Primary Assistant Teacher Exam 2019 (1st Phase)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (১ম ধাপ)
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (১ম ধাপ)

প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কুইজটিতে মোট 80 প্রশ্ন রয়েছে। সময়: 60 মিনিট

পরীক্ষার অবশিষ্ট সময়
60:00
1. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? (বিষয়: গাণিতিক যুক্তি (শতকরা))
  • ক) ১৬
  • খ) ২২
  • গ) ১৮
  • ঘ) ২০
2. The opposite word of ‘Delete’ is – (বিষয়: ইংরেজি ভাষা (বিপরীত শব্দ))
  • ক) Trap
  • খ) Injure
  • গ) Insert
  • ঘ) Delay
3. কোন দুটি বর্ণের পর ‘ণ’ ও ‘ষ’ হয়? (বিষয়: বাংলা ব্যাকরণ (নত্ব ও ষত্ব বিধান))
  • ক) ই, উ
  • খ) ঋ, র
  • গ) ট, ঠ
  • ঘ) ত, থ
4. যদি x+y=29, এবং xy=60 হয় তবে x – y এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) ৫
  • খ) ৯
  • গ) ৮
  • ঘ) ৭
5. যদি (x-y)²=12 এবং xy=1 হয়, তবে x²+y² এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) 11
  • খ) 14
  • গ) 12
  • ঘ) 13
6. ‘শর্বরী’ এর বিপরীত শব্দ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (বিপরীত শব্দ))
  • ক) রজনী
  • খ) দীন
  • গ) রাত
  • ঘ) দিবস
7. কে, কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (ইতিহাস))
  • ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ধানমন্ডি ৩২ নং বাড়ীতে
  • খ) মিজানুর রহমান চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদে
  • গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রেসকোর্স ময়দানে
  • ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে
8. ৩ টি সংখ্যার গড় ৬ এবং ঐ ৩ টি সংখ্যাসহ মোট ৪ টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (গড়))
  • ক) ৫
  • খ) ৮
  • গ) ৭
  • ঘ) ৬
9. ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (সন্ধি))
  • ক) গা + য়ক
  • খ) গৈ + অক
  • গ) গে + অক
  • ঘ) গা + বক
10. What is the noun of “Accept”? (বিষয়: ইংরেজি ভাষা (Grammar))
  • ক) Acceptably
  • খ) Accepted
  • গ) Acceptance
  • ঘ) Acceptable
11. শুদ্ধ বানান কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (বানান))
  • ক) মুমুর্ষু
  • খ) মুমূর্ষু
  • গ) মুমূষু
  • ঘ) মুমুর্ষূ
12. a-1/a=3 হলে a²+1/a² এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) ৯
  • খ) ১১
  • গ) ৮
  • ঘ) ১০
13. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি – (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) সমকোণ
  • খ) সূক্ষ্ম কোণ
  • গ) স্থূল কোণ
  • ঘ) সরল কোণ
14. কোন একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ২/৩ অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত? (বিষয়: গাণিতিক যুক্তি (ভগ্নাংশ))
  • ক) ৬০
  • খ) ৭০
  • গ) ৯০
  • ঘ) ৮০
15. ‘The Sπrit of Islam’ বইটির লেখক কে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) স্যার সৈয়দ আহমদ খান
  • খ) মুহাম্মদ আলী জিন্নাহ
  • গ) সৈয়দ আমীর আলি
  • ঘ) নওয়াব আব্দুল লতিফ
16. পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১ ডিগ্রি হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত? (বিষয়: ভূগোল)
  • ক) ৪ সেকেন্ড
  • খ) ১৫ মিনিট
  • গ) ১ মিনিট
  • ঘ) ৪ মিনিট
17. Rajshahi is _____ sugar grow∈g areas ∈ Bangladesh. (বিষয়: ইংরেজি ভাষা (Grammar))
  • ক) the largest
  • খ) one of the large
  • গ) largest
  • ঘ) one of the largest
18. There is _____ milk ∈ the glass. (বিষয়: ইংরেজি ভাষা (Determiners))
  • ক) a few
  • খ) little
  • গ) a little
  • ঘ) few
19. Choose the word with correct spell∈g. (বিষয়: ইংরেজি ভাষা (Spelling))
  • ক) receave
  • খ) recive
  • গ) recieve
  • ঘ) receive
20. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কি কি? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) ১৫, ১৬
  • খ) ১৮, ১৯
  • গ) ১২, ১৩
  • ঘ) ২০, ২১
21. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (ইতিহাস))
  • ক) ২২০ টি
  • খ) ২২৫ টি
  • গ) ২২৩ টি
  • ঘ) ২২১ টি
22. She was blessed _____ a son. (বিষয়: ইংরেজি ভাষা (Appropriate Preposition))
  • ক) ∈
  • খ) for
  • গ) by
  • ঘ) with
23. ‘দেশে বিদেশে’র লেখক কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) সৈয়দ মুজতবা আলী
  • খ) জীবনানন্দ দাশ
  • গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ) কাজী নজরুল ইসলাম
24. The synonym of ‘Crime’ is – (বিষয়: ইংরেজি ভাষা (Synonym))
  • ক) Defeat
  • খ) Blunder
  • গ) Offence
  • ঘ) Mercy
25. English _____ across the world. (বিষয়: ইংরেজি ভাষা (Voice))
  • ক) is speak∈g
  • খ) speaks
  • গ) spoken
  • ঘ) is spoken
26. একটি সেনাবাহিনীর গুদামে ১৫০০ সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে। ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৩০ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? (বিষয়: গাণিতিক যুক্তি (ঐকিক নিয়ম))
  • ক) ২০০
  • খ) ১২৫
  • গ) ১৫০
  • ঘ) ২১০
27. Which sentence is correct? (বিষয়: ইংরেজি ভাষা (Sentence Structure))
  • ক) He does not know to swim
  • খ) He knows not how to swim
  • গ) He does not know how to swim
  • ঘ) He knows not to swim
28. বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (সংবিধান))
  • ক) ৩০০ জন
  • খ) ৩৪০ জন
  • গ) ৩৫০ জন
  • ঘ) ৩৩০ জন
29. Of the four books, the red one is the _____ (বিষয়: ইংরেজি ভাষা (Degree of Comparison))
  • ক) cheap
  • খ) cheaper
  • গ) cheapest
  • ঘ) most cheap
30. কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভাণ্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি? (বিষয়: সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি)
  • ক) কিলোহার্জ
  • খ) বাইট
  • গ) ভোল্ট
  • ঘ) সেকেন্ড
31. ‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (সন্ধি))
  • ক) গো + এষণা
  • খ) গো + ষণা
  • গ) গোব + এষণা
  • ঘ) গো + যণা
32. S∈gular form of ‘data’ is? (বিষয়: ইংরেজি ভাষা (Number))
  • ক) datum
  • খ) dates
  • গ) datums
  • ঘ) date
33. The fem∈∈e form of the word ‘Author’ is: (বিষয়: ইংরেজি ভাষা (Gender))
  • ক) Auther
  • খ) Authoress
  • গ) Authorer
  • ঘ) Authorees
34. চাউল, চিনি, পানি এগুলাকে কী বাচক বিশেষ্য? (বিষয়: বাংলা ব্যাকরণ (বিশেষ্য))
  • ক) নামবাচক
  • খ) সমষ্টিবাচক
  • গ) গুণবাচক
  • ঘ) বস্তুবাচক
35. ‘সুনাম’ শব্দের ‘সু’ কোন উপসর্গ? (বিষয়: বাংলা ব্যাকরণ (উপসর্গ))
  • ক) সংস্কৃত
  • খ) বাংলা
  • গ) আরবি
  • ঘ) ফারসি
36. ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ (বাগধারা))
  • ক) নির্বোধ
  • খ) হিসাব নিকাশ
  • গ) অসম্ভব বস্তু
  • ঘ) এলোমেলো
37. The antonym of ‘Insiπd’ is – (বিষয়: ইংরেজি ভাষা (Antonym))
  • ক) tasteless
  • খ) excit∈g
  • গ) dull
  • ঘ) bland
38. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (বিরাম চিহ্ন))
  • ক) প্রশ্নচিহ্ন
  • খ) কমা
  • গ) সেমিকোলন
  • ঘ) উদ্ধরণ চিহ্ন
39. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন- (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (ইতিহাস))
  • ক) ফখরুদ্দীন মোবারক শাহ
  • খ) সম্রাট আকবর
  • গ) আবুল ফজল
  • ঘ) শশাঙ্ক
40. ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘চরমপত্র’ কে পরিচালনা ও উপস্থাপনা করেন? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (মুক্তিযুদ্ধ))
  • ক) কামাল লোহানী
  • খ) আব্দুল গাফফার চৌধুরী
  • গ) এম আর আখতার মুকুল
  • ঘ) ফজলুল হক
41. ‘উলুখাগড়া’ শব্দটির অর্থ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ (বাগধারা))
  • ক) গুরুত্বহীন লোক
  • খ) আগাছা
  • গ) দুর্বলতা
  • ঘ) পরজীবী
42. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন- (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি (ইতিহাস))
  • ক) Nikolai Podgorny
  • খ) Mikhail Gorbachev
  • গ) Leonid Brezhnev
  • ঘ) Alexei Kosyg∈
43. ‘I hardly go after dusk’ the correct bangla translation is – (বিষয়: ইংরেজি ভাষা (Translation))
  • ক) আমি সন্ধ্যার পরে দ্রুত বাইরে যাই।
  • খ) আমি সন্ধ্যার আগে বাইরে যাই না।
  • গ) আমি সন্ধ্যার পরে সাধারণত বাইরে যাই।
  • ঘ) আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই।
44. ‘Deciduous’ trees are trees those- (বিষয়: সাধারণ বিজ্ঞান (জীববিজ্ঞান))
  • ক) always rema∈ green
  • খ) bear fruits
  • গ) lose the leaves annually
  • ঘ) have colorful leaves
45. ১৯৭১ সালে ঢাকা শহরে ‘অপারেশন সার্চ লাইট’ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন- (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (মুক্তিযুদ্ধ))
  • ক) জেনারেল নিয়াজী
  • খ) জেনারেল টিক্কা খান
  • গ) জেনারেল ইয়াহিয়া খান
  • ঘ) জেনারেল রাও ফরমান আলী
46. ‘সমাস’ শব্দের অর্থ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ (সমাস))
  • ক) বিশ্লেষণ
  • খ) সংযোজন
  • গ) সংশ্লেষণ
  • ঘ) সংক্ষেপণ
47. জন্মহীন মৃত্যুহীন – (বিষয়: বাংলা ব্যাকরণ (এক কথায় প্রকাশ))
  • ক) অজর
  • খ) অমর
  • গ) অজ
  • ঘ) অচল
48. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:১ উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? (বিষয়: গাণিতিক যুক্তি (পরিমিতি))
  • ক) ১৭৭৫
  • খ) ১৮৭৫
  • গ) ১৬৭৫
  • ঘ) ১৫৭৫
49. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত ৪: ১ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (অনুপাত ও সমানুপাত))
  • ক) ৫ গ্রাম
  • খ) ৩ গ্রাম
  • গ) ৪ গ্রাম
  • ঘ) ২ গ্রাম
50. Which one is correct? (বিষয়: ইংরেজি ভাষা (Subject-Verb Agreement))
  • ক) One of my friend is a lawyer.
  • খ) One of my friends are a lawyer.
  • গ) One of my friends is a lawyer.
  • ঘ) One of my friend are a lawyer.
51. কষ্টে লাভ হয় যা- (বিষয়: বাংলা ব্যাকরণ (এক কথায় প্রকাশ))
  • ক) দুর্নিমিত
  • খ) দুর্জেয়
  • গ) দুষ্প্রাপ্য
  • ঘ) দুর্লভ
52. শুদ্ধ বানান কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (বানান))
  • ক) বিভিষীকা
  • খ) বীভীষিকা
  • গ) বিভীষিকা
  • ঘ) বিভিষিকা
53. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচনে কমিশনার ছিলেন- (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (ইতিহাস))
  • ক) বিচারপতি এ কে এম নুরুল ইসলাম
  • খ) বিচারপতি নুরুল ইসলাম
  • গ) বিচারপতি আর আর খান
  • ঘ) বিচারপতি আব্দুস সাত্তার
54. BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম – (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) International Monηry Fund
  • খ) Asian Infrastructure Investment Bank
  • গ) World Bank
  • ঘ) New Develo±ent Bank
55. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজী এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? (বিষয়: গাণিতিক যুক্তি (সেট তত্ত্ব))
  • ক) ৪০০
  • খ) ৫০০
  • গ) ৪৫০
  • ঘ) ৩০০
56. একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি ৪ মিনিটে পূর্ণ হয় এবং ২য় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (সময় ও কাজ))
  • ক) ৫ মিনিট
  • খ) ৩ মিনিট
  • গ) ৪ মিনিট
  • ঘ) ৬ মিনিট
57. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি (পাটিগণিত))
  • ক) ৪৯
  • খ) ৩২
  • গ) ৩৯
  • ঘ) ৫৬
58. The passive form of ‘I know him’ – (বিষয়: ইংরেজি ভাষা (Voice))
  • ক) He is known by me
  • খ) He is known to me
  • গ) He was known to me
  • ঘ) He is known with me
59. ‘Pass away’ means (বিষয়: ইংরেজি ভাষা (Phrase and Idioms))
  • ক) disappear
  • খ) go on
  • গ) pass over
  • ঘ) die
60. ঢাকাতে ২৪ মে দুপুর ১২ টার সময় লন্ডনে সময় হবে – (বিষয়: ভূগোল (সময় ও দ্রাঘিমা))
  • ক) ২৪ মে সকাল ৬ টা
  • খ) ২৪ মে দুপুর ১ টা
  • গ) ২৩ মে রাত ৬ টা
  • ঘ) ২৪ মে সকাল ৭ টা
61. ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিকশক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয়? (বিষয়: সাধারণ বিজ্ঞান (পদার্থবিজ্ঞান))
  • ক) শব্দ ও আলোকশক্তি
  • খ) শব্দ ও তাপশক্তি
  • গ) তাপ ও আলোকশক্তি
  • ঘ) শব্দ ও রাসায়নিক শক্তি
62. প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি? ১২,৯,১৫,৫,২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১ (বিষয়: গাণিতিক যুক্তি (পরিসংখ্যান))
  • ক) ১৩
  • খ) ১৫
  • গ) ১৪
  • ঘ) ১৬
63. একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী মোট শিক্ষার্থীর সংখ্যার তিনগুন পরিমান পেলে শিক্ষার্থী সংখ্যা কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) ৭০
  • খ) ৭৫
  • গ) ৩০
  • ঘ) ৮৫
64. Which one of the follow∈g words is not plural? (বিষয়: ইংরেজি ভাষা (Number))
  • ক) Scissors
  • খ) People
  • গ) News
  • ঘ) Cattle
65. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে- (বিষয়: বাংলা ব্যাকরণ (সমাস))
  • ক) প্রাদি সমাস
  • খ) নিত্য সমাস
  • গ) মধ্যপদলোপী বহুব্রীহি সমাস
  • ঘ) প্রশ্নে সঠিক উত্তর নেই
66. The mean∈g of the word ‘obese’ is (বিষয়: ইংরেজি ভাষা (Word Meaning))
  • ক) very tall
  • খ) very th∈
  • গ) very fat
  • ঘ) very short
67. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (রাজনীতি))
  • ক) ৬ বার
  • খ) ৭ বার
  • গ) ৫ বার
  • ঘ) ৮ বার
68. ‘আগ্নেয়’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (প্রকৃতি ও প্রত্যয়))
  • ক) অগ্নি + ষ্ণেয়
  • খ) অগ্নি + এয়
  • গ) অগ্নি + ষ্ণা
  • ঘ) প্রশ্নে সঠিক উত্তর নেই
69. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (সংবিধান))
  • ক) জাতীয় মানবাধিকার কমিশন
  • খ) দুর্নীতি দমন কমিশন
  • গ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
  • ঘ) জাতীয় তথ্য কমিশন
70. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত? (বিষয়: গাণিতিক যুক্তি (পরিমিতি))
  • ক) ১৯০ মিটার
  • খ) ১৬০ মিটার
  • গ) ১৭০ মিটার
  • ঘ) ১৮০ মিটার
71. ধ্বনির পরিবর্তন কত প্রকার? (বিষয়: বাংলা ব্যাকরণ (ধ্বনি প্রকরণ))
  • ক) দুই প্রকার
  • খ) পাঁচ প্রকার
  • গ) চার প্রকার
  • ঘ) তিন প্রকার
72. কোনটি প্রাদি সমাসের উদাহরণ? (বিষয়: বাংলা ব্যাকরণ (সমাস))
  • ক) প্রতিবাদ
  • খ) প্রতিদান
  • গ) প্রগতি
  • ঘ) প্রভাত
73. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? (বিষয়: সাধারণ বিজ্ঞান (পদার্থবিজ্ঞান))
  • ক) বিষুব অঞ্চলে
  • খ) মেরু অঞ্চলে
  • গ) ভূপৃষ্ঠে সব জায়গায় সমান
  • ঘ) ভূ-পৃষ্ঠের গভীরে
74. ২১ ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে – (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) OIC
  • খ) NAM
  • গ) UNO
  • ঘ) UNESCO
75. ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের পরিচালক কে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (শিল্প ও সংস্কৃতি))
  • ক) চাষী নজরুল ইসলাম
  • খ) আব্দুল গাফফার চৌধুরী
  • গ) এম আর আখতার মুকুল
  • ঘ) তারেক মাসুদ
76. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর ২, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি (পাটিগণিত))
  • ক) ২৪
  • খ) ৫৭
  • গ) ৪৬
  • ঘ) ৩৫
77. টেকসই উন্নয়ন অভীষ্ট (Susta∈able Develo±ent Goal – SDG) মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) ২১ টি
  • খ) ১০ টি
  • গ) ৮ টি
  • ঘ) ১৭ টি
78. ‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে – (বিষয়: বাংলা ব্যাকরণ (সমার্থক শব্দ))
  • ক) সরণি
  • খ) সিরমণ
  • গ) স্মারণী
  • ঘ) সবগুলা
79. ০.১ × ১.১ × ১.২ / ০.০১ × ০.০২ এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (সরলীকরণ))
  • ক) ৪৪০
  • খ) ৮০০
  • গ) ৬৬০
  • ঘ) ৫০০
80. এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি ১১ মাসের আয়ের সমান হলে, তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ? (বিষয়: গাণিতিক যুক্তি (ভগ্নাংশ))
  • ক) ১/৪ অংশ
  • খ) ২/৫ অংশ
  • গ) ১/২ অংশ
  • ঘ) ২/৩ অংশ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *