|

Primary Assistant Teacher Recruitment Exam 2015 (2nd Phase)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৫ (২য় ধাপ)
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৫ (২য় ধাপ)

প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন।

পরীক্ষার অবশিষ্ট সময়
60:00
1. বিকৃত শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর। (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) বিকার + ই
  • খ) বি + কৃত
2. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) বাক্য প্রকরণ
  • খ) রূপতত্ত্ব
  • গ) ধ্বনিতত্ত্ব
  • ঘ) পদক্রম
3. কোনটি খাঁটি বাংলা উপসর্গ? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) গরমিল
  • খ) আভাস
  • গ) অজানা
  • ঘ) বেমালুম
4. সূর্য এর সমার্থক প্রতিশব্দ (বিষয়: বাংলা)
  • ক) ধরিত্রী
  • খ) হিরণ
  • গ) দ্যুলোক
  • ঘ) মিহির
5. কোন বাক্যটি শুদ্ধ? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) তাহার জীবন সংশয়ময়
  • খ) তাহার জীবন সংশয়ভরা
  • গ) তাহার জীবন সংশয়পূর্ণ
  • ঘ) তাহার জীবন সংশয়াপূর্ণ
6. পঞ্চম স্বর-এর অর্থ কী? (বিষয়: বাংলা)
  • ক) কোকিলের সুরলহরী
  • খ) পায়ের পাতা
  • গ) দেবতার আরাধনা
  • ঘ) পল্লব
7. ‘ব্যর্থ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো- (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) ব্যা + অর্থ
  • খ) বি + অর্থ
  • গ) ব্য + অর্থ
  • ঘ) বি + আর্থ
8. কোন দুটি মূল স্বরধ্বনি নয়? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) ই, ঔ
  • খ) ঐ, অ
  • গ) আ, ঔ
  • ঘ) ঐ, ঔ
9. কোনটি সঠিক? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) একাত্তরের দিনগুলি (উপন্যাস)
  • খ) গোরা (নাট্যগ্রন্থ)
  • গ) বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
  • ঘ) পথের দাবী (উপন্যাস)
10. নিচের কোন শব্দে ‘ণ’-এর ভুল প্রয়োগ রয়েছে? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) গণ
  • খ) মাণিক্য
  • গ) চাণক্য
  • ঘ) ক্রন্দণ
11. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’ – বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণির অব্যয়? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) অনুকার
  • খ) পদান্বয়ী
  • গ) সমন্বয়ী
  • ঘ) অনন্বয়ী
12. বিদিত শব্দটির বিপরীত শব্দ কোনটি? (বিষয়: বাংলা)
  • ক) গৃহীত
  • খ) অজ্ঞাত
  • গ) বিসর্জন
  • ঘ) বিদীর্ণ
13. ‘জায়া ও পতি’ সমাস করলে কি হয়? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) পতি-পত্নী
  • খ) স্বামী-স্ত্রী
  • গ) জায়া-পতি
  • ঘ) দম্পতি
14. মান্দারিন কোন দেশের ভাষা? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) ভিয়েতনাম
  • খ) চীন
  • গ) থাইল্যান্ড
  • ঘ) জাপান
15. ‘মৃন্ময়’ শব্দের সন্ধি বিচ্ছেদ – (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) মৃৎ + ময়
  • খ) মৃন্ + ময়
  • গ) মৃত + ময়
16. ‘সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি’-কোন কবি এ কথা বলেছিলেন? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) কামিনী রায়
  • খ) বুদ্ধদেব বসু
  • গ) সুকান্ত ভট্টাচার্য
  • ঘ) জীবনানন্দ দাশ
17. ‘The spirit of Islam’ বইটির লেখক কে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) মীর মোশররফ হোসেন
  • খ) সৈয়দ মঞ্জুরুল ইসলাম
  • গ) হাজী শরীয়তুল্লাহ
  • ঘ) সৈয়দ আমীর আলী
18. দম্পতি কোন সমাস? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) অব্যয়ীভাব
  • খ) কর্মধারয়
  • গ) তৎপুরুষ
  • ঘ) দ্বন্দ্ব
19. ‘একাদশে বৃহস্পতি’-এর অর্থ কী? (বিষয়: বাংলা)
  • ক) আশার কথা
  • খ) আনন্দের বিষয়
  • গ) সৌভাগ্যের বিষয়
  • ঘ) মজা পাওয়া
20. ঠাকুর পরিবারের আসল পদবি ছিল – (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) শাস্ত্রী
  • খ) ঘোষ
  • গ) কুশারী
  • ঘ) মুখোপাধ্যায়
21. Choose the correct passive voice: His behaviour worried us. (বিষয়: ইংরেজি)
  • ক) We are worried with his behaviour.
  • খ) We were worried by his behaviour.
  • গ) We were worried about his behaviour.
  • ঘ) We have been worried by his behaviour.
22. The verb succumb means (বিষয়: ইংরেজি)
  • ক) conquer
  • খ) achieve
  • গ) win
  • ঘ) submit
23. ‘অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়’ কোনটি সঠিক অনুবাদ? (বিষয়: ইংরেজি)
  • ক) Death is more better than dishonour.
  • খ) Death is preferable than dishonour.
  • গ) Death is preferable to dishonour.
  • ঘ) Death is more preferable to dishonour.
24. Lunar eclipse occurs on – (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) A new moon day
  • খ) A moonless day
  • গ) A half moon day
  • ঘ) A full moon day
25. The appropriate meaning of the word ‘Diversity’ is – (বিষয়: ইংরেজি)
  • ক) Unity
  • খ) Uniformity
  • গ) Security
  • ঘ) Variety
26. ‘A beggar must not be a chooser’ – এ বাক্যের যথার্থ অনুবাদ- (বিষয়: ইংরেজি)
  • ক) ভিক্ষার চাল মোটা
  • খ) ভিক্ষার চাল মোটা আর সরু
  • গ) ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
  • ঘ) ভিক্ষার চাল সরু
27. The synonym of ‘Futile’ is – (বিষয়: ইংরেজি)
  • ক) Trifling
  • খ) Vain
  • গ) Useless
  • ঘ) Fruitless
28. Who wrote the book ‘Paradise Regained’? (বিষয়: ইংরেজি সাহিত্য)
  • ক) John Keats
  • খ) William Blake
  • গ) P. B. Shelley
  • ঘ) John Milton
29. He requested that he might be allowed to come in. Which of the following is the correct direct speech? (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) He asked, “Let me allow to come in.”
  • খ) He said, “Let me to come in.”
  • গ) He said, “May I come in.”
  • ঘ) He requested me, “Let him allowed to come in.”
30. Choose the word that replaces best the underlined word in the sentence. Colonialism has **engendered** diverse effects around the world. (বিষয়: ইংরেজি)
  • ক) paralysed
  • খ) entrusted
  • গ) betrayed
  • ঘ) caused
31. Who is the writer of ‘Treasure Island’? (বিষয়: ইংরেজি সাহিত্য)
  • ক) J. Milton
  • খ) Byron
  • গ) Homer
  • ঘ) Stevenson
32. Which of the following sentences is correct? (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) The rich is not always happy.
  • খ) The riches is not always happy.
  • গ) The rich did not happy always.
  • ঘ) The rich are not always happy.
33. The \right Bangla Translation of He came off with flying colours. (বিষয়: ইংরেজি)
  • ক) বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসেছিলেন।
  • খ) তিনি রং ছিটাতে এসেছিল।
  • গ) তিনি উড়ন্ত রং নিয়ে এসেছিলেন।
  • ঘ) তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন।
34. Change the narration: He said to me, “Let us go home together.” (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) He urged me to go home with him.
  • খ) He proposed to me to go home together.
  • গ) He asked me to go home together.
  • ঘ) He proposed to me that we should go home together.
35. Fill in the blanks: His illness is a mere pretext **_** his absence. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) of
  • খ) with
  • গ) to
  • ঘ) for
36. Identify the correct passive form of ‘He is going to open a shop.’ (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) A shop is being gone opened by him.
  • খ) He is being gone to open a shop.
  • গ) A shop will be opened by him.
  • ঘ) A shop is going to be opened by him.
37. What is catastrophe? (বিষয়: ইংরেজি সাহিত্য)
  • ক) The comic and tragic end of the play
  • খ) None of the above
  • গ) The comical end of dramatic events
  • ঘ) The tragic end of dramatic events
38. Fill in the blank: He is quite **_** in dealing with people. (বিষয়: ইংরেজি)
  • ক) impotent
  • খ) imprudent
  • গ) unstable
  • ঘ) diplomatic
39. What is the masculine form of Bee? (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) Stag
  • খ) Hart
  • গ) Colt
  • ঘ) Drone
40. Fill in the blanks: I cannot stoop **_** meanness. (বিষয়: ইংরেজি ব্যাকরণ)
  • ক) with
  • খ) of
  • গ) for
  • ঘ) to
41. Synonym of ‘defraud’ – (বিষয়: ইংরেজি)
  • ক) debunk
  • খ) defray
  • গ) fraudulently
  • ঘ) none of them
42. কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫-এর বর্গ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ২৫
  • খ) ১৬
  • গ) ৪৯
  • ঘ) ৩৬
43. বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদাসলে দ্বিগুণ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৯ বছর
  • খ) ১১ বছর
  • গ) ১০ বছর
  • ঘ) ১২ বছর
44. দুইটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১৩০
  • খ) ১১০
  • গ) কোনোটিই নয়
  • ঘ) ১৫০
45. একটি ফুটবলের ব্যাস ১০ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৩১.৪১৬ বর্গ ইঞ্চি
  • খ) ৭৮.৫৪ ইঞ্চি
  • গ) ৩১৪.১৬ ঘন ইঞ্চি
  • ঘ) ৫২৩.৬০ ঘন ইঞ্চি
46. 4, 6, 7 এবং x এর গড় মান 5.5 হলে x-এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৬.৮
  • খ) ৭.৫
  • গ) ৫.০
  • ঘ) ৬.৫
47. অতিভুজের বিপরীত থাকে – (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) সরলকোণ
  • খ) সূক্ষ্মকোণ
  • গ) সমকোণ
  • ঘ) স্থূলকোণ
48. ৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে ৪ দিনে, ১২ জন শ্রমিক ঐ পরিমাণ টাকা আয় করবে কত দিনে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৪ দিন
  • খ) ৬ দিন
  • গ) ৫ দিন
  • ঘ) ৩ দিন
49. ab = 4, a+2b=12 হলে a-এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১২
  • খ) ১৬
  • গ) ৪
  • ঘ) ৮
50. 2, 7, 5, 4, 610 সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৫.৫০
  • খ) ৫.৬৭
  • গ) ৪
  • ঘ) প্রচুরক নেই
51. দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২। ছোট সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৯
  • খ) ৬
  • গ) কোনটিই নয়
  • ঘ) ৮
52. নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় ২০% লাভে একটি জিনিস বিক্রয় করে, যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৩০০ টাকা
  • খ) ১২০ টাকা
  • গ) ১৪৪ টাকা
  • ঘ) ২৮৮ টাকা
53. একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১২৫০ টাকা
  • খ) ১৪০০ টাকা
  • গ) ১৬০০ টাকা
  • ঘ) ১৫০০ টাকা
54. যদি a : b=3:2 এবং b : c=7:6 হয়, তবে c : a কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) 2:6
  • খ) 3:7
  • গ) 4:7
  • ঘ) 2:7
55. নিচের কোনটি মৌলিক সংখ্যা? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৬৩
  • খ) ৭২
  • গ) কোনোটিই নয়
  • ঘ) ৮৭
56. একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ২৭ জন
  • খ) ২০ জন
  • গ) ৩৩ জন
  • ঘ) কোনোটিই নয়
57. একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৮০
  • খ) ৯৬
  • গ) ৯০
  • ঘ) ৭২
58. অনুপাত কী? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) একটি পূর্ণসংখ্যা
  • খ) একটি বেজোড় সংখ্যা
  • গ) একটি মৌলিক সংখ্যা
  • ঘ) একটি ভগ্নাংশ
59. 1, 3, 6, 10, 15, 21 ধারাটির দ্বাদশ পদ কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৬৬
  • খ) ৫৬
  • গ) ৭৮
  • ঘ) ৬২
60. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৭.৫ ফুট হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১২.৭২৫ বর্গফুট
  • খ) ৩৬.৫০ বর্গফুট
  • গ) ৯.৩৭৫ বর্গফুট
  • ঘ) ২৮.১২৫ বর্গফুট
61. x3-1, x3+1 এবং x4+x2+1 এর ল.সা.গু. কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) (x-2)
  • খ) (x-4)
  • গ) (x-5)
  • ঘ) (x-3)
62. বাকু কোন দেশের রাজধানী? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) রাশিয়া
  • খ) লাটভিয়া
  • গ) উজবেকিস্তান
  • ঘ) আজারবাইজান
63. সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ৭ মার্চ
  • খ) ২৬ মার্চ
  • গ) ১ ডিসেম্বর
  • ঘ) ২৪ নভেম্বর
64. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহারের’ প্রতিষ্ঠাতা কে? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) রাজা বিক্রমাদিত্য
  • খ) লক্ষণ সেন
  • গ) রাজা ধর্মসেন
  • ঘ) রাজা ধর্মপাল
65. CFC কি ক্ষতি করে? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) এসিড বৃষ্টিপাত ঘটায়
  • খ) রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
  • গ) বায়ুর তাপ কমিয়ে দেয়
  • ঘ) ওজন স্তর ধ্বংস করে
66. ASCII-এর পূর্ণ নাম – (বিষয়: কম্পিউটার ও আইটি)
  • ক) American Standard code for Interchange Information
  • খ) American Stable Code for Institutional Interchange
  • গ) American Standard Case for Institutional Interchange
  • ঘ) American Standard Code for Information Interchange
67. জাতীয় ই-তথ্যকোষ উদ্বোধন করা হয় কবে? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ২১ ফেব্রুয়ারি ২০১১
  • খ) ১০ জানুয়ারি ২০১০
  • গ) ১৬ ডিসেম্বর ২০১১
  • ঘ) ২৭ ফেব্রুয়ারি ২০১১
68. গম্ভীরা গানের উৎপত্তি কোথায়? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) চাপাইনবাবগঞ্জ
  • খ) দিনাজপুর
  • গ) রংপুকুর
  • ঘ) মালদহ
69. আয়তন অনুসারে এশিয়ায় সবচেয়ে ছোট দেশ কোনটি? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) মঙ্গোলিয়া
  • খ) ওমান
  • গ) ভুটান
  • ঘ) মালদ্বীপ
70. শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) লাহোর
  • খ) আগ্রা
  • গ) দিল্লি
  • ঘ) ইয়াঙ্গুন
71. LAN কার্ডের অপর নাম কি? (বিষয়: কম্পিউটার ও আইটি)
  • ক) Internet Card
  • খ) Modem
  • গ) Net Connector
  • ঘ) Network Interface Card
72. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) জাতীয় জাদুঘর
  • খ) মুক্তিযোদ্ধা জাদুঘর
  • গ) বরেন্দ্র জাদুঘর
  • ঘ) সোনারগাঁ জাদুঘর
73. অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) প্রধানমন্ত্রী
  • খ) স্পিকার
  • গ) প্রধান বিচারপতি
  • ঘ) রাষ্ট্রপতি
74. মুক্তা হল ঝিনুকের– (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) খোলসের টুকরা
  • খ) জমাট হরমোন
  • গ) চোখের মণি
  • ঘ) প্রদাহের ফল
75. সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) লিওনার্দ দ্যা ভিঞ্চি
  • খ) ভিনসেট ভ্যানগগ
  • গ) পাবলো পিকাসো
  • ঘ) মাইকেল এঞ্জালো
76. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
  • খ) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
  • গ) প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ঘ) কোনটিই নয়
77. কোন শহরের উপনাম বিগ অ্যাপেল? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) মস্কো
  • খ) ওয়েলিংটন
  • গ) নিউ ইয়র্ক
  • ঘ) ক্যানবেরা
78. কোন রাষ্ট্রটি গ্রুপ অব সেভেন এর সদস্য নয়? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) কানাডা
  • খ) জাপান
  • গ) ইতালি
  • ঘ) ভারত
79. সংগীত শিল্পী আব্বাসউদ্দিন আহমদ কত সালে জন্মগ্রহণ করেন? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ১৯১০
  • খ) ১৯১৭
  • গ) ১৮৮৯
  • ঘ) ১৯০১
80. লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) হাইগ্যান, ১৯৬১
  • খ) রাদারফোর্ড, ১৯১৯
  • গ) বোর, ১৯৬৩
  • ঘ) মাইম্যান, ১৯৬০

Similar Posts

  • |

    Primary Assistant Teacher Recruitment Exam- 2018 (2nd Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (১৪ জেলা) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (১৪ জেলা) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো? (বিষয়: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ)…

  • |

    Primary Assistant Teacher Exam-2022 (3rd Phase)

    প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ (৩য় ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ (৩য় ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কুইজটিতে মোট 80 প্রশ্ন রয়েছে। সময়: 60 মিনিট পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. S∈ is to confess as fault is to (বিষয়: ইংরেজি শব্দার্থ ও…

  • |

    Primary Assistent Teacher Recruitment Exam- 2018 (1st Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (১ম ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (১ম ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. “নীল লোহিত” কার ছদ্মনাম? (বিষয়: বাংলা সাহিত্য) ক) সমরেশ মজুমদার খ)…

  • |

    Primary Assistant Teacher Recruitment Exam-2015 (4th Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৫ (৪র্থ ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৫ (৪র্থ ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. “না” কোন জাতীয় শব্দ? (বিষয়: বাংলা ব্যাকরণ) ক) ক্রিয়া খ) বিশেষণ…

  • |

    Pre-primary Assistant Teacher Recruitment Exam- 2014 (gama)

    প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (গামা) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (গামা) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 58:00 1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “কৃষ্ণকান্তের উইল” উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম- (বিষয়: বাংলা সাহিত্য) গ)…

  • |

    Primary Assistant Teacher Recruitment Exam- 2014 (Alfa)

    প্রাথমিক নিয়োগ পরীক্ষা নিয়োগ পরীক্ষা-২০১৪ (আলফা) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক নিয়োগ পরীক্ষা নিয়োগ পরীক্ষা-২০১৪ (আলফা) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. “বাগাড়ম্বর” শব্দের সন্ধি-বিচ্ছেদ- (বিষয়: বাংলা ব্যাকরণ) ক) বাগ + আম্বর খ) বাক্ + আড়ম্বর গ)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *