1. ‘অবাক কাজ’-এর ইংরেজী – (বিষয়: ইংরেজি অনুবাদ)
- ঘ) The beautiful work
- ক) The work wonderful
- খ) What is strange?
- গ) The wonderful work
2. পাখির ডাক – (বিষয়: বাংলা ব্যাকরণ (এক কথায় প্রকাশ))
- ঘ) হ্রেষা
- ক) কেকা
- খ) অজিন
- গ) কুজন
3. ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’ পংক্তির রচয়িতা কে? (বিষয়: বাংলা সাহিত্য)
- ক) নজরুল ইসলাম
- খ) শামসুল হক
- গ) জীবনানন্দ দাশ
- ঘ) সুকান্ত ভট্টাচার্য
4. বাংলায় ‘স্বাধীন সুলতানী’ শাসন প্রতিষ্ঠা করেন কে? (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
- ক) নবাব আলীবর্দী খান
- গ) নবাব সিরাজউদ্দৌলা
- ঘ) ফখরুদ্দীন মোবারক শাহ
- খ) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
5. a2+b2 এর সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? (এখানে a ও b দুটি পূর্ণ সংখ্যা) (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
6. যিনি বক্তৃতা দানে পটু – (বিষয়: বাংলা ব্যাকরণ (এক কথায় প্রকাশ))
- ঘ) অনলবর্ষী
- গ) সুবক্তা
- ক) বাগ্মী
- খ) বাকপটু
7. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? (বিষয়: বাংলা ব্যাকরণ (বাগধারা))
- ক) সুখের পায়রা
- গ) শরতের শিশির
- ঘ) দুধের মাছি
- খ) লক্ষ্মীর বরযাত্রী
8. সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫, ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশী হবে না? (বিষয়: গাণিতিক যুক্তি (ল.সা.গু.))
9. অদিতি শব্দের সমার্থক শব্দ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (সমার্থক শব্দ))
- ঘ) অবনী
- গ) ক্ষিতি
- ক) নীর
- খ) পৃথিবী
10. ‘আট কপালে’ অর্থ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ (বাগধারা))
- ঘ) জ্ঞানী
- খ) হতাশ
- গ) সৌভাগ্যবান
- ক) হতভাগ্য
11. দুটি সংখ্যার অনুপাত ৩:৭। উভয় সংখ্যার সাথে ১০ যোগ করলে নতুন অনুপাত হবে ১:২। ছোট সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি (অনুপাত))
12. নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? (বিষয়: সাধারণ বিজ্ঞান)
- গ) ভিটামিন ই
- খ) ভিটামিন ডি
- ঘ) ভিটামিন সি ও বি
- ক) ভিটামিন-এ
13. যা স্থায়ী নয়- (বিষয়: বাংলা ব্যাকরণ (এক কথায় প্রকাশ))
- ঘ) ক্ষণিক
- ক) নশ্বর
- গ) ক্ষণস্থায়ী
- খ) অস্থায়ী
14. Choose the correct sentence: (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- ক) Poors are not always dishonest.
- ঘ) The poor is not always dishonest.
- গ) The poors are not always dishonest.
- খ) The poor are not always dishonest.
15. What is the antonym of ‘Gentle’? (বিষয়: ইংরেজি (Antonym))
- ক) Harsh
- ঘ) Modest
- গ) Cleaver
- খ) Rude
16. নিচের কোনটি মিশ্র শব্দ? (বিষয়: বাংলা ব্যাকরণ (শব্দতত্ত্ব))
- খ) হরতাল
- ঘ) খ্রিস্টাব্দ
- ক) ফটোকপি
- গ) আলকাতরা
17. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বয়স-সম্পর্কিত))
- গ) ৪৮, ১৬
- খ) ৩৬, ১২
- ঘ) ২৪, ৮
- ক) ৪৬, ১৫
18. ১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (সময় ও দূরত্ব))
- ঘ) ৪০ মিটার
- গ) ২০ মিটার
- খ) ২৫ মিটার
- ক) ৩০ মিটার
19. ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (দ্বিরুক্ত শব্দ))
- ঘ) দরদর
- খ) নড়নড়
- ক) মরমর
- গ) কড়কড়
20. ‘Hardly’ means (বিষয়: ইংরেজি (Synonym))
- খ) very often
- ঘ) positively
- ক) frequently
- গ) scarcely
21. ‘জোঁক’ গল্পের রচয়িতা: (বিষয়: বাংলা সাহিত্য)
- খ) শাহেদ আলী
- গ) শওকত আলী
- ঘ) আল মাহমুদ
- ক) আবু ইসহাক
22. Harvest is related to – (বিষয়: ইংরেজি (Word Relation))
- খ) autumn
- ক) crop
- ঘ) stockπle
- গ) tractor
23. বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন- (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
- ক) আলাউদ্দিন খিলজি
- গ) সম্রাট আকবর
- ঘ) ফখরুদ্দিন মোবারক শাহ
- খ) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি
24. ১ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? (বিষয়: গাণিতিক যুক্তি (ধারা/সংখ্যা))
- খ) ৪৭৫০
- ক) ৪৬৫০
- গ) ৪৮৫০
- ঘ) ৪৯৫০
25. দুবার জন্মে যা- (বিষয়: বাংলা ব্যাকরণ (এক কথায় প্রকাশ))
- খ) পুনর্জন্ম
- গ) দ্বৈত জন্ম
- ক) দ্বিজন্ম
- ঘ) দ্বিজ
26. তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল ৯১, শেষ দুইটির গুণফল ১৪৩ হলে সংখ্যা তিনটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি (সংখ্যা))
- ক) ৭, ১১, ১৩
- খ) ১১, ৭, ১৩
- গ) ১১, ১৩, ৭
- ঘ) ৭, ১৩, ১১
27. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
- ঘ) যুক্তরাজ্য
- ক) ইসরাইল
- গ) ভারত
- খ) শ্রীলংকা
28. Choose the correct sentence: (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Subject-Verb Agreement))
- গ) Fifty miles are a long distance.
- খ) Fifty miles has a long distance.
- ঘ) Fifty mile is a long distance.
- ক) Fifty miles is a long distance.
29. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি (ভূগোল))
- ক) হোয়াংহো
- ঘ) ব্রহ্মপুত্র
- গ) ইউফ্রেটিস
- খ) ইয়াংসিকিয়াং
30. What is the correct antonym of ‘panic’? (বিষয়: ইংরেজি (Antonym))
- ঘ) dance
- গ) laugh
- খ) sit
- ক) relax
31. ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? (বিষয়: গাণিতিক যুক্তি (কাজ ও সময়))
32. The opposite of ‘Friendship’ (বিষয়: ইংরেজি (Antonym))
- ক) dislike
- খ) bitterness
- গ) loggerheads
- ঘ) enmity
33. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
- গ) ম্যানচেস্টার
- ক) মায়ামী
- ঘ) স্কটল্যান্ড
- খ) লন্ডন
34. ‘Manifesto’ means (বিষয়: ইংরেজি (Meaning))
- ঘ) manifold th∈gs
- খ) well behaved
- ক) policy statement
- গ) various forms
35. Choose the correct spell∈g: (বিষয়: ইংরেজি (Spelling))
- গ) asarta∈
- ক) asserta∈
- খ) aserta∈
- ঘ) ascerta∈
36. ‘Pass for’ means (বিষয়: ইংরেজি (Phrasal Verb))
- খ) allow
- ঘ) qualify
- গ) brush aside
- ক) appear to be
37. The Headmaster is the ______ person ∈ the village. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Degree))
- ঘ) best
- খ) better
- ক) wise
- গ) wisest
38. এক ব্যক্তি গাড়িযোগে ঘন্টায় ৬০ কি.মি. বেগে কিছুদূর অতিক্রম করে ঘন্টায় ৪০ কি.মি. বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘন্টায় ২০০ কি.মি. অতিক্রম করে। সে ৬০ কি.মি./ঘন্টা বেগে কত কি.মি. গিয়েছিল? (বিষয়: গাণিতিক যুক্তি (সময় ও দূরত্ব))
39. He sleeps a sound sleep. Here ‘sound’ is a /an (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Parts of Speech))
- গ) noun
- ঘ) pronoun
- ক) adverb
- খ) adjective
40. ‘চাঁদের হাট’ কথাটির অর্থ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ (বাগধারা))
- ঘ) জ্যোৎস্না
- ক) আনন্দের প্রাচুর্য
- গ) পূর্ণিমা রাত
- খ) কচিকাঁচার মেলা
41. ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি – (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
- ঘ) সমবাহু
- ক) সমকোণী
- খ) বিষমবাহু
- গ) সমদ্বিবাহু
42. মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি? (বিষয়: সাধারণ জ্ঞান (ইতিহাস))
- ক) রত্নভাণ্ডার
- খ) গ্রন্থাগার
- ঘ) শস্যাগার
- গ) গোসলখানা
❌ ভুল উত্তর। সঠিক উত্তরটি হলো:
গ) গোসলখানাব্যাখ্যা: সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান মহেঞ্জোদারো-তে বিশাল একটি সর্বজনীন গোসলখানা (Great Bath) আবিষ্কৃত হয়েছিল।
43. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? (বিষয়: বাংলা ব্যাকরণ (উপসর্গ))
- ঘ) নিকৃষ্ট
- গ) নিখুঁত
- খ) অভাব
- ক) বিপরীত
44. কোন শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট ৪২০ টাকা চাঁদা উঠলো। ঐ শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা কত? (বিষয়: গাণিতিক যুক্তি (সমীকরণ))
45. রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৮২ কি.মি.। একটি বাস ৭ ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি করলো। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার /ঘন্টা? (বিষয়: গাণিতিক যুক্তি (সময় ও দূরত্ব))
46. a+b+c=9, a2+b2+c2=29 হলে ab + bc + ca = কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
47. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? (বিষয়: সাধারণ জ্ঞান (সাহিত্য))
- গ) বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ) প্যারীচাঁদ মিত্র
- ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ) অক্ষয়কুমার দত্ত
48. একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রন্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গ মিটার। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত মিটার? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
49. দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে- (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
- খ) বিপ্রতীপ কোণ
- গ) স্থুল কোণ
- ক) সম্পূরক কোণ
- ঘ) প্রবৃদ্ধ কোণ
50. দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি (গ.সা.গু. ও ল.সা.গু.))
51. ‘চানাচুর’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? (বিষয়: বাংলা ব্যাকরণ (শব্দতত্ত্ব))
- গ) উর্দু
- ঘ) আরবী
- ক) চীনা
- খ) হিন্দি
52. বঙ্গবন্ধুর ‘স্বাধীনতা ঘোষণা’ ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন? (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
- ঘ) মেজর জিয়াউর রহমান
- ক) আবুল কাশেম সন্দ্বীপ
- খ) মেজর রফিকুল
- গ) এম এ হান্নান
53. জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
54. He said, “What a πty!” বাক্যের Indirect speech হচ্ছে- (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Narration))
- ঘ) He exclaimed that it is very πty
- ক) He exclaimed that it is a great πty
- গ) He exclaimed that it is great πty
- খ) He exclaimed that it was a great πty
55. শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদে মূলে তিনগুন হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (সরল সুদ))
56. x+y=7 এবং xy=10 হলে (x-y)^{2} এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
57. Optimist is to cheerful as pessimist is to – (বিষয়: ইংরেজি (Analogy))
- গ) helpful
- ক) pretty
- খ) mean
- ঘ) gloomy
58. ‘জিলাপীর প্যাঁচ’ বাগধারাটির অর্থ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ (বাগধারা))
- খ) জটিল
- ঘ) কুটিল
- ক) কলহপ্রিয়
- গ) প্যাঁচানো
59. রূপান্তরিত মূল কোনটি? (বিষয়: সাধারণ বিজ্ঞান (জীববিজ্ঞান))
- ক) ওলকপি
- খ) আদা
- ঘ) কচু
- গ) মিষ্টি আলু
60. ‘লোকটি দরিদ্র কিন্তু সৎ’ এ বাক্যে ‘কিন্তু’ হলো – (বিষয়: বাংলা ব্যাকরণ (অব্যয়))
- গ) সংযোজক অব্যয়
- ঘ) অনন্বয়ী অব্যয়
- ক) অনুকার অব্যয়
- খ) সংকোচক অব্যয়
61. ‘মাৎস্যন্যায়’ কোন শাসন আমলে দেখা দেয়? (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
- গ) মোগল শাসন আমলে
- ক) খিলজি শাসন আমলে
- খ) সেন শাসন আমলে
- ঘ) পাল তাম্র শাসন আমলে
62. Everybody longs ______ hapπness. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Appropriate Preposition))
63. The opposite of ‘purchase’ – (বিষয়: ইংরেজি (Antonym))
- ঘ) procure
- গ) produce
- খ) buy
- ক) sell
64. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
- ঘ) সাংহাই
- ক) ওয়াশিংটন
- গ) মস্কো
- খ) দিল্লী
65. Mank∈d means (বিষয়: ইংরেজি (Meaning))
- ঘ) k∈d men
- গ) the people ∈ general
- ক) the male k∈d
- খ) the human race
66. বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? (বিষয়: সাধারণ জ্ঞান (দিবস))
- গ) ১৯ জুন
- ক) ২০ জুন
- ঘ) ৮ জুন
- খ) ৫ জুন
67. বাগেরহাটের ‘মিঠাপুকুর’ কে খনন করেন? (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
- গ) সম্রাট হুমায়ুন
- ঘ) সুজাউদ্দিন
- ক) আলাউদ্দিন হোসেন শাহ
- খ) সুলতান নুসরত শাহ
68. এক সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৩ ও ৪ সে.মি. হলে এর অতিভুজের মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
- গ) ৭ সে.মি.
- ঘ) ৮ সে.মি.
- ক) ৪ সে.মি.
- খ) ৫সে.মি.
69. বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব ‘সাংগ্রাই’? (বিষয়: সাধারণ জ্ঞান (সংস্কৃতি ও নৃগোষ্ঠী))
- ঘ) গারো
- ক) সাঁওতাল
- গ) চাকমা
- খ) মারমা
70. প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়? (বিষয়: সাধারণ বিজ্ঞান (জীববিজ্ঞান))
- ঘ) রিকেট
- ক) ডিপথেরিয়া
- গ) বেরিবেরি
- খ) কোয়াশিয়রকর
71. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছাড়িয়ে দেয়? (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
- খ) অসাম্প্রদায়িক মনোভাব
- গ) স্বজাত্যবোধ
- ক) দ্বিজাতিতত্ত্ব
- ঘ) বাঙালি জাতীয়তাবাদ
72. কোনটি অনুজ্ঞা প্রকাশক? (বিষয়: বাংলা ব্যাকরণ (ক্রিয়াপদ))
- খ) তুমি যাচ্ছ
- ক) তুমি গিয়েছিলে
- ঘ) তুমি যাচ্ছিলে
- গ) তুমি যাও
73. কোনটি শুদ্ধ বানান? (বিষয়: বাংলা ব্যাকরণ (শুদ্ধ বানান))
- গ) দুশন
- খ) দূশন
- ঘ) দুষণ
- ক) দূষণ
74. ‘Co∓etent’ means – (বিষয়: ইংরেজি (Synonym))
- খ) co∓etitive
- গ) forceful
- ঘ) forcefully
- ক) able
75. শুদ্ধ বানান কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (শুদ্ধ বানান))
- ঘ) গ্রীহস্থ
- খ) গ্রীহস্ত
- ক) গৃহস্ত
- গ) গৃহস্থ
76. দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
- গ) ৪০০
- ঘ) ৬০০
- খ) ২০০
- ক) কখনই নয়
77. What is the antonym of ‘famous’? (বিষয়: ইংরেজি (Antonym))
- ঘ) illiterate
- গ) opaque
- খ) immature
- ক) obscure
78. ‘মর মর করা’ দিয়ে কী প্রকাশ পায়? (বিষয়: বাংলা ব্যাকরণ (বাগধারা))
- খ) তীব্র রাগ
- ক) কড়া রাগ
- ঘ) তীব্র ব্যথা
- গ) তীব্র ক্রোধ
79. আইসিসি ক্রিকেট বিশ্বকাপ – ২০১৯ এর খেলার ‘উইলিয়ামসন’ কোন দেশের খেলোয়াড়? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি (ক্রীড়া))
- খ) ওয়েস্ট ইন্ডিজ
- গ) ইংল্যান্ড
- ক) সাউথ আফ্রিকা
- ঘ) নিউজিল্যান্ড
80. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
- গ) জেনেভা
- ঘ) আমস্টারডাম
- খ) প্যারিস
- ক) দ্য হেগ