খাদ্য অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এক্সাম ২০০৪ এফএএস ফাইল

খাদ্য অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এক্সাম ২০০৪
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy FAS

খাদ্য অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এক্সাম ২০০৪

হিন্টের সহায়তা উত্তর দিতে পারবেন এবং উত্তর দেওয়ার পর ব্যাখ্যাও রয়েছে। কুইজটিতে মোট 63 প্রশ্ন রয়েছে। সময়: 45 মিনিট

পরীক্ষার অবশিষ্ট সময়
45:00
সময় শুরু হয়েছে
1. বাংলা নববর্ষ পহেলা বৈশাখের প্রবর্তক কে? (বিষয়: ইতিহাস ও ঐতিহ্য)
  • ক) সম্রাট আকবর
  • গ) লক্ষ্মণ সেন
  • খ) শেরশাহ
  • ঘ) বাদশা শাহজাহান
2. বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? (বিষয়: সাধারণ জ্ঞান ও প্রযুক্তি)
  • ক) ১টি
  • গ) ৩টি
  • খ) ২টি
  • ঘ) ৪টি
3. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি? (বিষয়: সাধারণ জ্ঞান ও অর্থনীতি)
  • ক) ড. এম. এন হুদা
  • খ) এস. বি. চৌধুরী
  • গ) এ. এন. হামিদুল্লাহ
  • ঘ) এ. কে. এন. আহমদ
4. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? (বিষয়: ভূগোল)
  • ক) পদ্মা
  • গ) ব্রহ্মপুত্র
  • খ) মেঘনা
  • ঘ) যমুনা
5. বাংলাদেশে প্রথম কোন সালে গ্যাস উত্তোলন শুরু হয়? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ১৯৫২ সালে
  • গ) ১৯৬৫ সালে
  • খ) ১৯৫৭ সালে
  • ঘ) ১৯৬৭ সালে
6. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য কে? (বিষয়: ইতিহাস ও সাধারণ জ্ঞান)
  • ক) ড. মাহমুদ হাসান
  • গ) ড. ওসমান গণি
  • খ) স্যার এ. এফ. রহমান
  • ঘ) ড. মোয়াজ্জেম হোসেন
7. বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি? (বিষয়: বাংলাদেশ সংবিধান)
  • ক) নির্বাচন কমিশন
  • খ) আণবিক শক্তি কমিশন
  • গ) বাংলাদেশ সরকারি কর্মকমিশন
  • ঘ) পরিকল্পনা কমিশন
8. মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি? (বিষয়: বিজ্ঞান)
  • ক) আমিষ
  • গ) ভিটামিন
  • খ) স্নেহ পদার্থ
  • ঘ) শর্করা
9. আমাদের সংবিধানের কোন সংশোধনী দ্বারা সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়? (বিষয়: বাংলাদেশ সংবিধান)
  • ক) অষ্টম
  • গ) একাদশ
  • খ) নবম
  • ঘ) দ্বাদশ
10. স্বর্ণ নগরী বলা হয় কোন নগরটিকে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) দুবাই
  • গ) শিকাগো
  • খ) অমৃতসর
  • ঘ) জোহান্সবার্গ
11. UNICEF-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) নিউইয়র্ক
  • গ) জেনেভা
  • খ) ওয়াশিংটন
  • ঘ) রোম
12. International Court of Justice-এর সদর দফতর কোথায় অবস্থিত? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
  • খ) নেদারল্যান্ডসের দি হেগে
  • গ) সুইজারল্যান্ডের বার্নে
  • ঘ) কানাডার অটোয়ায়
13. আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস কোনটি? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) ১ জানুয়ারি
  • গ) ২১ মে
  • খ) ২১ মার্চ
  • ঘ) ৩০ জুন
14. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) কুর্ট ওয়ার্ল্ডহেম
  • খ) দ্যাগ হ্যামারশোল্ড
  • গ) উ থান্ট
  • ঘ) হ্যাভিয়ার প্যারেস দ্য কুইয়ার
15. কোন যুদ্ধটি সম্প্রতি ইরাকে অনুষ্ঠিত হয়নি? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) ডেজার্ট শীল্ড
  • খ) ডেজার্ট স্টর্ম
  • গ) ক্রুসেড
  • ঘ) ইনফাইনাইট জাস্টিস
16. জর্জ ডাব্লিউ বুশ আমেরিকার কততম প্রেসিডেন্ট? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) ৪১তম
  • গ) ৪৩তম
  • খ) ৪২তম
  • ঘ) ৪৪তম
17. দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৭২
  • গ) ৪৮
  • খ) ৬০
  • ঘ) ২৪
18. একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে ২২০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১৪০ মিটার
  • খ) ১৬০ মিটার
  • গ) ১৮০ মিটার
  • ঘ) ২০০ মিটার
19. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে উহার ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১০% বৃদ্ধি
  • গ) ৮% বৃদ্ধি
  • খ) ১০% হ্রাস
  • ঘ) ৮% হ্রাস
20. শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ১,০৪০ টাকা হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৫৫০
  • গ) ৬৫০
  • খ) ৬০০
  • ঘ) ৭০০
21. যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১০%
  • গ) ২০%
  • খ) ১৫%
  • ঘ) ২১%
22. বনভোজনে যাওয়ার জন্য ৫,৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হয় এই শর্তে যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। ৫ জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া ৩ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী ছিল? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৮০
  • খ) ৮৫
  • গ) ৯৫
  • ঘ) ১০০
23. যদি $z=x+iy$ হয় তবে $|z+1|+|z-1|=3$ দ্বারা বর্ণিত সঞ্চার পথ হবে – (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) সরলরেখা
  • গ) প্যারাবোলা
  • খ) বৃত্ত
  • ঘ) ইলিপস
24. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল ও হয় এবং সংখ্যাটির সাথে ১৮ যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি নির্ণয় কর। (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১৫
  • গ) ৩৬
  • খ) ২৪
  • ঘ) ৪৮
25. $4+44+444+…………….$ ধারাটির n-সংখ্যক পদের যোগফল নির্ণয় কর। (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) $(10/9)(10^{n}-1)-(1/9)n$
  • খ) $(20/81)(10^{n-1}-1)-(4/9)n$
  • গ) $(10/27)(10^{n}-1)-(2/9)n$
  • ঘ) $(40/81)(10^{n}-1)-(4/9)n$
26. ৫৪০ সংখ্যাটির ভাজকের সংখ্যা কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ২৪
  • খ) ২৬
  • গ) ২৮
  • ঘ) ৩০
27. Choose the right word. Jamal and I ________ to school. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) walking
  • গ) walk
  • খ) walks
  • ঘ) are walk
28. Choose the correct sentence. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) I am here since Monday.
  • খ) I have been here since Monday.
  • গ) I am here from Monday.
  • ঘ) I was here since Monday.
29. Choose the correct sentence. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) There are a large number of boys in the playing field.
  • খ) There is a large number of boys in the playing field.
  • গ) There has a large number of boys in the playing field.
  • ঘ) There is a large number of boy in the playing field.
30. Choose the right preposition. He has a liking ________ cricket. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) by
  • গ) for
  • খ) in
  • ঘ) at
31. Choose the correct sentence (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) Do he have a house.
  • খ) Does he have a house.
  • গ) Does he has a house.
  • ঘ) Do he has a house.
32. Choose the correct sentence. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) Everything has been done to help him.
  • খ) Everything have been done to help him.
  • গ) Everything are done to help him.
  • ঘ) Everything was did to help him.
33. Choose the correct sentence. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) What are you doing for the last three hours?
  • খ) What have you been doing for the last three hours?
  • গ) What did you doing for the last three hours?
  • ঘ) What had you done for the last three hours?
34. Choose the right passive form of ‘Who will pay him?’ (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) Who will be paid him
  • খ) Who would be paid him
  • গ) Whom he will be paid
  • ঘ) By whom will he be paid
35. Choose the correct meaning of the word ‘likely’. (বিষয়: ইংরেজি শব্দার্থ)
  • ক) probably
  • গ) similarly
  • খ) very much liked
  • ঘ) nearly
36. Choose the correct spelling (বিষয়: ইংরেজি বানান)
  • ক) maintainance
  • গ) maintanace
  • খ) maintenance
  • ঘ) maintenece
37. Choose the correct sentence (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) He is the happiest child of all.
  • খ) He is the most happy child of all.
  • গ) He is a happiest child of all.
  • ঘ) He is most happy child of all.
38. ‘What he said is largely true’ means? (বিষয়: ইংরেজি শব্দার্থ)
  • ক) What he said is surely true?
  • খ) What he said is completely true?
  • গ) What he said is possibly ture?
  • ঘ) What he said is mostly true?
39. Fill in the blank with the correct verb. I request that the work ________. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) is done
  • গ) is doing
  • খ) be done
  • ঘ) should do
40. Choose the correct word. Selim is absent because he ________ a cold. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) is having
  • গ) will have
  • খ) have
  • ঘ) has
41. Choose the correct word. When the storm arrived, the people ________ ran for shelter. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) hurry
  • গ) hurrying
  • খ) hurried
  • ঘ) hurriedly
42. Choose the best synonym for the underlined words. World war II **broke out** in 1939 (বিষয়: ইংরেজি শব্দার্থ)
  • ক) finished
  • গ) became worse
  • খ) started
  • ঘ) was cancelled
43. Choose the best synonym for the underlined words. What are those boys talking about? I wonder what they’re **up to**. (বিষয়: ইংরেজি শব্দার্থ)
  • ক) standing on
  • গ) planning to do
  • খ) climbing up
  • ঘ) arguing about
44. Choose the best synonym for the underlined word. The traffic had to be **diverted** as a result of a serious accident. (বিষয়: ইংরেজি শব্দার্থ)
  • ক) sent by another route
  • খ) slowed down
  • গ) stopped completely
  • ঘ) searched by policemen
45. Choose the correct sentence (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) He lives here for five months.
  • খ) He is living here for five months.
  • গ) He has been living here for five months.
  • ঘ) He live here for five months.
46. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) উড়নচণ্ডী
  • গ) ছা-পোষা
  • খ) আটকপালে
  • ঘ) ভূষণ্ডির কাক
47. সমাস ভাষাকে – (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) বিস্তৃত করে
  • গ) অর্থবোধক করে
  • খ) সংক্ষেপ করে
  • ঘ) ভাষারূপ ক্ষুণ্ণ করে
48. সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্যটি চিহ্নিত করুন। (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) করিম আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছে।
  • খ) আদালতে মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়।
  • গ) মিথ্যা সাক্ষী দিলে বিচারকার্য বিঘ্নিত নয়।
  • ঘ) মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধের কাজও বটে।
49. ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’-কার বক্তব্য? (বিষয়: বাংলা সাহিত্য ও ইতিহাস)
  • ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ) মোতাহার হোসেন চৌধুরী
  • গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ) শেরে বাংলা এ. কে ফজলুল হক
50. বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) মাওলানা আকরাম খাঁ
  • খ) ভাই গিরিশচন্দ্র সেন
  • গ) মাওলানা মনিরুজ্জামান
  • ঘ) কেশবচন্দ্র সেন
51. নিচের গ্রন্থগুলির মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) কথা ও কাহিনী
  • খ) রাত্রি শেষ
  • গ) হাজার বছর ধরে
  • ঘ) চোখের চাতক
52. নাটক ও প্রহসনে পার্থক্য – (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) উপাখ্যান
  • গ) সংলাপ
  • খ) ব্যঙ্গ বিদ্রপ
  • ঘ) চরিত্র
53. ‘রূপসী বাংলা’র কবি কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) বুদ্ধদেব বসু
  • খ) সুধীন্দ্রনাথ চক্রবর্তী
  • গ) বিষ্ণু দে
  • ঘ) জীবনানন্দ দাশ
54. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) বিভিষীকা
  • গ) বীভিষিকা
  • খ) বিভীষিকা
  • ঘ) বীভিষীকা
55. ‘ক্ষ’-এর বিশ্লিষ্ট রূপ- (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) প্ + ২1
  • খ) ক + ঘ
  • গ) ক + ষ
  • ঘ) ক + ষ + খ
56. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? (বিষয়: বাংলা সাহিত্য ও ইতিহাস)
  • ক) সমাচার দর্পণ
  • গ) সংবাদ প্রভাকর
  • খ) বঙ্গ দর্শন
  • ঘ) বেঙ্গল গেজেট
57. সন্ধির প্রধান সুবিধা কি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) পড়ার সুবিধা
  • খ) লেখার সুবিধা
  • গ) উচ্চারণের সুবিধা
  • ঘ) শোনার সুবিধা
58. ‘শকুনি মামা’-এর অর্থ কি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) কুৎসিত মামা
  • খ) সৎ মামা
  • গ) কুচক্রী মামা
  • ঘ) পাতানো মামা
59. ‘তিনি চোখে দেখেন না’ -নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) অধিকরণে ৭মী
  • গ) অপাদানে ৭মী
  • খ) কর্মে ৭মী
  • ঘ) করণে ৭মী
60. কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) পাকা পাকা আম
  • খ) ঝির ঝির বৃষ্টি
  • গ) নরম নরম হাত
  • ঘ) উড়ু উড়ু মন
61. ‘সংশয়’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) বিস্ময়
  • খ) নির্ভয়
  • গ) দ্বিধা
  • ঘ) প্রত্যয়
62. রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসের প্রধান দু’টি চরিত্রের নাম – (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) নগেন্দ্র ও কুন্দনন্দিনী
  • খ) মহেন্দ্র ও বিনোদিনী
  • গ) সুরেশ ও অচলা
  • ঘ) মধুসূদন ও কুমুদিনী
63. ১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) শকুন্তলা
  • খ) বর্ণ পরিচয়
  • গ) সীতার বনবাস
  • ঘ) ভ্রান্তি বিলাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *