1. ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম কি? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
- খ) মোসাদ
- ঘ) কেজিবি
- ক) আইএসআই
- গ) ‘র’
2. What type of noun is kindness? (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- ঘ) Material
- ক) Proper
- খ) Common
- গ) Abstract
3. কত মিলিয়নে ১০ কোটি? (বিষয়: গাণিতিক যুক্তি)
4. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
- ঘ) ৪৯৯৯
- খ) ৫০৫০
- ক) ৫০০১
- গ) ৫৫০১
5. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
6. লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, , ৩, ১ (বিষয়: গাণিতিক যুক্তি)
7. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়- (বিষয়: বাংলা ব্যাকরণ)
- গ) বর্ণ
- ক) ভাব
- খ) পদ
- ঘ) ধ্বনি
8. ১ কে দুই ভাগ করলে কত হয়? (বিষয়: গাণিতিক যুক্তি)
- ঘ) ১২
- ক) ০.৫০০
- খ) ০.৫০
- গ) সবগুলোই
9. 0.8×0.08×0.001 (বিষয়: গাণিতিক যুক্তি)
- গ) ০.০০০০৬
- খ) ০.০০৬৪০৪
- ক) ০.০০০৬৪
- ঘ) ০.০০৬৪
10. নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ? (বিষয়: ভূগোল)
- ঘ) নেদারল্যান্ড
- গ) পোল্যান্ড
- ক) ফিনল্যান্ড
- খ) ইংল্যান্ড
11. একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২.৫ মিটার, ২ মিটার ও ১০০ মিটার। জলাধারটির আয়তন কত ঘনমিটার? (বিষয়: গাণিতিক যুক্তি)
12. কোন সংখ্যার (29) অংশ ৬৪ এর সমান? (বিষয়: গাণিতিক যুক্তি)
13. An ordinance is- (বিষয়: ইংরেজি ভাষা ও সাহিত্য)
- ঘ) a book
- গ) a manuscript
- খ) a newspaper
- ক) a law
14. চাঁদমুখ এর ব্যাসবাক্য নিচের কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- ক) চাঁদ মুখ যার
- ঘ) চাঁদ মুখের ন্যায়
- গ) চাঁদ রূপ মুখ
- খ) চাঁদের মত দেখতে মুখ
15. The word ‘respond’ is – (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- ক) a noun
- গ) an adjective
- খ) an adverb
- ঘ) a verb
16. চর্যাপদ কোন ছন্দে লেখা? (বিষয়: বাংলা সাহিত্য)
- ক) স্বরবৃত্ত
- ঘ) মাত্রাবৃত্ত
- খ) নিম্নবৃত্ত
- গ) অক্ষরবৃত্ত
17. NCTB এর পূর্ণাঙ্গ রূপ কী? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
- ঘ) National Communication and Training Board
- ক) National Cricketers Training Board
- খ) National Curriculum and Text Book Board
- গ) National Curriculum and Training Board
18. What is the bengali meaning of ‘time is up’ (বিষয়: ইংরেজি ভাষা ও সাহিত্য)
- খ) মূল্যহীন
- ক) সময়সীমা
- ঘ) সময় শেষ
- গ) সময় আছে
19. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে- (বিষয়: গাণিতিক যুক্তি)
- ক) সন্নিহিত কোণ
- ঘ) সুক্ষ্ম কোণ
- গ) সম্পূরক কোণ
- খ) সরলকোণ
20. Identify the correct spelling- (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- ক) Perliament
- ঘ) Parlament
- খ) Parliament
- গ) Perlament
21. একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ হতে তত ছোট, সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
22. সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? (বিষয়: বাংলা সাহিত্য)
- ক) শেখ আজিজুর রহমান
- খ) শওকত আলী
- ঘ) ওসমান গনী
- গ) আহমেদ আজিজ
23. ‘কাক নিদ্রা’ শব্দটির অর্থ- (বিষয়: বাংলা ব্যাকরণ)
- ক) কপটনিদ্রা
- ঘ) অনিষ্ট চিন্তা
- গ) কাকের নিদ্রার ন্যায়
- খ) অগভীর সতর্ক নিদ্রা
24. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
25. কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা- (বিষয়: বাংলা সাহিত্য)
- ক) ক্ষণিকা
- গ) বসন্ত
- ঘ) কালের যাত্রা
- খ) তাসের দেশ
26. নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা- (বিষয়: বাংলা সাহিত্য)
- ঘ) আবু জাফর শামসুদ্দিন
- খ) শওকত ওসমান
- গ) রশীদ হায়দার
- ক) আনোয়ার পাশা
27. ৩,০০,০০০ টাকা ব্যাংকে রাখার
১৫
২
বছর পর আসল টাকার
৫
৪
অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
- গ) (৫০৩)%
- ক) (১০০৯)%
- খ) (২৫২)%
- ঘ) (২৬৩)%
28. ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলির একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা- (বিষয়: গাণিতিক যুক্তি)
- ক) (১২২)
- খ) (১৬৪)
- গ) (১৬০)
- ঘ) (১৬৫)
29. ‘দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন’ এক কথায় বলে- (বিষয়: বাংলা ব্যাকরণ)
- খ) আলোছায়া
- ঘ) গোধূলী
- ক) সন্ধ্যাকাল
- গ) সায়াহ্ন
30. জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়- চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- গ) কর্মকারকে সপ্তমী
- ঘ) কর্তৃকারকে সপ্তমী
- খ) কর্মকারকে প্রথমা
- ক) কর্তৃকারকে প্রথমা
31. He had a headache. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- খ) bad
- গ) strong
- ক) serious
- ঘ) acute
32. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- ঘ) সমাস
- ক) কারক
- খ) সন্ধি
- গ) প্রকৃতি
33. নিচের কোন বানানটি শুদ্ধ? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- ক) নিশীথিনি
- খ) নিশীথীনি
- ঘ) নিশিথীনী
- গ) নিশীথিনী
34. If you read, you will learn. The sentence is a- (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- ক) compound
- গ) simple
- খ) negative
- ঘ) complex
35. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে? (বিষয়: গাণিতিক যুক্তি)
- খ) ১৮০০
- ক) 290circ
- ঘ) 900circ
- গ) ৩৬০°
36. হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়? (বিষয়: সাধারণ বিজ্ঞান)
- ক) ক্যালসিয়াম
- গ) ভিটামিন-ই
- খ) রক্তের গ্লুকোজ
- ঘ) ইনসুলিন
37. cat’s sleep means (বিষয়: ইংরেজি ভাষা ও সাহিত্য)
- ক) sleep frequently
- ঘ) sleep at night
- খ) be dismissed
- গ) pretension of sleep
38. ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে? (বিষয়: বাংলা সাহিত্য)
- গ) আল মাহমুদ
- ক) আব্দুল মান্নান সৈয়দ
- ঘ) শামসুর রাহমান
- খ) অমীয় চক্রবর্তী
39. A synonym for- ‘synergy’ is- (বিষয়: ইংরেজি ভাষা ও সাহিত্য)
- খ) antagonism
- ঘ) conflict
- ক) autonomy
- গ) alliance
40. ‘অর্বাচিন’ শব্দের বিপরীত শব্দটি- (বিষয়: বাংলা ব্যাকরণ)
- খ) নবীন
- ঘ) বোকা
- গ) অনির্বাচিত
- ক) প্রাচীন
41. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘কারাগারের রোজনামচা’ এর গ্রন্থস্বত্ব কার? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
- গ) সি আর আই
- খ) বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা
- ক) বাংলাদেশ আওয়ামী লীগ
- ঘ) বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট
42. ০.০০০১ এর বর্গমূল কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
- ক) ০.০০১
- ঘ) ০.০১
- গ) ০.১
- খ) ১
43. ‘নন্দিনী’ এর নিচের প্রতিশব্দ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- খ) সুন্দরী
- ক) মিনাক্ষী
- ঘ) তনয়া
- গ) ননদিনী
44.
২৮৯
√
এর বর্গমূল হল- (বিষয়: গাণিতিক যুক্তি)
- ঘ) মূলদ
- খ) স্বাভাবিক
- গ) পূর্ণসংখ্যা
- ক) অমূলদ
45. Gitanjali of Rabindranath Tagore was translated by. (বিষয়: ইংরেজি ভাষা ও সাহিত্য)
- ঘ) John Keats
- ক) Planto
- গ) Robert Frost
- খ) W. B. Yeats
46. সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়? (বিষয়: বাংলা সাহিত্য)
- খ) পাবনা
- ঘ) কুষ্টিয়া
- গ) ফেনী
- ক) টাঙ্গাইল
47. ১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
48. Who is the author of ‘A farewell to Arms’ (বিষয়: ইংরেজি ভাষা ও সাহিত্য)
- ক) John Milton
- খ) Plato
- ঘ) T. S. Eliot
- গ) Ernest Heming way
49. ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
- গ) ত্রিপুরা
- ক) আসাম
- ঘ) মিজোরাম
- খ) নাগাল্যান্ড
50. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? (বিষয়: বাংলা সাহিত্য)
- ঘ) নিষিদ্ধ লোবান
- ক) প্রিয়যোদ্ধা প্রিয়তম
- গ) বন্দী শিবির থেকে
- খ) নেকড়ে অরণ্য
51. কোনটি মৌলিক শব্দ (বিষয়: বাংলা ব্যাকরণ)
- গ) ধাতব
- খ) মানব
- ঘ) একাঙ্ক
- ক) গোলাপ
52. বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ- (বিষয়: বাংলা ব্যাকরণ)
- ঘ) বাগ + আড়ম্বর
- গ) বাক + অম্বর
- খ) বাগ + অম্বর
- ক) বাক্ + আড়ম্বর
53. সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকার কে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
- ঘ) আহমেদ ইমতিয়াজ বুলবুল
- খ) গাজী মাজহারুল আনোয়ার
- ক) আপেল মাহমুদ
- গ) নজরুল ইসলাম বাবু
54. He died the injury (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- খ) over
- গ) by
- ক) for
- ঘ) from
55. The French refers to. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- গ) The French Language
- ঘ) The French Manners
- ক) The French Society
- খ) The French People
56. ‘Duck’ is the feminine gender of- (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- গ) Duck
- ঘ) Drone
- ক) Drear
- খ) Drake
57. The correct spelling is (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- ঘ) Precieve
- গ) Percive
- ক) Perceve
- খ) Perceive
58. A drowning man catches a straw (বিষয়: ইংরেজি ভাষা ও সাহিত্য)
59. ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- খ) আশ্রয়
- ক) বস্তু
- ঘ) কেনাবেচা
- গ) নির্লজ্জতা
60. I will write down the phone number I forget. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- গ) unless
- ক) in case
- ঘ) ever though
- খ) if
61. BROCHURE Means (বিষয়: ইংরেজি ভাষা ও সাহিত্য)
- গ) Bureau
- ক) Opening
- ঘ) Censor
- খ) Pamphlet
62. ০.১ এর বর্গমূল কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
- ক) ০.১
- ঘ) ০.৩১
- গ) ০.২৫
- খ) ০.০১
63. (2+x)+3=3(x+2) হলে x এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
- ক) 13
- গ)
1
2
- খ) – 13
- ঘ) – 12
64. Salt of life stands for. (বিষয়: ইংরেজি ভাষা ও সাহিত্য)
- খ) sorrows of life
- ঘ) sodium chloride
- গ) saline water
- ক) valuable things
65. প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কোনটি? (বিষয়: সাধারণ জ্ঞান)
- খ) দক্ষতাভিত্তিক
- ঘ) বয়স কাঠামো ভিত্তিক
- গ) উদ্দেশ্যভিত্তিক
- ক) যোগ্যতাভিত্তিক
66. অজানা সংখ্যাটি কত? ৪, ৬, ৯, ৬, ১৪, ৬, ? (বিষয়: গাণিতিক যুক্তি)
67. ১০% হার মুনাফায় ২০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি? (বিষয়: গাণিতিক যুক্তি)
- খ) ২৪০০ টাকা
- গ) ২২০০ টাকা
- ঘ) ২৪৪০ টাকা
- ক) ২৪২০ টাকা
68. Which one is singular? (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- ক) Agenda
- ঘ) Media
- খ) Hypothesis
- গ) Data
69. নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে? (বিষয়: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি)
- ঘ) মাইক্রোফোন
- খ) প্রিন্টার
- ক) টাচ স্ক্রীন
- গ) মাউস
70. ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
- ঘ) ১৬,৯৬,২৮,৯২১
- ক) ১৬,৯৮,২৭,৯২১
- গ) ১৬,৯৮,২৮,৯২১
- খ) ১৬,৯৮,২৫,৯২১
71. মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
- গ) মৃণাল সেন
- ঘ) হুমায়ূন আহমেদ
- খ) মোস্তফা সরয়ার ফারুকী
- ক) তারেক মাসুদ
72. বাগযন্ত্রের অংশ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
- খ) ফুসফুস
- গ) দাঁত
- ক) স্বরযন্ত্র
- ঘ) সবকটি
73. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
- ঘ) ইরান
- ক) সৌদি আরব
- খ) ইরাক
- গ) আলজেরিয়া
74. He here since christmas. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
- ক) has not
- গ) had
- খ) has
- ঘ) has not been
75. বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক ২০২৩ -এ ভূষিত (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
- ক) নূরজাহান বেগম
- খ) ড. মুহাম্মদ জাফর ইকবাল
- ঘ) সেঁজুতি সাহা
- গ) মাকসুদুল আলম