • গ) how to see
  • খ) seeing
  • ঘ) be able to
80. ‘Killing the bird, the old man brought bad luck to the crew’ is a- (বিষয়: ইংরেজি (Grammar))
  • ক) Simple sentence
  • খ) Complex sentence
  • গ) None of them
  • ঘ) Compound sentence
81. Mathematics (to be) my favourite subject. (বিষয়: ইংরেজি (Subject-Verb Agreement))
  • ক) is
  • গ) will be
  • খ) are
  • ঘ) be
82. ‘To read between the lines’ means- (বিষয়: ইংরেজি (Idioms))
  • ক) To read carefully
  • খ) To read only sometimes
  • গ) To read quickly to save time
  • ঘ) To read carefully to find out any hidden meaning
83. ‘Needle: Thread’ Find out the correct analogy. (বিষয়: মানসিক দক্ষতা (Analogy))
  • ক) Prick: Sew
  • খ) Leader: Follow
  • গ) Pin: Cushion
  • ঘ) Bat: Ball
84. What is a ‘Sonnet’? (বিষয়: ইংরেজি (Literature))
  • ক) A prose of special nature
  • খ) A poem of fourteen lines
  • গ) A criticism of a poet
  • ঘ) A sad poem about nature
85. The phrase “Achilles’ heel” means: (বিষয়: ইংরেজি (Idioms))
  • ক) A strong point
  • খ) A weak point
  • গ) A permanent solution
  • ঘ) A serious idea
86. What is the meaning of the word ‘Belated’? (বিষয়: ইংরেজি (Vocabulary))
  • ক) Complaining
  • খ) Off hand
  • গ) Weak
  • ঘ) Tardy
87. He said to me, ‘Why have you beaten my dog?’ (make it indirect). (বিষয়: ইংরেজি (Narration))
  • ক) He enquired me why had I had beaten his dog
  • খ) He demanded me why had I beaten his dog.
  • গ) He demanded of me why I had beaten his dog?
  • ঘ) He asked me why I have had beaten his dog.
88. My teacher embodies all the good qualities (Make it passive) (বিষয়: ইংরেজি (Voice Change))
  • ক) All the good qualities are embodied on my teacher.
  • খ) All the good qualities are embodied by my teacher.
  • গ) All the good qualities are embodied in my teacher.
  • ঘ) All the good qualities are embodied to my teacher.
89. What is the antonym of ‘Egalitarian’? (বিষয়: ইংরেজি (Antonym))
  • ক) Level
  • গ) Elitist
  • খ) Even
  • ঘ) Equal
90. Synonym of ‘Camouflage’ is (বিষয়: ইংরেজি (Synonym))
  • ক) heavy
  • গ) difficult
  • খ) dangerous
  • ঘ) disguise
91. Identify the incorrect one. (বিষয়: ইংরেজি (Grammar))
  • ক) He resembles his father.
  • খ) Either you or I am wrong.
  • গ) Two thirds of this milk is lost.
  • ঘ) I am usually feeling tired after lunch.
92. Who wrote the short story. ‘The Gift of the Magi’? (বিষয়: ইংরেজি (Literature))
  • ক) T. S. Eliot
  • গ) Shakespare
  • খ) O’ Henry
  • ঘ) Robut Frost
93. Which is an example of verbal noun? (বিষয়: ইংরেজি (Grammar))
  • ক) Writing a good letter is difficult.
  • খ) The writing of a good letter is difficult.
  • গ) Good letter writing is difficult.
  • ঘ) It is very difficult to write a good letter.
94. Runa wants to go home and………. (বিষয়: ইংরেজি (Grammar))
  • ক) So want we
  • গ) We do so
  • খ) So do we
  • ঘ) So we are
95. Trees are considered one of our best friends (Make it active) (বিষয়: ইংরেজি (Voice Change))
  • ক) It is tree which is our best friend.
  • খ) Trees are our best friend.
  • গ) We considered tress one of our best friends.
  • ঘ) We consider trees are of our best friend.
96. I can’t help……….. (বিষয়: ইংরেজি (Phrase))
  • ক) for somoking
  • খ) but smoke
  • গ) to smoke
  • ঘ) smoking

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *