1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “কৃষ্ণকান্তের উইল” উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম- (বিষয়: বাংলা সাহিত্য)
- গ) মধুসূদন ও কুমুদিনি
- ঘ) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
- ক) গোবিন্দলাল ও রোহিনী
- খ) সুরেশ ও অচলা
2. “ইসলামের ইতিহাস ও ঐতিহ্য” কোন কাব্যের উপজীব্য? (বিষয়: বাংলা সাহিত্য)
- ঘ) কোনোটিই নয়
- ক) দিলরুবা-আব্দুল কাদির
- গ) নূরনামা-আব্দুল হাকিম
- খ) সাত সাগরের মাঝি-ফররুখ আহমদ
3. “কাশবনের কন্যা” কোন জাতীয় রচনা? (বিষয়: বাংলা সাহিত্য)
- গ) ছোটগল্প
- খ) কাব্য
- ঘ) উপন্যাস
- ক) নাটক
4. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি? (বিষয়: বাংলা ভাষা ও সাহিত্য)
- ঘ) সংবাদ প্রভাকর
- খ) বঙ্গদর্শন
- গ) তত্ত্ববোধিনী
- ক) দিগ্দর্শন
5. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- খ) আভ্যন্তরীন
- ক) আভ্যন্তরীণ
- ঘ) অভ্যন্তরীন
- গ) অভ্যন্তরীণ
6. সঠিক বানান কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- ঘ) দধীচী
- গ) দধিচি
- ক) দধিচী
- খ) দধীচি
7. “রাত্রির শেষ ভাগ” এক কথায়- (বিষয়: বাংলা ব্যাকরণ)
- খ) মহানিশা
- ঘ) রাত্রিশেষ
- গ) যামিনী
- ক) পররাত্র
8. কোনটি “অধিত্যকা” শব্দের বিপরীতার্থক শব্দ? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- ক) অন্ধকার
- খ) তিরোভাব
- ঘ) উপত্যকা
- গ) হালকা
9. “ঐহিক” শব্দের বিপরীত শব্দ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- গ) অকৃতজ্ঞ
- খ) অদৃশ্য
- ঘ) পারত্রিক
- ক) অবনতি
10. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- ঘ) ইংরেজি
- খ) সংস্কৃত
- ক) আরবি
- গ) ফারসি
11. “নীল যে অম্বর = নীলাম্বর” কোন সমাস? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- খ) তৎপুরুষ
- ঘ) অব্যয়ীভাব
- ক) বহুব্রীহি
- গ) কর্মধারয়
12. তিনি ব্যকরণে পন্ডিত” -বাক্যে “ব্যকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- খ) কর্মে ৭মী
- ঘ) অপাদানে ৭মী
- গ) করণে ৭মী
- ক) অধিকরণে ৭মী
13. “জগতে কীর্তিমান হও সাধনায়”-বাক্যে “সাধনায়” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- খ) কর্মে ২য়
- গ) অধিকরণে ৭মী
- ঘ) করণে ৭মী
- ক) কর্তায় ৭মী
14. “সাহচর্য” শব্দের শুদ্ধ গঠন কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- খ) সহচর+ -ফলা
- গ) সহচর + য
- ক) সাহ+চর+র্য
- ঘ) কোনোটিই নয়
15. “সাক্ষী গোপাল” এর অর্থ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- ঘ) কর্তব্যপরায়ণ
- ক) নিষ্ক্রিয় দর্শক
- খ) কর্তব্যবিমুখ
- গ) সক্রিয় দর্শক
16. “বড়র পীরিতি বালির বাঁধ” বাগধারাটির সঠিক অর্থ- (বিষয়: বাংলা ব্যাকরণ)
- ক) কোন বাধ্যবাধকতা নেই
- গ) চাপের মুখের ভেঙ্গে যায়
- খ) একতরফা
- ঘ) ভঙ্গুর
17. “সবুজপত্র” কি? (বিষয়: বাংলা সাহিত্য)
- ঘ) গদ্য সংকলন
- ক) নাটক
- খ) উপন্যাস
- গ) সাময়িকপত্র
18. “কিরণ” এর সমার্থক শব্দ নয়- (বিষয়: বাংলা ব্যাকরণ)
- ঘ) প্রভা
- গ) কর
- ক) রশ্মি
- খ) রবি
19. Choose the \right word for the blank space in ‘Rashed will come to Bangladesh plane’ (বিষয়: ইংরেজি ভাষা)
20. The synonym of ‘Incite’ is- (বিষয়: ইংরেজি ভাষা)
- খ) Permit
- ঘ) Deceive
- ক) Instigate
- গ) Urge
21. What is the correct synonym of ‘Isolation’? (বিষয়: ইংরেজি ভাষা)
- ঘ) Separation
- গ) Depression
- খ) Sadness
- ক) Loveliness
22. The antonym of ‘Patriot’ is- (বিষয়: ইংরেজি ভাষা)
- খ) Traitor
- ঘ) Tout
- গ) Criminal
- ক) Treacherous person
23. What is the antonym of ‘Limpid’? (বিষয়: ইংরেজি ভাষা)
- গ) Transparent
- ক) Watery
- খ) Bright
- ঘ) Muddy
24. Run counter to means- (বিষয়: ইংরেজি ভাষা)
- খ) Rebel
- ঘ) Remove
- ক) Disobey
- গ) Contradict
25. Cry wolf means- (বিষয়: ইংরেজি ভাষা)
- গ) Clear the road
- খ) Bare one’s teeth
- ক) Give a false alarm
- ঘ) Show anger
26. The correct spelling is- (বিষয়: ইংরেজি ভাষা)
- খ) Exegeret
- ক) Exaggarate
- গ) Exagerate
- ঘ) Exaggerate
27. Choose the correct spelling- (বিষয়: ইংরেজি ভাষা)
- ক) Secretariate
- ঘ) Secretariet
- গ) Secretariete
- খ) Secretariat
28. I know that he did the work বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে- (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- ক) It was known to me that the work had been done by him
- ঘ) It was known to me that the work was done by him
- খ) It was known to me that the work has been done by him
- গ) It is known to me that the work was done by him
29. Identify the correct passive form of ‘He is going to open a shop’. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- খ) A shop will be opened by him
- ঘ) He is being gone to open a shop
- গ) A shop is being gone opened by him
- ক) A shop is going to be opened by him
30. Act শব্দটির verb হচ্ছে- (বিষয়: ইংরেজি ভাষা)
- গ) Action
- ঘ) Actress
- ক) Acted
- খ) Enact
31. He ran fast lest he miss the train. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- খ) would
- গ) could
- ঘ) can
- ক) should
32. The teacher said to me, ‘May you pass the examination.’ It’s indirect form is- (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- ঘ) The teacher prayed that I might have passed the examination
- ক) The teacher prayed I could pass the examination
- খ) The teacher wished that I may have passed the examination
- গ) The teacher wished that I might pass the examination
33. Farida said to her mother, ‘I shall go to bed now’- বাক্যটির indirect speech হবে- (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- ক) Farida told her mother that she should go to bed now
- ঘ) Farida told her mother that she will go to bed now
- খ) Farida told her mother that she will go to bed then
- গ) Farida told her mother that she would go to bed then
34. ‘It is high time you smoking’. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- ক) give
- ঘ) will give
- গ) have given
- খ) gave
35. Which of the following sentences is correct? (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- খ) His dress is inferior than mine
- ক) A few boys are present today
- গ) He prevented me to go there
- ঘ) He as well as his brother was present
36. Find out the correct sentence- (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- ক) He succeed to get a job
- ঘ) The train is running in time
- খ) He is suffering from fever for a week
- গ) Guard the children against bad company
37. “ভবদহ” বিল কোথায় অবস্থিত? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
- গ) পটুয়াখালীতে
- ক) ফরিদপুরে
- খ) জামালপুরে
- ঘ) যশোরে
38. স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য “অঙ্গীকার” -এর অবস্থান কোথায়? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
- ঘ) রংপুর
- খ) জয়দেবপুর
- গ) চাঁদপুর
- ক) মেহেরপুর
39. “ম্যাডোনা-৪৩” কি? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
- খ) একটি চিত্রকর্ম
- ঘ) অস্কার বিজয়ী ফিল্ম
- গ) একটি বিখ্যাত ভাস্কর্য
- ক) প্রখ্যাত মড়েল
40. প্রাচীন পুন্ড্রনগর কোথায়? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
- ক) ময়নামতি
- ঘ) পাহাড়পুর
- গ) মহাস্থানগড়
- খ) বিক্রমপুর
41. বাংলাদেশের সোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
- খ) রাজিয়া সুলতানা
- গ) তারামন বিবি
- ঘ) রহিমা বেগম
- ক) মারজিয়া ইসলাম
42. নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আর্ন্তজাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
- খ) ADB
- ক) APEC
- ঘ) CIRDAP
- গ) SAARC
43. “দারফুর” হলো- (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
- ক) ইরাকের একটি শহরের নাম
- ঘ) আফগানিস্তানের একটি অঞ্চলের নাম
- খ) ইরানের একটি শহরের নাম
- গ) সুদানের একটি অঞ্চলের নাম
44. রেল ইঞ্জিনের আবিষ্কারক কে? (বিষয়: বিজ্ঞান ও প্রযুক্তি)
- গ) জেমস ওয়াট
- ক) এডিসন
- ঘ) মোর্স
- খ) স্টিফেনসন
45. Adam’s Peak তীর্থস্থানটি কোথায় অবস্থিত? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
- ঘ) ভিয়েতনামে
- খ) ভারতে
- গ) ইন্দোনেশিয়ায়
- ক) শ্রীলংকায়
46. বরফ সাদা দেখায় কারণ- (বিষয়: বিজ্ঞান)
- খ) আলোর বেগুনি রশ্মি শোষণ করে
- গ) আলোর লাল ও হলুদ রশ্মি শোষণ করে
- ক) বরফ এমনিতেই সাদা
- ঘ) আলোর সব রশ্মিই প্রতিফলন করে
47. গোধুলির কারণ কি? (বিষয়: বিজ্ঞান)
- ঘ) কোনোটিই নয়
- গ) আলোর প্রতিসরণ
- ক) আলোর প্রতিফলন
- খ) আলোর বিক্ষেপণ
48. ‘সৌরকোষে’ ব্যবহৃত হয়- (বিষয়: বিজ্ঞান ও প্রযুক্তি)
- খ) ক্যাডমিয়াম
- ক) ফসফরাস
- ঘ) এলুমিনিয়াম ফয়েল
- গ) সিলিকন
49. বস্তুর ওজন সবচেয়ে বেশি- (বিষয়: বিজ্ঞান)
- ঘ) পাহাড়ের উপর
- খ) খনির ভিতরে
- গ) বিষুব অঞ্চলে
- ক) মেরু অঞ্চলে
50. কাজের একক- (বিষয়: বিজ্ঞান)
- গ) জুলসেকেন্ড
- খ) নিউটন
- ক) ওয়াট
- ঘ) জুল
51. কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে? (বিষয়: বিজ্ঞান)
- ঘ) ক্লোরিন
- গ) নাইট্রোজেন
- ক) ব্রোমিন
- খ) আয়োডিন
52. রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রঙ কি কি? (বিষয়: বিজ্ঞান)
- ঘ) বেগুনী ও লাল
- ক) সবুজ ও লাল
- গ) নীল ও কমলা
- খ) সবুজ ও কমলা
53. UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? (বিষয়: বিজ্ঞান ও প্রযুক্তি)
- ঘ) মাইক্রোসফট
- ক) ইনটেল
- গ) আই বি এম
- খ) বেল ল্যাব
54. মানুষের রক্তে কত ধরনের কণিকা আছে? (বিষয়: বিজ্ঞান)
- ঘ) ৫ প্রকার
- ক) ৩ প্রকার
- খ) ৪ প্রকার
- গ) ২ প্রকার
55. শৈবালের বৈশিষ্ট্য কি? (বিষয়: বিজ্ঞান)
- গ) এরা এককোষী
- ঘ) এদের দেহে ক্লোরোফিল থাকে না
- ক) এরা পরজীবী
- খ) এরা স্ব-ভোজী
56. কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? (বিষয়: সাধারণ জ্ঞান)
- খ) শিল্পায়ন
- ঘ) নগরায়ন
- ক) শিক্ষা
- গ) বাসস্থান
57. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
58. ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
- ঘ) ২৫ দিনে
- খ) ৩৫ দিনে
- গ) ৪০ দিনে
- ক) ৩০ দিনে
59. দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? (বিষয়: গাণিতিক যুক্তি)
- ঘ) পূরক কোণ
- ক) সন্নিহিত কোণ
- খ) সরল কোণ
- গ) সম্পূরক কোণ
60. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি. মি. ও ৬ কি. মি.। নদীপথে ৪৮ কি. মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে- (বিষয়: গাণিতিক যুক্তি)
- ক) ১০ ঘণ্টা
- গ) ৮ ঘণ্টা
- খ) ৯ ঘণ্টা
- ঘ) ৬ ঘণ্টা
61. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গ মিটার হলে পরিসীমা কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
- খ) ৯৮ মিটার
- গ) ১০০ মিটার
- ঘ) ১২০ মিটার
- ক) ৯৬ মিটার
62. x+y=6 এবং xy=8 হলে (x-y)২ এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
63. x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
64. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? (বিষয়: গাণিতিক যুক্তি)
65. ADBC বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য? (বিষয়: গাণিতিক যুক্তি)
- ঘ) PB=PA
- গ) PB=PC
- খ) PC=PD
- ক) PB=PD
66. দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
67. একটি বাঁশের
২
৫
অংশ লাল,
১
৪
অংশ কালো ও
১
৩
অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ ৬ মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
- খ) ১২০ মিটার
- গ) ১৮০ মিটার
- ক) ৬০ মিটার
- ঘ) ৩৬০ মিটার
68. ০.৩×০.০৩×০.০০৩ এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
- খ) ০,০০০২৭
- গ) ০.০০২৭
- ঘ) ০.০২৭
- ক) ০.০০০০২৭
69. কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
70. ৪, ৬, ৭ এবং x-এর গড়মান ৫.৫ হলে x-এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
71. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টা পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
- খ) ৩ ঘণ্টা
- ঘ) ৬ ঘণ্টা
- গ) ৪ ঘণ্টা
- ক) ২ ঘণ্টা
72. একটি ঘড়ি ৫৬০ টাকা বিক্রি করায় ২০% ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
- খ) ৬০০ টাকা
- ঘ) ৮০০ টাকা
- ক) ৫০০ টাকা
- গ) ৭০০ টাকা
73. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
- ঘ) ২০ বছর
- ক) ৬০ বছর
- গ) ৩০ বছর
- খ) ৪০ বছর
74. সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে- (বিষয়: গাণিতিক যুক্তি)
- গ) সূক্ষ্মকোণ
- খ) সমকোণ
- ক) সরল কোণ
- ঘ) স্থূল কোণ
75. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
- খ) ৩২\sqrt৩
- ঘ) ৬৪
- গ) ১৯২
- ক) ৬৪\sqrt৩
76. যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
- খ) ১০ দিনে
- গ) ৪(৩৪) দিনে
- ক) ১২ দিনে
- ঘ) ১১(১৪) দিনে
❌ ভুল উত্তর। সঠিক উত্তরটি হলো:
ঘ) ১১(১৪) দিনেব্যাখ্যা: এটি একটি সরল ব্যস্তানুপাতিক সম্পর্ক: (লোক সংখ্যা × দিন সংখ্যা) = মোট কাজ।
প্রথমে লোক সংখ্যা ৯ জন, দিন সংখ্যা ১৫ দিন।
অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে মোট লোক সংখ্যা: ৯ + ৩ = ১২ জন।
ধরি, নতুন দিন সংখ্যা = x।
৯×১৫ = ১২×x
x =
৯×১৫
১২
=
৩×১৫
৪
=
৪৫
৪
= **১১
১
৪
ext{ দিনে**}।