DGFood Upper Division Assistant Exam- 2021

খাদ্য অধিদপ্তর উচ্চমান সহকারী নিয়োগ- ২০২১
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy Quiz

খাদ্য অধিদপ্তর উচ্চমান সহকারী নিয়োগ- ২০২১

প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন।Hint এর সহায়তা উত্তর সিলেক্ট করতে পারবেন। কুইজটিতে মোট 96 প্রশ্ন রয়েছে। সময়: 60 মিনিট

পরীক্ষার অবশিষ্ট সময়
60:00
সময় শুরু হয়েছে
1. কোনটি অপনিহিতির উদাহরণ? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) শুনিয়া
  • গ) জলো
  • খ) রাইত
  • ঘ) চলতি
2. Which of the following sentence is correct? (বিষয়: ইংরেজি)
  • ক) I forbade him going.
  • খ) I forbade him not to go.
  • গ) I forbade him from going.
  • ঘ) I forbade him to go.
3. ‘মনে মনে তুলনা করে দেখলাম’ এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে – (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) আধিক্য বোঝাতে
  • খ) ক্রিয়া বিশেষণ রূপে
  • গ) ব্যাপ্তি অর্থে
  • ঘ) বিশেষ্য
4. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ৫.১৫ কি. মি.
  • গ) ৬.৭৫ কি. মি.
  • খ) ৬.১৫ কি. মি.
  • ঘ) ৫.৭৫ কি. মি
5. দুটি সংখ্যার অনুপাত 4:3 এবং গ. সা. গু. 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) 6
  • খ) 12
  • গ) ৪
  • ঘ) 16
6. Which of the following sets contain the correct meaning? (বিষয়: ইংরেজি)
  • ক) Antipathy: Strong dislike
  • খ) Bequeath: Determined to go
  • গ) Collide: Indifferent
  • ঘ) Devolve: Without
7. ‘শরতের শিশির’ বাগধারা শব্দটির অর্থ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) সুসময়ের সঞ্চয়
  • খ) সুসময়
  • গ) শরতের শিউলি ফুল
  • ঘ) সুসময়ের বন্ধু
8. Who wrote ‘The Taming of the Shrew’? (বিষয়: ইংরেজি সাহিত্য)
  • ক) John Dryden
  • খ) W. B. Yeates
  • গ) G. B. Shaw
  • ঘ) William Shakespeareans
9. কোনটি যোগরূঢ় শব্দ? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) গৃহিনি
  • গ) সন্দেশ
  • খ) পঙ্কজ
  • ঘ) গৃহিনী
10. ‘দেখে যেন মনে হয় চিনি উহারে’ পঙক্তির ‘যেন’ কোন পদ? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) ভাব বিশেষণ
  • গ) সংযোজক অব্যয়
  • খ) পদান্বয়ী অব্যয়
  • ঘ) অনন্বয়ী অব্যয়
11. ‘খনার বচন’ এর মূলভাব কি? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) শুদ্ধ জীবনযাপন রীতি
  • খ) সামাজিক মঙ্গলবোধ
  • গ) রাষ্ট্র পরিচালনা নীতি
  • ঘ) লৌকিক প্রণয় সঙ্গী
12. Find the correct compound sentence. (বিষয়: ইংরেজি)
  • ক) I offended him because I did this.
  • খ) He kept the promise be had made.
  • গ) I did this and so offered him.
  • ঘ) He kept his promise.
13. ‘জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) সিকান্দার আবু জাফর
  • খ) নজরুল ইসলাম বাবু
  • গ) নজরুল ইসলাম বাবু
  • ঘ) গাজী মাজহারুল আনোয়ার
14. টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) মার্টিন কুপার
  • গ) বিল গেটস
  • খ) ড. স্যামুয়েল হান্ট
  • ঘ) স্টিভ জবস
15. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) গোধূলি
  • গ) গুরুবৃত্ত
  • খ) ছায়াবৃত্ত
  • ঘ) ঊষা
16. Who is known as “The father of green revolution”? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) Norman Borloug
  • খ) Rachel Carson
  • গ) Joseph Watson
  • ঘ) Hantony A Wallcase
17. একটি চাকার ব্যাস 4.5 মিটার। চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কত বার ঘুরবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) 60 বার
  • গ) 30 বার
  • খ) 20 বার
  • ঘ) 25 বার
18. ‘এটা আমার সাধ্যাতীত’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? (বিষয়: ইংরেজি)
  • ক) This is out of my power.
  • খ) This is beyond of my ability.
  • গ) This is beyond of my reach.
  • ঘ) This is out of my function.
19. ‘ডাক্তার ডাক’ বাক্যটির ইংরেজি অনুবাদ হবে (বিষয়: ইংরেজি)
  • ক) Call a doctor
  • খ) Call for doctor
  • গ) Call in a doctor
  • ঘ) Call in doctor
20. কম্পিউটার প্রজনগুলোর মধ্যে www. HTML. DVD. ipad ইত্যাদি কোন প্রজন্মের জনপ্রিয় আবিষ্কার? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) $4^{th}$
  • গ) $6^{th}$
  • খ) $5^{th}$
  • ঘ) $3^{rd}$
21. ১৯৯৩ সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষে প্যালেস্টাইন ও ইসরাইলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম – (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) অসলো চুক্তি
  • খ) প্যারিস চুক্তি
  • গ) টেম্পল মাউন্ট চুক্তি
  • ঘ) ক্যাম্পডেভিড চুক্তি
22. Which of the following sentences has factitive object? (বিষয়: ইংরেজি)
  • ক) He was made king by them.
  • খ) They were talked of by us.
  • গ) Puffed rice is not liked by me.
  • ঘ) Had he not called by you?
23. কোন দুটি রচনা একই শ্রেণির? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) নীলদর্পন ও বিষাদ-সিন্ধু
  • গ) গীতাঞ্জলি ও অগ্নিবীণা
  • খ) লালসালু ও বলাকা
  • ঘ) ডাকঘর ও শ্রীকান্ত
24. Identify the word in the plural form. (বিষয়: ইংরেজি)
  • ক) Civics
  • গ) Physics
  • খ) Agendum
  • ঘ) Radii
25. Choose the word that has the closet meaning with the word “Semblance”? (বিষয়: ইংরেজি)
  • ক) Disparate
  • গ) Dismantle
  • খ) Impression
  • ঘ) Concise
26. কোন বানানটি খাঁটি ‘ষ’ত্ব বিধানের উদাহরণ? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) ষোড়শ
  • গ) স্পষ্ট
  • খ) ভূষণ
  • ঘ) বিশেষণ
27. স্বরভক্তির অপর নাম কি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) অভিশ্রুতি
  • গ) অপনিহিতি
  • খ) অন্তঃস্বরাগম
  • ঘ) বিপ্রকর্ষ
28. উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) নাটক
  • গ) গীতি কবিতা
  • খ) কাব্য
  • ঘ) উপন্যাস
29. ‘দারিদ্রতা’ শব্দটি অশুদ্ধ কেন? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) প্রত্যয়ের দ্বিত্যজনিত কারণে
  • খ) উপসর্গজনিত কারণে
  • গ) কারকজনিত কারণে
  • ঘ) অনুসর্গজনিত কারণে
30. 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্ণসংখ্যা হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) 7
  • খ) 11
  • গ) 2
  • ঘ) 5
31. Which of the following word is “Verb + Adverb”? (বিষয়: ইংরেজি)
  • ক) Make-up
  • গ) Hear-say
  • খ) Hold-all
  • ঘ) Know-how
32. Fill in the blank: “__________” is Shakespeare’s last play? (বিষয়: ইংরেজি সাহিত্য)
  • ক) Macbeth
  • খ) Tempest
  • গ) Othello
  • ঘ) As you like it
33. Choose the correct sentence? (বিষয়: ইংরেজি)
  • ক) His brother was left before reached.
  • খ) His brother has left before I reached.
  • গ) His brother left before I reached there.
  • ঘ) His brother had left before I reached there.
34. The best passive form of the sentence “What do you want?” is – (বিষয়: ইংরেজি)
  • ক) What was wanted by you?
  • খ) What is wanted by you?
  • গ) What is wanting by you?
  • ঘ) What was wanting by you?
35. ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে’ চরণ দু’টির রচয়িতা কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) সুকান্ত ভট্টচার্য
  • গ) ঈশ্বরী পাটনী
  • খ) কুসুমকুমারী দাশ
  • ঘ) কামিনী রায়
36. ব্যাধিকরণ বহুব্রীহি সমাস কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) সুখী
  • গ) সহোদর
  • খ) নিরূপায়
  • ঘ) কথাসর্বস্ব
37. সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সে. মি. এবং এর ক্ষেত্রফল 1,200 বর্গ সে. মি. হলে সমান সমান বাহুর মধ্যবর্তী কোণ = কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) 74.73 ডিগ্রী
  • গ) 65.74 ডিগ্রী
  • খ) 63.74 ডিগ্রী
  • ঘ) 73.74 ডিগ্রী
38. Would you please find out Bangladesh ________ the map? (বিষয়: ইংরেজি)
  • ক) on
  • গ) at
  • খ) over
  • ঘ) in
39. ‘কপোল’ শব্দটির অর্থ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) গাল
  • খ) গলা
  • গ) ঠোঁট
  • ঘ) কপাল
40. What is the interrogative form of “All love flowers”? (বিষয়: ইংরেজি)
  • ক) Do all love flowers ?
  • খ) Who does not love flowers?
  • গ) Who do not love flowers ?
  • ঘ) Who loves flowers?
41. ডেসমন্ড টুটু কত সালে, কী বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছিলেন? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ১৯৮৪ সালে, শান্তিতে
  • খ) ১৯৮৫ সালে, অর্থনীতিতে
  • গ) ১৯৬৬ সালে, রসায়নে
  • ঘ) ১৯৮৪ সালে সাহিত্যে
42. Change the voice: Who is calling me? (বিষয়: ইংরেজি)
  • ক) By whom am I being called?
  • খ) By whom am I called?
  • গ) By whom am called?
  • ঘ) Whom am I called by?
43. ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে- (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) রেফ
  • গ) কার
  • খ) হসন্ত
  • ঘ) ফলা
44. একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে. মি. বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 সে. মি. হলে এর উচ্চতা কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) 20 সে. মি.
  • গ) 27 সে. মি.
  • খ) 25 সে.মি.
  • ঘ) 30 সে. মি.
45. ‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, পর ধন লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি’ এ কবিতাংশটির রচয়িতা কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) কাজী নজরুল ইসলাম
  • গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ) জীবনানন্দ দাশ
  • ঘ) মাইকেল মধুসূধন দত্ত
46. ‘বিমুগ্ধ’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) উপসর্গযোগে
  • খ) সন্ধিযোগে
  • গ) প্রত্যয়যোগে
  • ঘ) সমাসযোগে
47. To doctor an animal means (বিষয়: ইংরেজি (Vocabulary))
  • ক) to poison it
  • খ) to treat it
  • গ) to sterilize it
  • ঘ) to curse it
48. ‘Foot loose and fancy free’ means (বিষয়: ইংরেজি (Idioms))
  • ক) Unemployed
  • খ) Free to enjoy oneself
  • গ) whose foot is lost
  • ঘ) imaginative
49. A rolling stone gather no moss. Here ‘rolling’ is? (বিষয়: ইংরেজি (Grammar))
  • ক) Gerund
  • খ) Adjective
  • গ) Participle
  • ঘ) Noun
50. দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) তিন কোণ
  • খ) দুই কোণ ও এক বাহু
  • গ) দুইবাহু ও অন্তর্ভুক্ত কোণ
  • ঘ) তিন বাহু
51. SIM এর পূর্ণরূপ হচ্ছে – (বিষয়: কম্পিউটার ও আইসিটি)
  • ক) Subscriber Identity Method
  • খ) Standard Identity Module
  • গ) Subscriber Identification Method
  • ঘ) Subscriber Identity Module
52. Who is the author of ‘Lady Chatterley Lover’? (বিষয়: ইংরেজি (Literature))
  • ক) Charlotte Bronte
  • খ) Robert Browning
  • গ) D. H. Lawrence
  • ঘ) T. S. Eliot
53. ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ২৫
  • খ) ২৬
  • গ) ২৩
  • ঘ) ২৪.৫
54. Which sentence is correct? (বিষয়: ইংরেজি (Grammar))
  • ক) I knew the police of the matter.
  • খ) My father informed the matter to the police.
  • গ) My father informed the police of the matter.
  • ঘ) My father informed of the matter to the police.
55. “Look before you leap”. Here ‘Look’ is (বিষয়: ইংরেজি (Grammar))
  • ক) a subordinate clause
  • খ) not a clause
  • গ) the principal clause
  • ঘ) a verb clause
56. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: বাংলা ব্যাকরণ (সন্ধি))
  • ক) মনঃকষ্ট
  • খ) মণকষ্ট
  • গ) মনকষ্ট
  • ঘ) মনোকষ্ট
57. Choose the correct spelling – (বিষয়: ইংরেজি (Spelling))
  • ক) Abborigines
  • খ) Aboriginnes
  • গ) Aborigines
  • ঘ) Aboregence
58. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কবে প্রথম প্রকাশিত হয়? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) জুন ২০১১
  • খ) জুলাই ২০১১
  • গ) জুন ২০১২
  • ঘ) জানুয়ারি ২০১৩
59. ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল – (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) মুক্তির ডাক
  • খ) জয়বাংলা
  • গ) মুক্তিবার্তা
  • ঘ) স্বাধীনতা
60. I am accustomed …. such a life. Fill this gap with appropriate preposition given below. (বিষয়: ইংরেজি (Preposition))
  • ক) to
  • খ) in
  • গ) with
  • ঘ) by
61. পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৪৪ বছর
  • খ) ৪০ বছর
  • গ) ৪২ বছর
  • ঘ) ৪৩ বছর
62. প্রতি বছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) ৮ ফেব্রুয়ারি
  • খ) ৮ মার্চ
  • গ) ৭ এপ্রিল
  • ঘ) ২ ফেব্রুয়ারি
63. ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্য গ্রন্থের রচয়িতা কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) আল মাহমুদ
  • খ) নির্মলেন্দু গুণ
  • গ) শামসুর রাহমান
  • ঘ) হুমায়ূন আহমেদ
64. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কবে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) ২৩ ফেব্রুয়ারি ১৯৭০
  • খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
  • গ) ২৫ জানুয়ারি ১৯৭
  • ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১
65. কোন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) UNESCO
  • খ) FAO
  • গ) WFP
  • ঘ) UNICEF
66. $7x-7y=14$ রেখাটির ঢাল কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) 1
  • খ) -1
  • গ) -2
  • ঘ) 2
67. একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7 ভগ্নাংশটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) $2/5$
  • খ) $3/4$
  • গ) $1/6$
  • ঘ) $4/3$
68. A mournful poem written on the death of someone’s love is called (বিষয়: ইংরেজি (Literature))
  • ক) tragedy
  • খ) homage
  • গ) ode
  • ঘ) elegy
69. ইকা – প্রত্যয় কোন শব্দে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) চালিকা
  • খ) সেবিকা
  • গ) মালিকা
  • ঘ) বালিকা
70. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কবে। (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
  • খ) ১১ সেপ্টেম্বর ১৯৭৪
  • গ) ১৬ ডিসেম্বর ১৯৭৩
  • ঘ) ২৬ মার্চ ১৯৭৪
71. ‘স্বর্গ’ এর সমার্থক শব্দ কোনটি? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) ভূঙ্গ
  • খ) ত্রিদিব
  • গ) সবিতা
  • ঘ) উদবি
72. When we want to mean a government by the richest class, we use the term (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) Plutocracy
  • খ) Cryptocracy
  • গ) Aristocracy
  • ঘ) Oligarchy
73. ‘পাতিস নে শিলাতলে পদ্মপাতা’ কী অর্থে অনুজ্ঞার ব্যবহার, হয়েছে? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) আদেশ
  • খ) প্রার্থনা
  • গ) অনুরোধ
  • ঘ) উপদেশ
74. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) 16
  • খ) 24
  • গ) 20
  • ঘ) 18
75. কবি জসিম উদ্দীনের ‘নিমন্ত্রণ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) মাটির কান্না
  • খ) ধানখেত
  • গ) বালুচর
  • ঘ) রাখালী
76. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? (বিষয়: বাংলা ব্যাকরণ (সমাস))
  • ক) বাগদত্তা (বাগ দ্বারা দত্তা)
  • খ) জীবনবীমা (জীবন রক্ষার বীমা)
  • গ) গমনাগমন (গমন ও আগমন)
  • ঘ) নদীমাতৃক (নদী মাতা যাৱ
77. অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি? (বিষয়: বিজ্ঞান)
  • ক) ভূ-কেন্দ্রে
  • খ) মাটির নিচে
  • গ) ভূপৃষ্ঠে
  • ঘ) পাহাড়ের উপরে
78. কোনটি সঠিক? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) কুসুমপুঞ্জ
  • খ) বৃক্ষপুঞ্জ
  • গ) মেঘপুঞ্জ
  • ঘ) তরঙ্গপুঞ্জ
79. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) অজগরটি ফোঁসাচ্ছে
  • খ) তরকারি বাসি হলে টকে
  • গ) সাইরেন বেজে উঠল
  • ঘ) মাথা ঝিম ঝিম করছে
80. $sec heta+tan heta=5/2$ হলে, $sec heta-tan heta$ এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) $2/5$
  • খ) $3/5$
  • গ) $5/6$
  • ঘ) $4/5$
81. $৪ div ০.১২৫ = কত?$ (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৬.৪
  • খ) ৩২
  • গ) ৩.২
  • ঘ) ৬৪
82. Who was not awarded the Nobel Prize? (বিষয়: ইংরেজি (Literature))
  • ক) Elizabeth Barrett
  • খ) John Galsworthy
  • গ) Orham Parunk
  • ঘ) Winston Churchill
83. ‘সবুজ’ কোন ভাষা থেকে আগত শব্দ? (বিষয়: বাংলা ব্যাকরণ (শব্দভান্ডার))
  • ক) ফারসি
  • খ) দেশি
  • গ) সংস্কৃত
  • ঘ) পর্তুগিজ
84. কোনটি সরল বাক্য? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
  • খ) মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।
  • গ) বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।
  • ঘ) যতই করিবে দান, তত যাবে বেড়ে।
85. ‘গ্রন্থাগার’ শব্দটি – (বিষয়: বাংলা ব্যাকরণ (সন্ধি))
  • ক) নিপাতনে সিদ্ধ সন্ধি
  • খ) স্বরসন্ধি
  • গ) ব্যঞ্জন সন্ধি
  • ঘ) বিসর্গ সন্ধি
86. একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে। অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১০
  • খ) ১২
  • গ) ৭
  • ঘ) ৯
87. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে – (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) কারক
  • খ) পদ
  • গ) ক্রিয়াপদ
  • ঘ) শব্দ
88. Synonym of ‘Humility’ – (বিষয়: ইংরেজি (Synonym))
  • ক) Humanity
  • খ) Insult
  • গ) Humiliate
  • ঘ) Modesty
89. কোন শব্দটি দ্বন্দ্ব সমাস? (বিষয়: বাংলা ব্যাকরণ (সমাস))
  • ক) দম্পতি
  • খ) সিংহাসন
  • গ) রাজপথ
  • ঘ) প্রভাত
90. ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটা পরস্পরের সঙ্গে 30 ডিগ্রী কোণ করে কত বার? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ২২ বার
  • খ) ২৪ বার
  • গ) ১১ বার
  • ঘ) ১২ বার
91. ‘He is a man of straw.’ Here ‘man of straw” means (বিষয়: ইংরেজি (Idioms))
  • ক) a man of strong morality
  • খ) a very active person
  • গ) a rich man
  • ঘ) a man of no substance
92. $4 log 3 – log 9 = ?$ (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) $2log 3$
  • খ) $log 9$
  • গ) a ও b উভয়ই
  • ঘ) কোনটিই নয়
93. Which of the following words is a noun? (বিষয়: ইংরেজি (Vocabulary))
  • ক) Ricochet
  • খ) Ordinal
  • গ) Imprimatur
  • ঘ) Pontificate
94. Masculine gender for ‘Bee’ is – (বিষয়: ইংরেজি (Gender))
  • ক) Dame
  • খ) Drone
  • গ) Doe
  • ঘ) Drake
95. একটি গাড়ী ৩৬,০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হল। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হতো? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৫২২০০
  • খ) ৫০০০০
  • গ) ৫৫০০০
  • ঘ) ৫৩০০০
96. দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক এক স্থানীয় অংকের দ্বিগুণ সংখ্যাটি অংকারের সমষ্টি কতগুণ? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৭ গুণ
  • খ) ৬ গুণ
  • গ) ৫ গুণ
  • ঘ) ৮ গুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *