Primary Assistant Teacher Exam-2024 (3rd Phase)

Quiz – Download Version
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৪(৩য় ধাপ)
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
কুইজ মডেল – JSON লোডার
JSON ডেটা ইনপুটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লোড করা প্রশ্ন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৪(৩য় ধাপ)

প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন।

পরীক্ষার অবশিষ্ট সময়
60:00
1. বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল- (বিষয়: বাংলা সাহিত্য)
  • গ) ৪০০-৮০০ খ্রিঃ
  • ঘ) ৫০০-১০০০ খ্রিঃ
  • ক) ৭০০-১৪০০ খ্রিঃ
  • খ) ৬৫০-১২০০ খ্রিঃ
2. Identify the correct spelling: (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • গ) Equilebrium
  • ঘ) Equalibrium
  • ক) Equilibrium
  • খ) Equalbrium
3. a-3=0.2 হলে a12 এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ঘ) 526
  • গ) 625
  • ক) 525
  • খ) 125
4. 9x+9x+9x=? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • খ) 32x+1
  • গ) 27x
  • ক) 93x
  • ঘ) 3x3
5. ‘Proletariat’ শব্দটির সঠিক বাংলা কি? (বিষয়: বাংলা পরিভাষা)
  • ঘ) সাহিত্যিক
  • ক) রাজগোষ্ঠী
  • খ) বিপদাপন্ন
  • গ) সর্বহারা
6. ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিলো না? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • খ) বিচার ব্যবস্থা
  • গ) শাসনতান্ত্রিক কাঠামো
  • ঘ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
  • ক) স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
7. Rudimentary শব্দটির অর্থ কি? (বিষয়: ইংরেজি শব্দার্থ)
  • ক) বিরক্তিবোন
  • ঘ) স্বল্পভাষী
  • গ) প্রাথমিক
  • খ) হাস্যকর
8. একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ৬ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ঘ) ২৪
  • গ) ১২
  • ক) ৪৮
  • খ) ৬০
9. 0 div 0=? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • গ) ০.০
  • ঘ) ০
  • খ) অনির্ণেয়
  • ক) ১
10. ‘কাঁদো নদী কাঁদো’ এর রচয়িতা কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • গ) শহীদুল্ল কায়সার
  • ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  • ক) মুনীর চৌধুরী
  • খ) মানিক বন্দ্যোপাধ্যায়
11. যদি a+b=2, ab=1 হয় তবে a এবং b এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ঘ) 0, 2
  • খ) -1, 3
  • ক) 1, 1
  • গ) -3, -4
12. করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কর্তনের পর তিনি ২৭০০ টাকা পান। তার মাসিক বেতন কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • খ) ২৯৭০
  • ঘ) ৩১৭০
  • ক) ৩০০০
  • গ) ৩০৭০
13. ‘ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত’- এ উদ্ধৃতিটি কার? (বিষয়: বাংলা সাহিত্য)
  • গ) শামসুর রাহমান
  • ক) সুভাষ মুখোপাধ্যায়
  • খ) দ্বিজেন্দ্রলাল রায়
  • ঘ) কামিনী রায়
14. Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • গ) ভারত
  • ক) শ্রীলঙ্কা
  • ঘ) বাংলাদেশ
  • খ) পাকিস্তান
15. ‘Open the door’ (Make it passive) (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • গ) Let the door open
  • খ) Let the door opened
  • ঘ) The door is opened
  • ক) Let the door be opened
16. ‘বিবর’ শব্দের অর্থ কি? (বিষয়: বাংলা শব্দার্থ)
  • খ) বরহীনা
  • গ) বরহীন
  • ক) চুড়া
  • ঘ) গহ্বর
17. Call name indicates (বিষয়: ইংরেজি বাগধারা)
  • ঘ) Calling Bell
  • খ) Speaking
  • ক) Calling
  • গ) Rebuking
18. Forgery শব্দের বাংলা পরিভাষা কি? (বিষয়: বাংলা পরিভাষা)
  • গ) বাজেয়াপ্ত
  • খ) তছরুপ
  • ক) জালিয়াতি
  • ঘ) পূর্বাভাস
19. The Poet of Beauty is- (বিষয়: ইংরেজি সাহিত্য)
  • ক) Milton
  • ঘ) Keats
  • গ) Wordsworth
  • খ) Eliot
20. ‘I will do it tomorrow’- এ বাক্যে Tomorrow কোন Parts of Speech? (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ঘ) Verb
  • গ) Noun
  • ক) Adverb
  • খ) Adjective
21. ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • খ) ৬৫০ টাকা
  • ঘ) ৬০০ টাকা
  • ক) ৪৫০ টাকা
  • গ) ৫০০ টাকা
22. তোরাবোরা পাহাড় অবস্থিত কোন দেশে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) সৌদি আরব
  • খ) তুরস্ক
  • গ) আফগানিস্তান
  • ঘ) শ্রীলঙ্কা
23. Either he or his friends done it. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) is
  • গ) has
  • খ) are
  • ঘ) have
24. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে- (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • গ) দাঁড়ি
  • খ) কমা
  • ঘ) সেমিকোলন
  • ক) কোলন
25. He was dressed a black suit. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • গ) by
  • ঘ) for
  • খ) in
  • ক) with
26. Bangladesh was in 1971. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ঘ) Liberation
  • খ) Liberate
  • গ) Liberating
  • ক) Liberated
27. Time after twilight and before night (বিষয়: ইংরেজি শব্দার্থ)
  • গ) Moonlite
  • ক) Dawn
  • ঘ) Midnight
  • খ) Dusk
28. ‘বাংলাদেশ’ কবিতাটি কার লেখা? (বিষয়: বাংলা সাহিত্য)
  • গ) শামসুর রাহমান
  • খ) আহসান হাবীব
  • ক) ফররুখ আহমদ
  • ঘ) অমিয় চক্রবর্তী
29. একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড় ৮০০ থেকে তত ছোট। সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ঘ) ৬৩০
  • খ) ৬৭৫
  • ক) ৬৫৫
  • গ) ৬৮০
30. ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • খ) আসাম, মেঘালয়
  • ঘ) মেঘালয়, মিজোরাম
  • ক) মিজোরাম, ত্রিপুরা
  • গ) অরুণাচল, মণিপুর
31.
\frac{ 2 }{ 6 +2}=t?
(বিষয়: গাণিতিক যুক্তি)
  • ঘ) 3- 2
  • খ) 3 +2
  • গ) 3 + 2
  • ক) 3 2
32. ‘চোরাবালি’ কাব্যগ্রন্থটি কার লেখা? (বিষয়: বাংলা সাহিত্য)
  • খ) প্যারীচাঁদ মিত্র
  • গ) মানিক বন্দ্যোপাধ্যায়
  • ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
  • ক) বিষ্ণু দে
33. ‘সোনালি কাবিন’ কাব্যের রচয়িতা কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) শক্তি চট্টোপাধ্যায়
  • ঘ) হুমায়ুন আজাদ
  • গ) আল মাহমুদ
  • খ) হাসান হাফিজুর রহমান
34. Have you ever been Dhaka? (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • গ) on
  • ঘ) at
  • ক) to
  • খ) in
35. কোনটি Abstract Noun? (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • খ) In human
  • ঘ) Human
  • গ) Humanity
  • ক) Humane
36. What kind of noun is ‘Infant’? (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • গ) Proper
  • খ) Material
  • ক) Collective
  • ঘ) Common
37. জাতিসংঘের সংস্থা IPCC এর পূর্ণরূপ কোনটি? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ঘ) International Public Committee for Climate Change
  • গ) Intragovernmental Panel on Climate Change
  • খ) Intergovernmental Panel on Climate Change
  • ক) International Panel on Climate Change
38. মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ- (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ঘ) মনঃ + হর
  • খ) মন + অহর
  • গ) মন + র
  • ক) ২|(র)+২৫১
39. কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ঘ) ১০০
  • খ) ৩০০০
  • গ) ২৫০
  • ক) ২০০
40. ‘মুজিববর্ষ’ কোন সমাস? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • খ) দ্বিগু সমাস
  • ঘ) অব্যয়ীভাব সমাস
  • ক) দ্বন্দ্ব সমাস
  • গ) কর্মধারয় সমাস
41. Which sentence is correct? (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) He needs not go
  • গ) He do not need to go
  • ঘ) He does not need go
  • খ) He need not go
42. বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ৪ এপ্রিল
  • খ) ১ এপ্রিল
  • গ) ২ এপ্রিল
  • ঘ) ৩ এপ্রিল
43. ‘চাঁদ দেখা যাচ্ছে’- এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ঘ) কর্মবাচ্য
  • ক) ভাববাচ্য
  • গ) কর্তৃবাচ্য
  • খ) কর্মকর্তৃবাচ্য
44. একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১০%
  • খ) ২৪%
  • ঘ) ৪৪%
  • গ) ২০%
45. ‘জরা’ এর বিপরীতার্থক শব্দ- (বিষয়: বাংলা শব্দার্থ)
  • খ) মৃত্যু
  • ক) জীবন
  • গ) যৌবন
  • ঘ) পতিত
46. An adverb does not modify? (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • খ) Adverb
  • ঘ) Adjective
  • ক) Verb
  • গ) Noun
47. ব্যায়ামে শরীর ভালো থাকে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • খ) অধিকরণে ৭মী
  • ঘ) কর্মে ৭মী
  • গ) করণে ৭মী
  • ক) অপাদানে ৭মী
48. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • খ) ১৪
  • ঘ) ১০
  • ক) ১২
  • গ) ১৬
49. ‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ঘ) ভবিতব্য
  • ক) বক্তব্য
  • খ) উক্ত
  • গ) বাক্য
50. ‘বাংলা সাহিত্যের কথা’ কার রচিত? (বিষয়: বাংলা সাহিত্য)
  • গ) ডঃ হুমায়ুন আহমেদ
  • খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • ক) ডঃ সুকুমার সেন
  • ঘ) ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
51. The synonym of ‘Outset’ is- (বিষয়: ইংরেজি শব্দার্থ)
  • ঘ) Outside
  • গ) Lost
  • খ) Fall
  • ক) Beginning
52. বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ঘ) ২২টি
  • ক) ২০টি
  • গ) ১৮টি
  • খ) ২১টি
53. Indefinite Pronoun এর উদাহরণ কোনটি? (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ঘ) We
  • খ) Who
  • গ) Mine
  • ক) Several
54. Sapling শব্দের অর্থ কি? (বিষয়: ইংরেজি শব্দার্থ)
  • গ) ঔষধ
  • ক) আদর করা
  • ঘ) নমুনা
  • খ) চারাগাছ
55. একটি গাড়ির চাকা যদি মিনিটে ৯০ বার ঘোরে, ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ঘ) 290circ
  • খ) 540circ
  • ক) 660circ
  • গ) 1800circ
56. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • খ) ৩৯
  • ক) ৪২
  • ঘ) ৪১
  • গ) ৪০
57. কোন সংখ্যার ১২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২৩ অংশ হবে। সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • খ) ৩৬
  • গ) ৩৫
  • ঘ) ৫৩
  • ক) ৬৩
58. ‘কুসুম্বা’ মসজিদ কোথায় অবস্থিত? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) ঢাকার লালবাগে
  • ঘ) বাগেরহাট জেলায়
  • খ) নওগাঁ জেলা
  • গ) পুরনো ঢাকায়
59. ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? (বিষয়: সাধারণ বিজ্ঞান)
  • ক) ৩৬.৮৭
  • ঘ) ৩৭.৭৮
  • গ) ৩৬.৭৮
  • খ) ৩৭.৮৭
60. মালদ্বীপের প্রধান ভাষা কোনটি? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • গ) আরবী
  • খ) মালয়
  • ঘ) হিন্দি
  • ক) দিভেহী
61. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ঘ) ১০টি
  • ক) ১২টি
  • খ) ৮টি
  • গ) ৬টি
62. কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • খ) ওয়ারেন হেস্টিংস
  • ঘ) লর্ড কর্ণওয়ালিস
  • ক) লর্ড মাউন্ট ব্যাটেন
  • গ) লর্ড বেন্টিংক
63. দুটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৩৩
  • গ) ২২
  • খ) ২৮
  • ঘ) ৪২
64. শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • খ) রাঢ়
  • গ) পাল
  • ঘ) চন্দ্র
  • ক) দেব
65. Which Sentence is correct? (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) One of my friend been sick
  • ঘ) One of my friends are sick
  • গ) One of my friend is sick
  • খ) One of my friends is sick
66. ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে আগত? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ঘ) উর্দু
  • খ) ফার্সী
  • ক) তুর্কী
  • গ) হিন্দি
67. আন্দামান ও নিকোবর দ্বীপ পুঞ্জের রাজধানী কোনটি? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • গ) পুদুচেরি
  • খ) সিকিম
  • ঘ) দাদরা
  • ক) পোর্ট ব্লেয়ার
68. ‘ষড়ঋতু’ কোন সমাস? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • গ) দ্বন্দ্ব
  • ক) বহুব্রীহি
  • ঘ) কর্মধারয়
  • খ) দ্বিগু
69. ১৬ কোটির ১% কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ঘ) ১৬ হাজার
  • ক) ২০ হাজার
  • খ) ১ কোটি ৬০ লক্ষ
  • গ) ১৬ লক্ষ
70. রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) রমিউলাস অগাস্টাস
  • গ) রাজা রোমিউলাস
  • খ) জুপিটার
  • ঘ) অগাস্টাস সিজার
71. ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পরিচালক কে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • গ) জহির রায়হান
  • ঘ) আব্দুল জব্বার খান
  • খ) খান আতাউর রহমান
  • ক) শেখ নিয়ামত আলী
72. ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • গ) প্লেটো ও এরিস্টটল
  • ক) সেক্সপিয়ার ও ভলতেয়ার
  • ঘ) সেক্সপিয়ার ও ইলিয়ট
  • খ) রুশো ও ভলতেয়ার
73. একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কি. মি. পথ অতিক্রম করে। চাকার পরিধি কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ঘ) ১৫ মিটার
  • গ) ১০ মিটার
  • ক) ২০ মিটার
  • খ) ৫ মিটার
74. বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ঘ) ৩ বছর
  • খ) ৮ বছর
  • ক) ৪ বছর
  • গ) ৫ বছর
75. ১২৫ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • গ) ৬
  • ক) ৩
  • ঘ) ২
  • খ) ৫

Similar Posts

  • Primary Assistant Teacher Exam 2024 (2nd Phase)

    Quiz – Download Version প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৪ (২য় ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy কুইজ মডেল – JSON লোডার JSON ডেটা ইনপুটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লোড করা প্রশ্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৪ (২য় ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে…

  • |

    Primary Assistant Teacher Recruitment Exam- 2015 (3rd Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৫ (৩য় ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৫ (৩য় ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. “সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে” বাক্যটির সঠিক ইংরেজি কোনটি? (বিষয়:…

  • |

    Primary Assistant Teacher Exam 2024 (1st Phase)

    Quiz – Download Version Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy Quiz কুইজ মডেল – JSON লোডার JSON ডেটা ইনপুটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লোড করা প্রশ্ন Foyez Academy প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। 📄 সম্পূর্ণ প্রশ্নব্যাংক ডাউনলোড পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ইসরাইলের…

  • |

    Primary Assistant Teacher Exam- 2019 (2nd Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (২য় ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (২য় ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কুইজটিতে মোট 78 প্রশ্ন রয়েছে। সময়: 59 মিনিট পরীক্ষার অবশিষ্ট সময় 59:00 1. The Countable form of ‘laughter’ is – (বিষয়: ইংরেজি ব্যাকরণ…

  • |

    Pre-primary Assistant Teacher Recruitment Exam- 2014 (gama)

    প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (গামা) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (গামা) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 58:00 1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “কৃষ্ণকান্তের উইল” উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম- (বিষয়: বাংলা সাহিত্য) গ)…

  • |

    Primary Assistant Teacher Recruitment Exam-2015 (1st Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৫ (১ম ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৫ (১ম ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ) ক) বর্ণ খ) ধ্বনি গ) অক্ষর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *