DGFood (খাদ্য অধিদপ্তর)উপ-পরিদর্শক, পরিদর্শক, উচ্চমান সহকারী, অডিটর, সুপারভাইজার, এক্সাম সেট ক -২০০৯

DGFood Deputy Food-Inspector Food Inspector Senior-Assistant-Auditor-Supervisor-Exam-2009
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy Quiz

DGFood-Deputy-Food-Inspector-Food-Inspector-Senior-Assistant-Auditor-Supervisor-Exam-2009

প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন।হিন্টের সহায়তা উত্তর দিতে পারবেন। কুইজটিতে মোট 95 প্রশ্ন রয়েছে। সময়: 60 মিনিট

পরীক্ষার অবশিষ্ট সময়
60:00
সময় শুরু হয়েছে
1. ক একটি কাজ ৮ দিনে ও খ সেই একই কাজ ৪ দিনে করতে পারে। যদি তারা একই সাথে কাজটি করে তবে তা কয়দিনে শেষ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (সময় ও কাজ))
  • ক) ২.৬৬
  • খ) ৩
  • গ) ৩.৩৩
  • ঘ) কোনোটিই না
2. একটি Econo কলমের মূল্য ৫ টাকা এবং একটি Matador কলমের মূল্য ৪ টাকা। যদি ঐ দোকানদার ৫০০টি কলম বিক্রি করে ২৩০০ টাকা পায়, তবে সে কয়টি Econo কলম বিক্রয় করেছিল? (বিষয়: গাণিতিক যুক্তি (সমীকরণ))
  • ক) ২৭৫
  • খ) ৩০০
  • গ) ৩১৫
  • ঘ) কোনোটিই নয়
3. একটি কলমের দাম ১০ টাকা এবং ১০টি খামের দাম ৩ টাকা। ৩টি কলম ও ১০টি খামের দাম কত হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (ঐকিক নিয়ম))
  • ক) ৩৩
  • খ) ৩৬
  • গ) ৩৯
  • ঘ) কোনোটিই নয়
4. সুমন ১২০ টাকা দিয়ে কয়েকটি কলম কিনলো। প্রতিটি কলমের দাম যদি ২ টাকা কম হতো তবে সে আরো ২টি কলম বেশি পেত। সে কতগুলো কলম কিনেছিল? (বিষয়: গাণিতিক যুক্তি (সমীকরণ ও মূল্য))
  • ক) ৮
  • খ) ১০
  • গ) ১২
  • ঘ) কোনোটিই নয়
5. $x, y$ এবং $z$ এর মধ্যে ১৪০০ টাকা এমনভাবে ভাগ করা হলো যেন $x$ পেল $y$ এর দ্বিগুণ এবং $y$ পেল $z$ এর দ্বিগুণ। তাহলে $y$ কত টাকা পেল? (বিষয়: গাণিতিক যুক্তি (অনুপাত))
  • ক) ৮০০
  • খ) ৬০০
  • গ) ৪০০
  • ঘ) ২০০
6. একটি অফিসে ৩২ জন মহিলা কর্মী আছে এবং ঐ অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত ৯:১৬। ঐ অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে? (বিষয়: গাণিতিক যুক্তি (অনুপাত ও শতাংশ))
  • ক) ৩২%
  • খ) ৩৬%
  • গ) ৩৭%
  • ঘ) ৪০%
7. বার্ষিক ৩% হার সুদে ৫০০ টাকার ৬ বছরে যত সুদ হয়, বার্ষিক ৫% হার সুদে কত টাকার ৪ বছরে তত সুদ হয়? (বিষয়: গাণিতিক যুক্তি (সরল সুদ))
  • ক) ৪০০
  • খ) ৪২৫
  • গ) ৪৫০
  • ঘ) কোনোটিই না
8. ক-এর কাছে ২৬০ টাকা আছে। এর সাথে কত টাকা যোগ করলে সে সমস্ত টাকাকে ৬, ৭ অথবা ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? (বিষয়: গাণিতিক যুক্তি (ল.সা.গু.))
  • ক) ৭৬
  • খ) ৮২
  • গ) ৯২
  • ঘ) কোনোটিই নয়
9. $x$-কে যদি ১৮ এবং ১৬ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ যথাক্রমে ৪ এবং ১০ হয়। $x$-এর মান কত হতে পারে? (বিষয়: গাণিতিক যুক্তি (সংখ্যা তত্ত্ব))
  • ক) ৫২
  • খ) ৫৪
  • গ) ৫৮
  • ঘ) কোনোটিই নয়
10. পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। ১২ বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের ২ গুণ। পিতার বর্তমান বয়স কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বয়স সংক্রান্ত))
  • ক) ৩৬
  • খ) ৩৮
  • গ) ৪০
  • ঘ) ৪২
11. ১০ জন ছাত্রের গড় নম্বর $x$। যদি অন্য ৫ জন ছাত্রের গড় নম্বর ২০ হয়, তবে ঐ ১৫ জন ছাত্রের গড় নম্বর কত হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (গড়))
  • ক) $(১০x+২০)/(x+৫)/১৫$
  • খ) $(১০x+২০)/(x+৫)$
  • গ) $(\text{x}+১০)/১.৫$
  • ঘ) কোনোটিই নয়
12. ১০টি সংখ্যার যোগফল ৩৮০। এদের প্রথম ৪টির গড় ৫০ এবং শেষ ৫টির গড় ৩২। পঞ্চম সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি (গড়))
  • ক) ১০
  • খ) ১৫
  • গ) ২০
  • ঘ) কোনোটিই নয়
13. একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল। সুমন ২৫%, ফারুক ৩৫% এবং বাবু অবশিষ্ট ২০০ ভোট পেল। সুমন কত সংখ্যক ভোট পেল? (বিষয়: গাণিতিক যুক্তি (শতাংশ))
  • ক) ১২৫
  • খ) ১৩৫
  • গ) ১৫৫
  • ঘ) কোনোটিই নয়
14. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রন্থের ১.৫ গুণ। ঐ ক্ষেত্রের ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে তার দৈর্ঘ্য কত? (বিষয়: গাণিতিক যুক্তি (পরিমিতি))
  • ক) ৯
  • খ) ১২
  • গ) ১৮
  • ঘ) কোনোটিই নয়
15. সুমন ২০ টাকা ও ৩০ টাকা দামের সমসংখ্যক কলম কিনলো। যদি সে মোট ১০০০ টাকার কলম কিনে থাকে তবে মোট কয়টি কলম কিনলো? (বিষয়: গাণিতিক যুক্তি (সমীকরণ ও মূল্য))
  • ক) ২৮
  • খ) ৩২
  • গ) ৪০
  • ঘ) কোনোটিই নয়
16. যদি $\text{xyz} < 0$ এবং $\text{z} < 0$ হয়, তবে নিচের কোনটি অবশ্যই সঠিক হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (অসমতা))
  • ক) $\text{xy}>0$
  • খ) $\text{xy}<0$
  • গ) $\text{xy}<\text{z}$
  • ঘ) কোনোটিই নয়
17. একটি বইয়ের মূল্য ১০০ টাকা। বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্যের ১০% হ্রাস করা হলো। তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরো ৫% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। বইটি কত টাকায় বিক্রি হলো? (বিষয়: গাণিতিক যুক্তি (শতাংশ ও মূল্য হ্রাস))
  • ক) ৮৫.৫
  • খ) ৮০.৫
  • গ) ৭৬.৫
  • ঘ) কোনোটিই নয়
18. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? (বিষয়: বাংলাদেশের ভূগোল ও আন্তর্জাতিক সম্পর্ক)
  • ক) লালমনিরহাট
  • খ) দিনাজপুর
  • গ) যশোর
  • ঘ) রংপুর
19. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? (বিষয়: বাংলাদেশের ভূগোল)
  • ক) নারকেল জিঞ্জিরা
  • খ) পূর্বাশা
  • গ) চন্দ্রদ্বীপ
  • ঘ) কোনোটিই নয়
20. ‘পঞ্চাশের মন্বন্তর’ হয়েছিল ইংরেজি কত সালে? (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
  • ক) ১৯৪৩ সালে
  • খ) ১৮৫০ সালে
  • গ) ১৯২১ সালে
  • ঘ) ১৯৫০ সালে
21. খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? (বিষয়: বাংলাদেশের নৃগোষ্ঠী)
  • ক) ময়মনসিংহ
  • খ) নেত্রকোনা
  • গ) সিলেট
  • ঘ) পার্বত্য চট্টগ্রাম
22. বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে কত বছর হতে হবে? (বিষয়: বাংলাদেশের সংবিধান)
  • ক) ২৫
  • খ) ৩০
  • গ) ৩৫
  • ঘ) ৪০
23. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? (বিষয়: বাংলাদেশের মুক্তিযুদ্ধ)
  • ক) তাজউদ্দীন আহমেদ
  • খ) মুশতাক আহমেদ
  • গ) সৈয়দ নজরুল ইসলাম
  • ঘ) মনসুর আলী
24. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত? (বিষয়: বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো)
  • ক) ময়মনসিংহ
  • খ) নেত্রকোনা
  • গ) সাভার
  • ঘ) পাবনা
25. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন সালে? (বিষয়: আন্তর্জাতিক সম্পর্ক ও বাংলাদেশের ইতিহাস)
  • ক) ১৯৭২
  • খ) ১৯৭৩
  • গ) ১৯৭৪
  • ঘ) ১৯৭৫
26. ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? (বিষয়: বাংলাদেশের স্থাপত্য ও ইতিহাস)
  • ক) নবাব সিরাজউদ্দৌলা
  • খ) শায়েস্তা খান
  • গ) ঈশা খান
  • ঘ) সুবেদার ইসলাম
27. বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে? (বিষয়: বাংলাদেশের রাজনীতি (ঐতিহাসিক))
  • ক) শওকত আলী
  • খ) শামসুল হক টুকু
  • গ) আলী আশরাফ
  • ঘ) শফিক আহমদ
28. বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? (বিষয়: বাংলাদেশের রাজনীতি (ঐতিহাসিক))
  • ক) ফারুক খান
  • খ) দিলীপ বড়ুয়া
  • গ) সৈয়দ আবুল হোসেন
  • ঘ) দীপু মনি
29. বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা (আয়তন) কোনটি? (বিষয়: বাংলাদেশের ভূগোল)
  • ক) নওয়াবগঞ্জ
  • খ) নরসিংদী
  • গ) নারায়ণগঞ্জ
  • ঘ) সাতক্ষীরা
30. বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? (বিষয়: বাংলাদেশের শিল্প ও প্রতিষ্ঠান)
  • ক) রাঙ্গামাটি
  • খ) গাজীপুর
  • গ) সিলেট
  • ঘ) নারায়ণগঞ্জ
31. কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? (বিষয়: বাংলাদেশের ভূগোল)
  • ক) ঠাকুরগাঁও
  • খ) রংপুর
  • গ) নওয়াবগঞ্জ
  • ঘ) মেহেরপুর
32. চরফ্যাশন কোন জেলায়? (বিষয়: বাংলাদেশের ভূগোল)
  • ক) ভোলা
  • খ) বরিশাল
  • গ) বাগেরহাট
  • ঘ) লক্ষ্মীপুর
33. বিগত তত্ত্বাবধায়ক সরকার কতগুলো Ordinance জারি করেছিলেন? (বিষয়: বাংলাদেশের রাজনীতি (ঐতিহাসিক))
  • ক) ১১৫
  • খ) ১২২
  • গ) ১৩৪
  • ঘ) ১৪২
34. বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি? (বিষয়: বাংলাদেশের সংবিধান)
  • ক) ৩০
  • খ) ৩৫
  • গ) ৪০
  • ঘ) ৫০
35. বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? (বিষয়: বাংলাদেশের ভূগোল)
  • ক) কীর্তনখোলা
  • খ) মেঘনা
  • গ) আড়িয়াল খাঁ
  • ঘ) কোনোটিই নয়
36. বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? (বিষয়: সাধারণ জ্ঞান ও প্রযুক্তি)
  • ক) BTTB
  • খ) BTCC
  • গ) BTCL
  • ঘ) BTRC
37. বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? (বিষয়: বাংলাদেশের মুক্তিযুদ্ধ)
  • ক) ৭
  • খ) ১০
  • গ) ১১
  • ঘ) ১২
38. প্রাচীন ‘পুণ্ড্রনগর’ কোথায় অবস্থিত? (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
  • ক) ময়নামতি
  • খ) বিক্রমপুর
  • গ) মহাস্থানগড়
  • ঘ) পাহাড়পুর
39. RAM, ROM শব্দগুলো কিসের সাথে সম্পৃক্ত? (বিষয়: সাধারণ জ্ঞান (কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি))
  • ক) কম্পিউটার
  • খ) মোবাইল
  • গ) ইন্টারনেট
  • ঘ) টেলিভিশন
40. কান্দাহার কোন দেশের শহর? (বিষয়: আন্তর্জাতিক ভূগোল)
  • ক) কাজাকিস্তান
  • খ) আফগানিস্তান
  • গ) ইরান
  • ঘ) কিরগিজস্তান
41. আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? (বিষয়: আন্তর্জাতিক ভূগোল)
  • ক) উত্তর আমেরিকা
  • খ) দক্ষিণ আমেরিকা
  • গ) ইউরোপ
  • ঘ) আফ্রিকা
42. নিম্নের কোনটি মশা বাহিত রোগ? (বিষয়: বিজ্ঞান)
  • ক) ডাইরিয়া
  • খ) বসন্ত
  • গ) ডেঙ্গু
  • ঘ) সবগুলো
43. ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) মিতেরাঁ
  • খ) সারকোজি
  • গ) জ্যাক শিরাক
  • ঘ) এলিজাবেথ বর্নি
44. মানবাধিকার দিবস পালিত হয় কবে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) ১০ ডিসেম্বর
  • খ) ১ এপ্রিল
  • গ) ১ মে
  • ঘ) ১০ জুন
45. মিশর কোন মহাদেশে অবস্থিত? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) এশিয়া
  • খ) আফ্রিকা
  • গ) ইউরোপ
  • ঘ) কোনোটিই নয়
46. সর্বাধিক ব্যালন ডি’অর বিজয়ী খেলোয়ার? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) মেসি
  • খ) কাকা
  • গ) বেকহাম
  • ঘ) কোনোটিই নয়
47. ইতালির মুদ্রার নাম কি? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) পেসো
  • খ) লিরা
  • গ) গিল্ড
  • ঘ) ইউরো
48. কোন দেশে Million টাকার নোট ব্যবহার করে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) ইতালি
  • খ) ফ্রান্স
  • গ) জিম্বাবুয়ে
  • ঘ) সুদান
49. ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) প্রণব মুখার্জী
  • খ) লালু প্রসাদ
  • গ) শিবলাল যাদব
  • ঘ) সুব্রহ্মণ্যম জয়শঙ্কর
50. আলেকজান্দ্রিয়া বন্দর কোথায়? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) মিশর
  • খ) সিরিয়া
  • গ) ইসরাইল
  • ঘ) মরক্কো
51. সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়? (বিষয়: বিজ্ঞান)
  • ক) A
  • খ) B
  • গ) C
  • ঘ) D
52. Pulitzer পুরস্কার কিসের জন্য দেয়া হয়? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) চলচ্চিত্র
  • খ) সাহিত্য
  • গ) সাংবাদিকতা
  • ঘ) খেলাধুলা
53. ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন কোন সালে হবে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) ২০২৪
  • খ) ২০২৫
  • গ) ২০২৬
  • ঘ) ২০২৭
54. কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) পাকিস্তান
  • খ) চীন
  • গ) যুক্তরাজ্য
  • ঘ) জার্মানি
55. ভিটামিন ‘এ’-এর অভাবে কোন রোগ হয়? (বিষয়: বিজ্ঞান)
  • ক) রাতকানা
  • খ) গলগণ্ড
  • গ) স্কার্ভি
  • ঘ) রিকেটস
56. The police is looking ______ the case. (বিষয়: ইংরেজি)
  • ক) from
  • খ) on
  • গ) into
  • ঘ) of
57. Due to financial crisis, thirty more people ______ last week. (বিষয়: ইংরেজি)
  • ক) were lie off
  • খ) were laying off
  • গ) were layed off
  • ঘ) were laid off
58. A sixteen-year-old is not ______ to vote in the national election. (বিষয়: ইংরেজি)
  • ক) as old enough
  • খ) old enough
  • গ) enough old
  • ঘ) enough old as
59. Honesty is indispensable ______ success. (বিষয়: ইংরেজি)
  • ক) about
  • খ) for
  • গ) at
  • ঘ) of
60. I cannot ______ what you say. (বিষয়: ইংরেজি)
  • ক) make over
  • খ) take over
  • গ) make out
  • ঘ) take out
61. Every body should ______ their old parents. (বিষয়: ইংরেজি)
  • ক) look after
  • খ) look up
  • গ) look of
  • ঘ) look into
62. The teacher is popular ______ his students. (বিষয়: ইংরেজি)
  • ক) at
  • খ) upon
  • গ) with
  • ঘ) for
63. He has ______ M. A. from a public university. (বিষয়: ইংরেজি)
  • ক) the
  • খ) a
  • গ) an
  • ঘ) none of these
64. Scarcity শব্দের সঠিক অর্থ কোনটি? (বিষয়: বাংলা (সমার্থক শব্দ))
  • ক) স্থূল
  • খ) প্রাচুর্য
  • গ) স্বল্পতা
  • ঘ) কর্কশ
65. Curtail শব্দের সঠিক অর্থ কোনটি? (বিষয়: বাংলা (সমার্থক শব্দ))
  • ক) সংক্ষিপ্ত করা
  • খ) শুরু
  • গ) চোখ বুলানো
  • ঘ) প্রচুর
66. Divulge শব্দের সঠিক অর্থ কোনটি? (বিষয়: বাংলা (সমার্থক শব্দ))
  • ক) ইঙ্গিত দেয়া
  • খ) ছড়াইয়া দেয়া
  • গ) অল্প পরিমাণ
  • ঘ) প্রকাশ করা
67. Provoke শব্দের সঠিক অর্থ কোনটি? (বিষয়: বাংলা (সমার্থক শব্দ))
  • ক) উস্কানি দেয়া
  • খ) নিন্দা করা
  • গ) বিরত রাখা
  • ঘ) ঘৃণা করা
68. Transparent শব্দের সঠিক অর্থ কোনটি? (বিষয়: বাংলা (সমার্থক শব্দ))
  • ক) উপনীত
  • খ) প্রাণবন্ত
  • গ) স্বচ্ছ
  • ঘ) ঘোলাটে
69. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: ইংরেজি (বানান শুদ্ধি))
  • ক) apprehend
  • খ) apprihand
  • গ) apprehend
  • ঘ) apprehand
70. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: ইংরেজি (বানান শুদ্ধি))
  • ক) subtract
  • খ) substract
  • গ) substruct
  • ঘ) subtruct
71. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: ইংরেজি (বানান শুদ্ধি))
  • ক) corruption
  • খ) corupsion
  • গ) coraption
  • ঘ) corruption
72. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: ইংরেজি (বানান শুদ্ধি))
  • ক) appropriate
  • খ) apropriate
  • গ) appropriate
  • ঘ) apropriet
73. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: ইংরেজি (বানান শুদ্ধি))
  • ক) authoritative
  • খ) authoritative
  • গ) authoritative
  • ঘ) athoratative
74. কোন বাক্যটি সঠিক? (বিষয়: ইংরেজি (বাক্য শুদ্ধি))
  • ক) The man was tall who stole my bag.
  • খ) The man stole my bag who was tall.
  • গ) The man stole my bag who is tall.
  • ঘ) The man who stole my bag was tall.
75. কোন বাক্যটি সঠিক? (বিষয়: ইংরেজি (বাক্য শুদ্ধি))
  • ক) Do you know where does he live?
  • খ) Do you know where he lives?
  • গ) Do you know where does he lives?
  • ঘ) Do you know he lives where?
76. শশাঙ্ক শব্দের সঠিক অর্থ কোনটি? (বিষয়: বাংলা (শব্দার্থ))
  • ক) খরগোশ
  • খ) সমুদ্র
  • গ) সূর্য
  • ঘ) চাঁদ
77. নেত্র শব্দের সঠিক অর্থ কোনটি? (বিষয়: বাংলা (শব্দার্থ))
  • ক) চোখ
  • খ) চন্দ্র
  • গ) সূর্য
  • ঘ) ক্ষেত্র
78. দামিনী শব্দের সঠিক অর্থ কোনটি? (বিষয়: বাংলা (শব্দার্থ))
  • ক) মেঘ
  • খ) বিদ্যুৎ
  • গ) বৃষ্টি
  • ঘ) ঢেউ
79. বিধুর শব্দের সঠিক অর্থ কোনটি? (বিষয়: বাংলা (শব্দার্থ))
  • ক) কঠিন
  • খ) জ্ঞানী
  • গ) কাতর
  • ঘ) বলিষ্ঠ
80. সুপ্ত শব্দের সঠিক অর্থ কোনটি? (বিষয়: বাংলা (শব্দার্থ))
  • ক) সুহৃদ
  • খ) সুন্দর
  • গ) গরমিল
  • ঘ) নিদ্রিত
81. চন্দ্রিকা শব্দের সঠিক অর্থ কোনটি? (বিষয়: বাংলা (শব্দার্থ))
  • ক) চাঁদ
  • খ) সূর্য
  • গ) জ্যোৎস্না
  • ঘ) কিশলয়
82. ‘টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ’ – এ বাক্যে ‘মুখ’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? (বিষয়: বাংলা (শব্দ প্রয়োগ))
  • ক) আধিপত্য
  • খ) সুনাম
  • গ) মূল্য
  • ঘ) সম্মান
83. নিচের কোন দুটি সমার্থক? (বিষয়: বাংলা (বাগধারা))
  • ক) অহিনকুল-দাকুমড়া
  • খ) অগ্নিশর্মা-অগ্নিপরীক্ষা
  • গ) তাসের ঘর-তামার বিষ
  • ঘ) কোনোটিই নয়
84. ‘যে সকল অত্যাচারই সয়ে যায়’ এককথায় কি হবে? (বিষয়: বাংলা (এককথায় প্রকাশ))
  • ক) সর্বংসহা
  • খ) সর্বসহ্যকারী
  • গ) সহ্যকারী
  • ঘ) অত্যাচারী
85. ‘যা সাধারণের মধ্যে দেখা যায় না’ এর এককথায় প্রকাশ কোনটি? (বিষয়: বাংলা (এককথায় প্রকাশ))
  • ক) অনন্য রকম
  • খ) অসাধারণ
  • গ) সাধারণ
  • ঘ) অনন্যসাধারণ
86. ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’ তাকে এককথায় কি বলে? (বিষয়: বাংলা (এককথায় প্রকাশ))
  • ক) অবিমৃষ্যকারী
  • খ) ভবিষ্যৎ বাণী
  • গ) অচিন্তনীয়
  • ঘ) ভূতপূর্ব
87. ‘ইঁদুর কপালে’-এর বিপরীত বাগধারা কোনটি? (বিষয়: বাংলা (বাগধারা))
  • ক) অদৃষ্টের পরিহাস
  • খ) একাদশে বৃহস্পতি
  • গ) অন্ধকার দেখা
  • ঘ) কেউকেটা
88. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কোনটি? (বিষয়: বাংলা (বাগধারা))
  • ক) অপদার্থ
  • খ) মূর্খ
  • গ) নিরেট বোকা
  • ঘ) নিষ্ক্রিয় দর্শক
89. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: বাংলা (বানান শুদ্ধি))
  • ক) কৃষিজিবী
  • খ) কৃষিজিবি
  • গ) কৃষিজীবি
  • ঘ) কৃষিজীবী
90. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: বাংলা (বানান শুদ্ধি))
  • ক) আভিধানিক
  • খ) আভীধানিক
  • গ) অভিধানিক
  • ঘ) অভীধানিক
91. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: বাংলা (বানান শুদ্ধি))
  • ক) সান্তনা
  • খ) সান্ত্বনা
  • গ) স্বান্তনা
  • ঘ) শান্তনা
92. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: বাংলা (বানান শুদ্ধি))
  • ক) শীতাতপ
  • খ) শীততাপ
  • গ) শিতাতপ
  • ঘ) শিততাপ
93. ‘পল্লী সমাজ’ উপন্যাসের রচয়িতা কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ) কাজী নজরুল ইসলাম
  • গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
94. ‘বিষের বাঁশি’ কাব্যগ্রন্থের রচয়িতা- (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ) কাজী নজরুল ইসলাম
  • গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ) জসীমউদ্দীন
95. ‘হাজার বছর ধরে’ উপন্যাসের রচয়িতা- (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) জসীমউদ্দীন
  • খ) জহির রায়হান
  • গ) মানিক বন্দ্যোপাধ্যায়
  • ঘ) সেলিম আল-দীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *