|

Primary Assistant Teacher Exam-2022 (3rd Phase)

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ (৩য় ধাপ)
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ (৩য় ধাপ)

প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কুইজটিতে মোট 80 প্রশ্ন রয়েছে। সময়: 60 মিনিট

পরীক্ষার অবশিষ্ট সময়
60:00
1. S∈ is to confess as fault is to (বিষয়: ইংরেজি শব্দার্থ ও সাদৃশ্য)
  • ক) forgive
  • খ) admit
  • গ) accept
  • ঘ) consider
2. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬: ৮: ১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) ৬০°
  • খ) ৯০°
  • গ) ১০০°
  • ঘ) ১২০°
3. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার? (বিষয়: গাণিতিক যুক্তি (পরিমাপ))
  • ক) ১৬
  • খ) ১২
  • গ) ২৪
  • ঘ) ৩২
4. বাংলা বর্ণমালার অর্ধমাত্রা বর্ণ কয়টি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) ৮
  • খ) ৯
  • গ) ১০
  • ঘ) ৭
5. The study of plants (বিষয়: সাধারণ বিজ্ঞান)
  • ক) Geology
  • খ) Biology
  • গ) Zoology
  • ঘ) Botany
6. পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি? (বিষয়: ভূগোল ও অর্থনীতি)
  • ক) ভারত
  • খ) ইন্দোনেশিয়া
  • গ) চীন
  • ঘ) ব্রাজিল
7. পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা কোন স্তরকে? (বিষয়: সাধারণ বিজ্ঞান (ভূগোল))
  • ক) ট্রপোস্ফিয়ার
  • খ) স্ট্রাটোস্ফিয়ার
  • গ) মেসোস্ফিয়ার
  • ঘ) ওজোনস্ফিয়ার
8. কোন শব্দটি বানান সঠিক? (দূষণীয়) (বিষয়: বাংলা ব্যাকরণ (বানান শুদ্ধি))
  • ক) দূষনিয়
  • খ) দূষণীও
  • গ) দূষণীয়
  • ঘ) দূষনীয়
9. নিচের কোন ভগ্নাংশটি ছোট? (বিষয়: গাণিতিক যুক্তি (ভগ্নাংশ))
  • ক) ১/৩
  • খ) ২/৫
  • গ) ৩/১০
  • ঘ) ৫/১১
10. Penny wise pound ______. (বিষয়: ইংরেজি শব্দার্থ (Proverb))
  • ক) rich
  • খ) foolish
  • গ) clever
  • ঘ) wise
11. ভাজক ৭৮ ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক তৃতীয়াংশ। ভাজ্য কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১৯৭৬
  • খ) ১৯৯৬
  • গ) ১৯৫৬
  • ঘ) ১৮৭৬
12. ‘শীতার্ত’ শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (সন্ধি বিচ্ছেদ))
  • ক) শীত + আর্ত
  • খ) শীত + ঋত
  • গ) শীৎ + আর্ন্ত
  • ঘ) শীত + ঋর্ত
13. ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তবে ক: খ কত? (বিষয়: গাণিতিক যুক্তি (অনুপাত ও শতকরা))
  • ক) ৩ : ৪
  • খ) ৪ : ৫
  • গ) ৫ : ৩
  • ঘ) ৪ : ৩
14. এ বিশ্বকে এ-শিশুর বাসযাগ্যে করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার- পঙতিটির রচয়িতা কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) জীবনানন্দ দাশ
  • খ) কাজী নজরুল ইসলাম
  • গ) জসীমউদ্দীন
  • ঘ) সুকান্ত ভট্টাচার্য
15. আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? (বিষয়: গাণিতিক যুক্তি (সম্ভাবনা))
  • ক) ৫/৭
  • খ) ২/৭
  • গ) ৪/৭
  • ঘ) ৩/৭
16. (২ \times ৩ + ০.৫/১.৫) = কত? (বিষয়: গাণিতিক যুক্তি (সরলীকরণ))
  • ক) ২
  • খ) ৪
  • গ) ৫
  • ঘ) ৩
17. সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মুলত (বিষয়: সাধারণ বিজ্ঞান)
  • ক) প্রোপেন
  • খ) মিথেন
  • গ) বিউটেন
  • ঘ) ইথেন
18. ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? (বিষয়: বাংলা ব্যাকরণ (কারক ও বিভক্তি))
  • ক) কর্মে শূন্য
  • খ) কর্তায় শূন্য
  • গ) অধিকরণে শূন্য
  • ঘ) করণে শূন্য
19. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৯। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) ৩৬
  • খ) ২৮
  • গ) ৪৬
  • ঘ) ৫৪
20. ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) শতাংশ
  • খ) সহস্রাংশ
  • গ) দশমাংশ
  • ঘ) অংশ
21. নিচের কোনটি তৎসম শব্দ? (বিষয়: বাংলা ব্যাকরণ (শব্দভাণ্ডার))
  • ক) চোখ
  • খ) চাঁদ
  • গ) হাত
  • ঘ) নারিকেল
22. ‘খণ্ড প্রলয়’ প্রবাদটির প্রায়োগিক অর্থ- (বিষয়: বাংলা ব্যাকরণ (বাগধারা))
  • ক) দীর্ঘস্থায়ী কাণ্ড
  • খ) ছোট কাণ্ড
  • গ) হালকা ঘটনা
  • ঘ) তুমুল কাণ্ড
23. What is the adjective form of the word “people”? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Word Form))
  • ক) Peopl∈g
  • খ) Peoplish
  • গ) Public
  • ঘ) Populous
24. ‘তামার বিষ’ কথাটির অর্থ- (বিষয়: বাংলা ব্যাকরণ (বাগধারা))
  • ক) বিষের মতো তামা
  • খ) কু-তামা
  • গ) অর্থের কুপ্রভাব
  • ঘ) তামার দুর্গন্ধ
25. ‘স্টপ জেনোসাইড’ প্রমাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু- (বিষয়: বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি)
  • ক) ভাষা আন্দোলন
  • খ) মুক্তিযুদ্ধ
  • গ) ছিয়াত্তরের মন্বন্তর
  • ঘ) স্বৈরাচার বিরোধী আন্দোলন
26. এক নটিকেল মাইল সমান কত ফুট? (বিষয়: সাধারণ জ্ঞান (পরিমাপ))
  • ক) ৪৮০০
  • খ) ৫২৮০
  • গ) ৬০৮০
  • ঘ) ৬২০০
27. পদ্মা সেতুর উদ্বোধন হবে কত তারিখ? (বিষয়: বাংলাদেশের তথ্য ও উন্নয়ন)
  • ক) ২৫ জুন, ২০২২
  • খ) ৩০ জুন, ২০২২
  • গ) ২৭ জুন, ২০২২
  • ঘ) ২৬ জুন, ২০২২
28. Which one is similar to Adult : Child (বিষয়: ইংরেজি সাদৃশ্য (Analogy))
  • ক) Tree : Seed
  • খ) Horse : Pony
  • গ) Frog : Tadpole
  • ঘ) Cat : Kitten
29. ‘দ্বীপ’ এর ব্যাসবাক্য – (বিষয়: বাংলা ব্যাকরণ (সমাস))
  • ক) দিকে যার জল
  • খ) দুই দিকে অপ
  • গ) দুদিকে অপ যার
  • ঘ) জল যার দুইদিকে
30. একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের: ‘কখন আসবে কবি?’ ‘কখন আসবে কবি?’ পঙতিটির রচয়িতা কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) আহসান হাবীব
  • খ) নির্মলেন্দু গুণ
  • গ) কাজী নজরুল ইসলাম
  • ঘ) আল মাহমুদ
31. রম্বসের কর্ণদ্বয় পরস্পরেকে- (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) সমকোণে সমদ্বিখন্ডিত করে
  • খ) তির্যকভাবে সমদ্বিখন্ডিত করে
  • গ) তির্যকভাবে খন্ডিত করে
  • ঘ) সমকোণে খন্ডিত করে
32. ব্যাকরণের কাজ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
  • খ) সাহিত্যকে সুন্দর করা
  • গ) ভাষার ভুল সংশোধন করা
  • ঘ) ভাষারীতি তৈরি করা
33. ‘পণ্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (সমাস))
  • ক) পণ্ডিতের মতো মূর্খ
  • খ) যিনি পণ্ডিত অথচ মূর্খ
  • গ) পণ্ডিত এবং মূর্খ
  • ঘ) পণ্ডিত হয়েও যিনি মূর্খ
34. ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত? (বিষয়: বাংলাদেশের ইতিহাস ও সাহিত্য)
  • ক) সেলিনা হোসেন
  • খ) হুমায়ুন আহমেদ
  • গ) সুফিয়া কামাল
  • ঘ) জাহানারা ইমাম
35. ২০০ থেকে ৫০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? (বিষয়: গাণিতিক যুক্তি (সংখ্যা তত্ত্ব))
  • ক) ৪২
  • খ) ৪১
  • গ) ৪৩
  • ঘ) ৪৪
36. ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি ও সংস্কৃতি)
  • ক) পরাণ
  • খ) মুজিব: একটি জাতির রূপকার
  • গ) হাওয়া
  • ঘ) দামাল
37. নিচের কোনটি জিংক সমৃদ্ধ ধানের জাত? (বিষয়: সাধারণ বিজ্ঞান (কৃষি))
  • ক) ব্রি ধান-৬
  • খ) ব্রি ধান-৩২
  • গ) ব্রি বঙ্গবন্ধু-১০০
  • ঘ) ব্রি ধান-৪৯
38. Which is the mean∈g of ‘White Elephant’? (বিষয়: ইংরেজি শব্দার্থ (Idiom))
  • ক) A beautiful decoration
  • খ) A white animal
  • গ) A precious possession
  • ঘ) A very costly or troublesome possession
39. মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল? (বিষয়: বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি)
  • ক) কনসার্ট ফর ফ্রীডম
  • খ) কনসার্ট ফর বাংলাদেশ
  • গ) হ্যারিসন মিউজিক ফেস্টিভাল
  • ঘ) কনসার্ট ফর লিবারেশন
40. What is the synonym of ‘Co∓etent’? (বিষয়: ইংরেজি শব্দার্থ (Synonym))
  • ক) Inco∓etent
  • খ) Capable
  • গ) Strong
  • ঘ) Weak
41. নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক? (বিষয়: শিক্ষা ও শিক্ষকতা (Pedagogy))
  • ক) শিক্ষকের বেতন
  • খ) ছেলে ও মেয়ে শিশুর অনুপাত
  • গ) অবকাঠামোর মান
  • ঘ) পরীক্ষার্থীর পাসের হার
42. ‘সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ’। কথাটি বলেছেন- (বিষয়: বাংলাদেশের তথ্য ও রাজনীতি)
  • ক) শেখ রেহানা
  • খ) শেখ হাসিনা
  • গ) মমতাজ উদ্দিন আহমদ
  • ঘ) জিল্লুর রহমান
43. কোন সালের প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে…….. গানটি গাওয়া হয়? (বিষয়: বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি)
  • ক) ১৯৫২
  • খ) ১৯৫৩
  • গ) ১৯৫৪
  • ঘ) ১৯৫৬
44. A ‘Myth’ is (বিষয়: ইংরেজি শব্দার্থ (Synonym))
  • ক) a story of truth
  • খ) an article
  • গ) a short tale
  • ঘ) a legend
45. ‘Out and out’ means- (বিষয়: ইংরেজি শব্দার্থ (Idiom))
  • ক) partly
  • খ) thoroughly
  • গ) ∈side out
  • ঘ) ∂ly
46. ‘Felicitation’ means- (বিষয়: ইংরেজি শব্দার্থ (Synonym))
  • ক) sadness
  • খ) Expression of good wish
  • গ) celebration
  • ঘ) congratulation
47. এক খণ্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে? (বিষয়: সাধারণ বিজ্ঞান)
  • ক) লন্ডন মিউজিয়াম
  • খ) প্যারিস মিউজিয়াম
  • গ) ওয়াশিংটন মিউজিয়াম
  • ঘ) মস্কো মিউজিয়াম
48. দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান ১৮। ছোট সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) ৮
  • খ) ১২
  • গ) ৯
  • ঘ) ৪
49. Which spell∈g is correct? (Secrηriat) (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Spelling))
  • ক) Secrηriet
  • খ) Secrηrit
  • গ) Secrηriate
  • ঘ) Secrηriat
50. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’- চরণটির রচয়িতা- (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) লালন শাহ
  • খ) রামনিধি গুপ্ত
  • গ) চণ্ডীদাস
  • ঘ) কাজী নজরুল ইসলাম
51. ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে? (বিষয়: বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য)
  • ক) হামিদুজ্জামান খান
  • খ) মৃণাল হক
  • গ) শামীম সিকদার
  • ঘ) নিতুন কুন্ডু
52. শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়? (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
  • ক) ১৯৬৯
  • খ) ১৯৭১
  • গ) ১৯৭২
  • ঘ) ১৯৬৮
53. ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দু- তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? (বিষয়: গাণিতিক যুক্তি (ভগ্নাংশ))
  • ক) ১০
  • খ) ৮
  • গ) ১৪
  • ঘ) ১২
54. এক ঝুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয়মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত? (বিষয়: গাণিতিক যুক্তি (লাভ-ক্ষতি))
  • ক) ৫২
  • খ) ২০
  • গ) ৪০
  • ঘ) ৪৪
55. If a substance is cohesive, it tends to__ (বিষয়: সাধারণ বিজ্ঞান (পদার্থবিজ্ঞান) ও ইংরেজি)
  • ক) stick together
  • খ) separate ∈to small πeces
  • গ) break easily
  • ঘ) dissolve ∈ water
56. গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে? (বিষয়: গাণিতিক যুক্তি (দিক নির্ণয়))
  • ক) পূর্ব
  • খ) উত্তর
  • গ) পশ্চিম
  • ঘ) দক্ষিণ
57. He ∈sisted my go∈g there. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Preposition))
  • ক) on
  • খ) ∈
  • গ) with
  • ঘ) at
58. He is jealous my prosperity. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Preposition))
  • ক) at
  • খ) with
  • গ) of
  • ঘ) ∈
59. যদি (৬x-y, ১৩) = (১, ৩x+২y) হয়, তাহলে (x, y) = কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) (২, ৩)
  • খ) (৫, ১)
  • গ) (১, ৫)
  • ঘ) (৩, ২)
60. The Antonym of the word ‘awesome’ (বিষয়: ইংরেজি শব্দার্থ (Antonym))
  • ক) wonderful
  • খ) excellent
  • গ) fantastic
  • ঘ) disgust∈g
61. Which one is the correct passive form of ‘Who will do the work?’ (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Voice Change))
  • ক) By whom the work will be done?
  • খ) By whom will the work be done?
  • গ) By whom is the work to be done?
  • ঘ) The work will be done by whom?
62. কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে? (বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি))
  • ক) আউটপুট
  • খ) ইনপুট
  • গ) রিসোর্স
  • ঘ) পেরিফেরাল
63. What is the adjective of the word ‘Heart’? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Word Form))
  • ক) Hearty
  • খ) Heart∈g
  • গ) Heartless
  • ঘ) Hearten∈g
64. ‘বাউল গানকে’ হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে- (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি ও সংস্কৃতি)
  • ক) ইউনেস্কো
  • খ) বিশ্ব ব্যাংক
  • গ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ঘ) জাতিসংঘ
65. ভালো কোলেস্টরল নিচের কোনটিকে বলা হয়? (বিষয়: সাধারণ বিজ্ঞান (জীববিজ্ঞান ও স্বাস্থ্য))
  • ক) এলডিএল (LDL)
  • খ) এইচডিএল (HDL)
  • গ) ভিএলডিএল (VLDL)
  • ঘ) টোটাল কোলেস্টরল
66. ‘ভাজা মাছ’ কোন বিশেষণ? (বিষয়: বাংলা ব্যাকরণ (বিশেষণ))
  • ক) পরিমাণবাচক
  • খ) বিধেয়
  • গ) অবস্থাবাচক
  • ঘ) গুণবাচক
67. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে ‘RTC’ এর পূর্ণরূপ কী? (বিষয়: বাংলাদেশের ইতিহাস)
  • ক) Round Table Conference
  • খ) Regional Trade Commission
  • গ) Railway Transport Corporation
  • ঘ) Real Time Control
68. একইসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে? (বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি))
  • ক) প্রিন্টার
  • খ) কীবোর্ড
  • গ) টাচ স্ক্রিন
  • ঘ) মনিটর
69. ‘পাছে লোকে কিছু বলে’- কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়? (বিষয়: বাংলা সাহিত্য ও সংস্কৃতি)
  • ক) আত্মবিশ্বাস
  • খ) সাহসিকতা
  • গ) দ্বিধা
  • ঘ) সংকোচ
70. কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) ১৬
  • খ) ৩০
  • গ) ২৫
  • ঘ) ৯
71. The read∈g of history is ∈terest∈g. এখানে ‘read∈g ‘কী হিসাবে ব্যবহৃত হয়েছে? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Verbal))
  • ক) Participle
  • খ) Gerund
  • গ) Adjective
  • ঘ) Verbal Noun
72. ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মবার্ষিকী পালন করা হলো? (বিষয়: বাংলাদেশের ইতিহাস ও সাহিত্য)
  • ক) ১২২
  • খ) ১২৩
  • গ) ১২১
  • ঘ) ১২৪
73. GPS এর পূর্ণাঙ্গ রূপ কী? (বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি))
  • ক) Global Production System
  • খ) Global Position Satellite
  • গ) Global Position∈g System
  • ঘ) Geographic Position∈g System
74. শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি? (বিষয়: বাংলাদেশের ইতিহাস ও সাহিত্য)
  • ক) আমাদের ছোট রাসেল সোনা
  • খ) ছোট্ট রাসেলের জীবন
  • গ) রাসেল যখন ছোট ছিল
  • ঘ) রাসেল আমার ছোট ভাই
75. শিশুর ভাষা শিক্ষা প্রথম মাধ্যম কে? (বিষয়: শিক্ষা ও শিক্ষকতা (Pedagogy))
  • ক) পিতা
  • খ) বিদ্যালয়
  • গ) মা
  • ঘ) পরিবেশ
76. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি? (বিষয়: বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি)
  • ক) চোরকাঁটা
  • খ) চরমপত্র
  • গ) সংবাদ পরিক্রমা
  • ঘ) অগ্নিশিখা
77. ‘A person who was before another person’ refers to______ (বিষয়: ইংরেজি শব্দার্থ (One Word Substitution))
  • ক) successor
  • খ) conte∓orary
  • গ) superior
  • ঘ) predecessor
78. উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি.? (বিষয়: বাংলাদেশের তথ্য ও উন্নয়ন)
  • ক) ২৫.১০
  • খ) ২০.১০
  • গ) ১৮.৭৫
  • ঘ) ১০.৫০
79. What is the verb of the word ‘Ability’? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Word Form))
  • ক) Able
  • খ) Enable
  • গ) Capability
  • ঘ) Enablement
80. একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২তম পদ কত? (বিষয়: গাণিতিক যুক্তি (ধারা))
  • ক) ১০২
  • খ) ৯৮
  • গ) ১০৫
  • ঘ) ১০৮

Similar Posts

  • | |

    18th BCS Preliminary Exam

    Quiz – Download Version ১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. Many companies now have employee assistance programs that enable employees, free of charge, to improve…

  • |

    42TH BCS Prelimanary Exam (Health Special- General Part)

    Quiz – Download Version ৪২তম বিসিএস-স্বাস্থ্য (জেনারেল পার্ট) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ৪২তম বিসিএস-স্বাস্থ্য (জেনারেল পার্ট) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. What is the correct indirect form of: He said, “You had better see a doctor”…

  • |

    Primary Assistent Teacher Recruitment Exam- 2018 (1st Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (১ম ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (১ম ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. “নীল লোহিত” কার ছদ্মনাম? (বিষয়: বাংলা সাহিত্য) ক) সমরেশ মজুমদার খ)…

  • Primary Assistant Teacher Exam 2024 (2nd Phase)

    Quiz – Download Version প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৪ (২য় ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy কুইজ মডেল – JSON লোডার JSON ডেটা ইনপুটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লোড করা প্রশ্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৪ (২য় ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে…

  • |

    Primary Assistant Teacher Recruitment Exam-2016

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৬ Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৬ প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 58:00 1. “যা সহজে অতিক্রম করা যায় না” – এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ) ক) অনতিক্রম্য…

  • |

    Primary Assistant Teacher Exam- 2019 (2nd Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (২য় ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (২য় ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কুইজটিতে মোট 78 প্রশ্ন রয়েছে। সময়: 59 মিনিট পরীক্ষার অবশিষ্ট সময় 59:00 1. The Countable form of ‘laughter’ is – (বিষয়: ইংরেজি ব্যাকরণ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *