|

Primary Assistant Teacher Exam- 2019 (2nd Phase)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (২য় ধাপ)
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (২য় ধাপ)

প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কুইজটিতে মোট 78 প্রশ্ন রয়েছে। সময়: 59 মিনিট

পরীক্ষার অবশিষ্ট সময়
59:00
1. The Countable form of ‘laughter’ is – (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Noun))
  • ক) Laugh
  • খ) a laugh
  • গ) The laugh
  • ঘ) all of the above
2. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) ১০
  • খ) ১১
  • গ) ৮
  • ঘ) ৯
3. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের- (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
  • ক) ২২ জুন
  • খ) ২৩ জুন
  • গ) ২৪ জুন
  • ঘ) ২১ জুন
4. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫: ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশী হয়, তবে পানির পরিমাণ কত লিটার? (বিষয়: গাণিতিক যুক্তি (অনুপাত))
  • ক) ৫
  • খ) ৬
  • গ) ৪
  • ঘ) ২
5. ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি? (বিষয়: সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক))
  • ক) ২৮ টি
  • খ) ১৭ টি
  • গ) ১৮ টি
  • ঘ) ২৭ টি
6. শুদ্ধ বানান কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (বানান শুদ্ধি))
  • ক) সমিচীন
  • খ) সমীচীন
  • গ) সমিচিন
  • ঘ) সমীচিন
7. পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশী। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত বছর? (বিষয়: গাণিতিক যুক্তি (সমীকরণ))
  • ক) ৩০
  • খ) ২৫
  • গ) ৪০
  • ঘ) ৩৫
8. ৪x+৯y এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) ১২xy
  • খ) ২৪xy
  • গ) ২xy
  • ঘ) ৬xy
9. He said that he had done the work. The direct speech is – (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Narration))
  • ক) He said, ‘I will do the work.’
  • খ) He said, ‘The work will be done by me.’
  • গ) He said, ‘I do the work.’
  • ঘ) He said, ‘He did the work.’
10. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল? (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
  • ক) ১৬৭
  • খ) ১৬৯
  • গ) ১৬৩
  • ঘ) ১৬৫
11. Phosphates _______ to most farm lands ∈ Bangladesh. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Passive Voice))
  • ক) need to be add∈g
  • খ) need to be added
  • গ) need added
  • ঘ) need to add
12. ‘রবীন্দ্র’ এর সন্ধি বিচ্ছদ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (সন্ধি বিচ্ছেদ))
  • ক) রবি + ইন্দ্র
  • খ) রবি + ঈন্দ্র
  • গ) রব + ইন্দ্র
  • ঘ) রবী + ইন্দ্র
13. কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরী করে? (বিষয়: সাধারণ বিজ্ঞান (জীববিজ্ঞান))
  • ক) প্রস্বেদন
  • খ) অভিস্রবণ
  • গ) সালোকসংশ্লেষণ
  • ঘ) শ্বসন
14. বিরাম চিহ্নের অপর নাম কী? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) ছেদ চিহ্ন
  • খ) স্থির চিহ্ন
  • গ) বিশ্রাম চিহ্ন
  • ঘ) বিভাজন চিহ্ন
15. ইতিহাস রচনা করেন যিনি- (বিষয়: বাংলা ব্যাকরণ (এক কথায় প্রকাশ))
  • ক) ইতিহাস লেখক
  • খ) ঐতিহাসিক
  • গ) ইতিহাসবেত্তা
  • ঘ) ঐতিহাসিকতা
16. কোনটি শুদ্ধ বাক্য? (বিষয়: বাংলা ব্যাকরণ (শুদ্ধ বাক্য))
  • ক) আমার বড় দূরাবস্থা
  • খ) আমার বড় দুরবস্থা
  • গ) আমার বড় দূরবস্থা
  • ঘ) আমার বড় দুরাবস্থা
17. As the sun _______, I decided to go out. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Tense))
  • ক) was sh∈∈g
  • খ) have shone
  • গ) sh∈e
  • ঘ) sh∈es
18. খাওয়ার লবণের সংকেত কোনটি? (বিষয়: সাধারণ বিজ্ঞান (রসায়ন))
  • ক) NaCO
  • খ) NaCl
  • গ) CaCl
  • ঘ) কোনটিই নয়
19. আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে ‘Poet of Politics’ বা ‘রাজনীতির কবি’ নামে আখ্যায়িত করা হয়- (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
  • ক) ইন্ধিরা গান্ধীকে
  • খ) সুভাষ বসুকে
  • গ) শেখ মুজিবুর রহমান কে
  • ঘ) মহাত্মা গান্ধীকে
20. কোন ৩ টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) ২, ৪, ৫
  • খ) ৪, ৫, ৬
  • গ) ২, ৪, ৭
  • ঘ) ৩, ৪, ৬
21. একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশী হলে ত্রিভূজের অতিভুজের দৈর্ঘ্য কত? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) ৩
  • খ) ৫
  • গ) ৬
  • ঘ) ৪
22. Change the voice: Who is creat∈g this mess? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Voice Change))
  • ক) Who has been created this mess?
  • খ) By whom has this mess been created?
  • গ) By whom this mess is be∈g created?
  • ঘ) By whom is this mess be∈g created?
23. The book ‘Treasure Island’ is by – (বিষয়: ইংরেজি সাহিত্য)
  • ক) Stevenson
  • খ) James Joyce
  • গ) Arthur Miller
  • ঘ) Homer
24. ‘অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো – (বিষয়: বাংলা ব্যাকরণ (সমাস))
  • ক) নিরপেক্ষ
  • খ) পরোক্ষ
  • গ) সমক্ষ
  • ঘ) প্রত্যক্ষ
25. পানির স্ফুটনাঙ্ক কত? (বিষয়: সাধারণ বিজ্ঞান (পদার্থ বিজ্ঞান))
  • ক) ১৮০ ডিগ্রী সেলসিয়াস
  • খ) ১০০ ডিগ্রী ফারেনহাইট
  • গ) ৮০ ডিগ্রী সেলসিয়াস
  • ঘ) ১০০ ডিগ্রী সেলসিয়াস
26. ‘অলীক’ এর বিপরীত শব্দ – (বিষয়: বাংলা ব্যাকরণ (বিপরীত শব্দ))
  • ক) সত্য
  • খ) মিথ্যা
  • গ) আশা
  • ঘ) অনীষা
27. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন – (বিষয়: সাধারণ জ্ঞান (বাংলাদেশ))
  • ক) মাননীয় স্পীকার
  • খ) মাননীয় চিপ হুইপ
  • গ) মহামান্য রাষ্ট্রপতি
  • ঘ) মাননীয় প্রধানমন্ত্রী
28. ‘আমি’ ‘আমরা’ এগুলো কোন সর্বনাম পদ? (বিষয়: বাংলা ব্যাকরণ (সর্বনাম))
  • ক) ব্যতিহারিক
  • খ) সাকুল্যবাচক
  • গ) অস্তিবাচক
  • ঘ) ব্যক্তিবাচক
29. The professor was given _________ to materials ∈ the research laboratory. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Vocabulary/Phrase))
  • ক) allusion
  • খ) access
  • গ) excess
  • ঘ) time
30. Every driver μst be held _________ his own actions. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Preposition))
  • ক) responsible to
  • খ) blamed for
  • গ) liable to
  • ঘ) responsible for
31. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১: ২:৩। ত্রিভুজটি হবে – (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) সমবাহু
  • খ) সূক্ষকোণী
  • গ) স্থূলকোণী
  • ঘ) সমকোণী
32. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরবে? (বিষয়: গাণিতিক যুক্তি (পরিমাপ))
  • ক) ৯০ ডিগ্রী
  • খ) ৩৬০ ডিগ্রী
  • গ) ৩০০ ডিগ্রী
  • ঘ) ১৮০ ডিগ্রী
33. Amenable শব্দের সাথে সঠিক Preposition টি কি হবে? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Preposition))
  • ক) with
  • খ) to
  • গ) after
  • ঘ) for
34. What is the antonym of the word ‘unwill∈g’? (বিষয়: ইংরেজি শব্দার্থ (Antonym))
  • ক) stuπd
  • খ) ∈tentional
  • গ) un∈tentional
  • ঘ) clever
35. The Fem∈∈e of ‘Ram’ is – (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Gender))
  • ক) Ewe
  • খ) H∈d
  • গ) Mare
  • ঘ) Sow
36. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার। বাগানটির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (পরিমাপ))
  • ক) ১৮৫০০
  • খ) ১৫৫০০
  • গ) ২০৫০০
  • ঘ) ১৯৮০০
37. রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়? (বিষয়: সাধারণ জ্ঞান (বাংলাদেশ))
  • ক) পাবনা
  • খ) রাজশাহী
  • গ) খুলনা
  • ঘ) নাটোর
38. Which of the follow∈g sentences is correct? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Verb Form))
  • ক) He was hunge for μrder.
  • খ) He was hanged for μrder.
  • গ) He was hunged for μrder.
  • ঘ) He had been hung for μrder.
39. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯, তাদের সমষ্টি কত? (বিষয়: গাণিতিক যুক্তি (সংখ্যা))
  • ক) ১৩০
  • খ) ১০৭
  • গ) ১১৩
  • ঘ) ১৪৬
40. Which one is plural? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Number))
  • ক) Oasis
  • খ) Term∈us
  • গ) Vertex
  • ঘ) Bureaux
41. বঙ্গবন্ধু কর্তৃক ‘ছয় দফা’ ঘোষিত হয় কবে? (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
  • ক) ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
  • খ) ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
  • গ) ৩ জানুয়ারি, ১৯৬৮
  • ঘ) ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯
42. ভাষার মূল উপকরণ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) শব্দ
  • খ) বাক্য
  • গ) ধ্বনি
  • ঘ) বর্ণ
43. x-১/x=১ হলে x-১/x এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) ৪.০
  • খ) ১.০
  • গ) ২.০
  • ঘ) ৩.০
44. শুদ্ধ বানান কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (বানান শুদ্ধি))
  • ক) আশক্তি
  • খ) আযক্তি
  • গ) আসক্তী
  • ঘ) আসক্তি
45. Choose the English Translation of – তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Translation))
  • ক) Have you gone to Cox’s Bazar?
  • খ) Have you ever gone Cox’s Bazar?
  • গ) Have you ever been to Cox’s Bazar?
  • ঘ) Did you ever go to Cox’s Bazar?
46. একটি শ্রেণির প্রতি বেঞ্চ ৪ জন করে ছাত্র বসালে ৩ টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত? (বিষয়: গাণিতিক যুক্তি (সমীকরণ))
  • ক) ৫৫
  • খ) ৬০
  • গ) ৬৫
  • ঘ) ৫০
47. I have a boat **made of wood**. The underl∈ed phrase is _________ (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Phrase))
  • ক) an adverbial phrase
  • খ) perfect participle phrase
  • গ) present participle phrase
  • ঘ) past participle phrase
48. x+৭x+p যদি x-৫ দ্বারা বিভাজ্য হয়, তবে p-এর মান কত হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) -৩০.০
  • খ) -৬০.০
  • গ) -১০.০
  • ঘ) ৩০.০
49. ‘ষোড়শ’ এর সন্ধি বিচ্ছদ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (সন্ধি বিচ্ছেদ))
  • ক) ষড় + অশ
  • খ) ষট্ + দশ
  • গ) ষট + অশ
  • ঘ) ষট + দশ
50. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রী লোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত? (বিষয়: গাণিতিক যুক্তি (গড়))
  • ক) ১৪ বছর
  • খ) ১৫ বছর
  • গ) ১৬ বছর
  • ঘ) ১৩ বছর
51. ৪০ ডিগ্রী কোণের পূরক কোণ কোনটি? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) ৩২০ ডিগ্রী
  • খ) ৫০ ডিগ্রী
  • গ) ১২০ ডিগ্রী
  • ঘ) ১৪০ ডিগ্রী
52. নিত্য সমাসের উদাহরণ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (সমাস))
  • ক) অপব্যয়
  • খ) বাগদত্তা
  • গ) দেশান্তর
  • ঘ) বনজ
53. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুইটি স্থায়ী রাষ্ট্র? (বিষয়: বাংলাদেশের ইতিহাস (মুক্তিযুদ্ধ))
  • ক) যুক্তরাজ্য ও চীন
  • খ) যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
  • গ) চীন ও যুক্তরাষ্ট্র
  • ঘ) রাশিয়া ও ফ্রান্স
54. Mr. Atique _________ rather not ∈vest that money ∈ the stock market. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Modals))
  • ক) μst
  • খ) has to
  • গ) could
  • ঘ) would
55. The plural of ‘Fez’ is – (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Number))
  • ক) Fez
  • খ) Fezees
  • গ) Feezes
  • ঘ) Fezzes
56. ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল – (বিষয়: গাণিতিক যুক্তি (সংখ্যা))
  • ক) ২৯৯০
  • খ) ২১৮৭
  • গ) ২২৮৭
  • ঘ) ৩১৪৫
57. A person who writes and edits dictionaries is called a – (বিষয়: ইংরেজি শব্দার্থ (One Word Substitution))
  • ক) Lithographer
  • খ) Topographer
  • গ) Lexicographer
  • ঘ) Laryngographer
58. Which one is the correct spell∈g? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Spelling))
  • ক) irresistible
  • খ) iresistable
  • গ) irresistible
  • ঘ) irresistable
59. একটি ত্রিভুজের ৩ টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) ২০
  • খ) ১২
  • গ) ৮
  • ঘ) ৬
60. ‘বেলা অবেলা কালবেলা’র লেখক কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) সুকান্ত ভট্টাচার্য
  • খ) জীবনানন্দ দাশ
  • গ) কাজী নজরুল ইসলাম
  • ঘ) সিকান্দার আবু জাফর
61. পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত- (বিষয়: সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক))
  • ক) কানাডা
  • খ) ফিনল্যান্ড
  • গ) ইংল্যান্ড
  • ঘ) যুক্তরাষ্ট্র
62. (২x+৩y)/(৩x+২y)=৫/৬ হলে x:y কত? (বিষয়: গাণিতিক যুক্তি (অনুপাত))
  • ক) ৬:৮
  • খ) ৪:৩
  • গ) ৫:৬
  • ঘ) ৩:৮
63. ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক? (বিষয়: বাংলাদেশের ইতিহাস (মুক্তিযুদ্ধ))
  • ক) মতিউর রহমান
  • খ) সাইমন ড্রিং
  • গ) এম আর আখতার মুকুল
  • ঘ) অ্যালেন গিন্সবার্গ
64. ৪\times৫\times০\times৭\times১= কত? (বিষয়: গাণিতিক যুক্তি (পাটিগণিত))
  • ক) ৪৮০
  • খ) ০
  • গ) ২১০
  • ঘ) ১৪০
65. Which one is the correct spell∈g? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Spelling))
  • ক) Supercede
  • খ) Supersede
  • গ) Superceede
  • ঘ) Superseede
66. কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই? (বিষয়: সাধারণ জ্ঞান (ভূগোল))
  • ক) বাংলাদেশ
  • খ) ভারত
  • গ) নেপাল
  • ঘ) পাকিস্তান
67. ‘দিন যায় কথা থাকে’- এখানে ‘যায়’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? (বিষয়: বাংলা ব্যাকরণ (শব্দার্থ))
  • ক) গমন
  • খ) অতিবাহিত
  • গ) বলা
  • ঘ) ধারাবাহিকতা
68. ‘কুসুমিত’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (প্রকৃতি-প্রত্যয়))
  • ক) কুসুম + ত
  • খ) কুসুম + ইত
  • গ) কুসুম + ঈত
  • ঘ) কুসুম + উত
69. ‘কিরণ’ এর সমার্থক নয়- (বিষয়: বাংলা ব্যাকরণ (সমার্থক শব্দ))
  • ক) রশ্মি
  • খ) প্রভা
  • গ) কর
  • ঘ) রবি
70. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? (বিষয়: বাংলাদেশের ইতিহাস (মুক্তিযুদ্ধ))
  • ক) এ. এইচ. এম. কামরুজ্জামান
  • খ) সৈয়দ নজরুল ইসলাম
  • গ) তাজউদ্দীন আহমদ
  • ঘ) এম. মনসুর আলী
71. বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? (বিষয়: সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি))
  • ক) ইতালী
  • খ) ফ্রান্স
  • গ) যুক্তরাষ্ট্র
  • ঘ) জার্মানি
72. পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা কে? (বিষয়: সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি))
  • ক) ফরিদুল আলম
  • খ) মাকসুদুল আলম
  • গ) শহীদুল আলম
  • ঘ) মোঃ জলিল
73. জোয়ার-ভাটার প্রধান কারণ- (বিষয়: সাধারণ জ্ঞান (ভূগোল))
  • ক) পৃথিবীর আকর্ষণ
  • খ) চাঁদের আকর্ষণ
  • গ) বায়ুপ্রবাহ
  • ঘ) সূর্যের আকর্ষণ
74. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস? (বিষয়: বাংলা ব্যাকরণ (সমাস))
  • ক) বিপরীতার্থে
  • খ) মিলনার্থে
  • গ) বিরোধার্থে
  • ঘ) সমার্থে
75. স্কাউটের প্রতিষ্ঠাতা কে? (বিষয়: সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক))
  • ক) লর্ড ব্যাডেন পাওয়েল
  • খ) লর্ড মুরিং
  • গ) লর্ড স্টিফেন
  • ঘ) লর্ড কার্জন
76. ‘তাসের ঘর’ – অর্থ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ (বাগধারা))
  • ক) পূর্ণস্থায়ী
  • খ) ক্ষণস্থায়ী
  • গ) তাস খেলার ঘর
  • ঘ) দীর্ঘস্থায়ী
77. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
  • ক) ১৯০৫
  • খ) ১৯১১
  • গ) ১৯২০
  • ঘ) ১৯২১
78. ‘অঘারাম বাস করে অজপাড়া গাঁয়’ – ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরণের উপসর্গ? (বিষয়: বাংলা ব্যাকরণ (উপসর্গ))
  • ক) খাঁটি বাংলা
  • খ) বিদেশি
  • গ) তৎসম
  • ঘ) তদ্ভব

Similar Posts

  • |

    Primary Assistant Teacher Recruitment Exam 2019 (4th Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৪র্থ ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৪র্থ ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কুইজটিতে মোট 76 প্রশ্ন রয়েছে। সময়: 58 মিনিট পরীক্ষার অবশিষ্ট সময় 58:00 1. একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি…

  • 47Th BCS Preliminary Exam

    Quiz – Download Version 47তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy 47তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 120:00 1. ই-কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেনে প্রধানত কোন প্রটোকল ব্যবহৃত হয়? (বিষয়: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি) ঘ….

  • |

    Primary Assistant Teacher Recuitment Exam- 2016 (Beta)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (বিটা) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (বিটা) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম? (বিষয়: বাংলা সাহিত্য) ক) প্যারিচাঁদ মিত্র খ) মধুসূদন দত্ত গ)…

  • | |

    16TH BCS Preliminary Exam

    Quiz – Download Version ১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. Which of the following sentences is correct? (বিষয়: English Grammar) ঘ. I forbade him not…

  • | |

    44TH BCS Preliminary Exam-2022

    Quiz – Download Version ৪৪তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম- ২০২২ Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ৪৪তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম- ২০২২ প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 120:00 1. ‘ইতরবিশেষ’ বলতে বোঝায়? (বিষয়: বাংলা ব্যাকরণ) গ. পার্থক্য ক. দুর্বত্ত ঘ. অপদার্থ খ….

  • |

    49 Specials BCS Exam (Education)- 2025

    Quiz – Download Version ৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা)- ২০২৫ Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy কুইজ মডেল – JSON লোডার JSON ডেটা ইনপুটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লোড করা প্রশ্ন ৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা)- ২০২৫ প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। 📄 সম্পূর্ণ প্রশ্নব্যাংক ডাউনলোড পরীক্ষার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *