42. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ৭০
খ) ৯০
গ) ১০০
ঘ) ৮০
❌ ভুল উত্তর। সঠিক উত্তরটি হলো: গ) ১০০
ব্যাখ্যা: ধরি, ক্রমিক সংখ্যা দুটি x এবং x+1। (x+1)^2 – x2 = 199 implies x2 + 2x + 1 – x2 = 199 implies 2x = 198 implies x = 99। বড় সংখ্যাটি: x+1 = 100।
43. ৮, ১১, ১৭, ২৯, ৫৩ পরবর্তী সংখ্যাটি কত?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ৫৯
খ) ৭৫
গ) ১০১
ঘ) ১০২
❌ ভুল উত্তর। সঠিক উত্তরটি হলো: গ) ১০১
ব্যাখ্যা: ধারার পার্থক্যগুলো লক্ষ্য করুন: 11-8=3 17-11=6 29-17=12 53-29=24 পার্থক্যগুলো দ্বিগুণ (Double) হচ্ছে। পরবর্তী পার্থক্য হবে 24×2 = 48। পরবর্তী সংখ্যা: 53 + 48 = 101।
44. a+b=5 এবং ab=3 হলে, a2+b2 এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ৫
খ) ৩
গ) ৪
ঘ) ২
45. যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলে?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) রম্বস
খ) ট্রাপিজিয়াম
গ) আয়তক্ষেত্র
ঘ) সামান্তরিক
46. ২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) স্থূলকোণ
খ) পূরক কোণ
গ) সূক্ষ্মকোণ
ঘ) প্রবৃদ্ধকোণ
47. ৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ১২%
খ) ১৭%
গ) ৫%
ঘ) ১০%
48. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ৯ বছর
খ) ১৫ বছর
গ) ১৪ বছর
ঘ) ১৮ বছর
49. এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ২০,০০০
খ) ৩০,০০০
গ) ২২,৫০০
ঘ) ২৫,০০০
50. অনুপাত কী?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) একটি মৌলিক সংখ্যা
খ) একটি ভগ্নাংশ
গ) একটি পূর্ণ সংখ্যা
ঘ) একটি জোড় সংখ্যা
51. ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ক একা কাজটি ২০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ৪০ দিনে
খ) ৩৫ দিনে
গ) ৩০ দিনে
ঘ) ২৫ দিনে
52. কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করে। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করল?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ১২%
খ) ১৫%
গ) ১১%
ঘ) ১০%
53. দুইটি সংখ্যার অনুপাত ৩০৪৪ এবং তাদের ল.সা.গু ১৮০। সংখ্যা দুটি কী কী?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ৭০, ৬০
খ) ৪৫, ৬০
গ) ৫০, ৪০
ঘ) ৬০, ৫০
54. একটি জিনিস ২৫ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হলো, জিনিসটির ক্রয়মূল্য কত?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ১৮ টাকা
খ) ২০ টাকা
গ) ১৫ টাকা
ঘ) ১৭.৫০ টাকা
55. ১৬.৫ এর ১.৩% কত?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ২.১৪৫
খ) ০.০২১৪৫
গ) ২১.৪৫
ঘ) ০.২১৪৫
56. (0.8×0.08×0.08)0.08=?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ০.০০৪
খ) ০.০৪
গ) ০.৪
ঘ) কোনোটিই নয়
57. ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ২৯৮৭
খ) ২২৮৭
গ) ২১৮৭
ঘ) ৩১৪৭
58. ২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল। একই বছরের ৩১ ডিসেম্বর কী বার ছিল?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) বুধবার
খ) সোমবার
গ) শনিবার
ঘ) বৃহস্পতিবার
59. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ৪৮ মিটার
খ) ২৫৬ মিটার
গ) ৯৬ মিটার
ঘ) ১২৮ মিটার
60. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?(বিষয়: গাণিতিক যুক্তি)
ক) ৫৬
খ) ১১১৪
গ) ১৭২১
ঘ) ১২১৫
61. ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি?(বিষয়: সাধারণ জ্ঞান)
ক) বর্ধমান হাউস
খ) বড় কাটারা
গ) আহসান মঞ্জিল
ঘ) লালবাগ
62. কোন দেশ ব্রিকস গ্রুপের অন্তর্ভুক্ত নয়?(বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
ক) ভারত
খ) ব্রিটেন
গ) রাশিয়া
ঘ) দক্ষিণ আফ্রিকা
63. BARD বলতে কী বুঝায়?(বিষয়: সাধারণ জ্ঞান)
ক) Bangladesh Association for Rural Development
খ) Better Association for Rural Development
গ) Bangladesh Academy for Rural Development
ঘ) Bangladesh Advancement for Rural Development
64. ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কতটি?(বিষয়: সাধারণ জ্ঞান)
ক) ১৩০টি
খ) ১১১টি
গ) ৫১টি
ঘ) ১৬২টি
65. নিচের কোনটি Operating system নয়?(বিষয়: কম্পিউটার ও আইটি)
ক) Windows 98
খ) MS word
গ) DOS
ঘ) LINUX
66. গ্রিনিচ কোথায় অবস্থিত?(বিষয়: ভূগোল)
ক) লিডস
খ) বার্মিংহাম
গ) লন্ডন
ঘ) এডিনবরা
67. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?(বিষয়: সাধারণ জ্ঞান)
ক) ১৯৩৩
খ) ১৯২৫
গ) ১৯২১
ঘ) ১৯২৯
68. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার (মূল রূপকার বা নকশাকার) কে?(বিষয়: সাধারণ জ্ঞান)
ক) হাশেম খান
খ) হামিদুর রহমান
গ) জয়নুল আবেদিন
ঘ) কামরুল হাসান
69. পিথাগোরাসের জন্ম কোথায়?(বিষয়: সাধারণ জ্ঞান)
ক) ইরাক
খ) ফ্রান্সে
গ) ব্রিটেনে
ঘ) গ্রিসে
70. ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কী?(বিষয়: ভূগোল)
ক) রেডক্লিফ
খ) ডুরাল্ড লাইন
গ) রেডলাইন
ঘ) ম্যাকমোহন লাইন
71. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কী?(বিষয়: বিজ্ঞান)
ক) আলোর বিচ্ছুরণ
খ) দৃষ্টিবিভ্রম
গ) অপবর্তন
ঘ) বায়ুমন্ডলীয় প্রতিসরণ
72. কোনো ই-মেইল-এ CC এর অর্থ কী?(বিষয়: কম্পিউটার ও আইটি)
ক) Close Contact
খ) Carbon Copy
গ) Close Circuit
ঘ) Contact Center
73. মো. জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন?(বিষয়: সাধারণ জ্ঞান)
ক) ১৬তম
খ) ২০তম
গ) ১৮তম
ঘ) ১৯তম
74. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে?(বিষয়: সাধারণ জ্ঞান)
ক) ১৯৯৭
খ) ১৯৯৯
গ) ২০০০
ঘ) ১৯৯৮
75. কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?(বিষয়: বাংলা সাহিত্য)
ক) মৃত্যুক্ষুধা
খ) কুহেলিকা
গ) ব্যথার দান
ঘ) বাঁধনহারা
76. নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক?(বিষয়: সাধারণ জ্ঞান)
ক) গ্যারি কারেস্টেন
খ) এলান বর্ডার
গ) রিচার্ড হ্যাডলী
ঘ) নাসের হুসেইন
77. ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?(বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
ক) ব্রাজিল
খ) ইংল্যান্ড
গ) যুক্তরাষ্ট্র
ঘ) সুইজারল্যান্ড
78. GIS এর অর্থ কী?(বিষয়: কম্পিউটার ও আইটি)
ক) Geographic Information Service
খ) Global Information Service
গ) Geographic Information System
ঘ) Global Information System
79. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়?(বিষয়: সাধারণ জ্ঞান)
ব্যাখ্যা:প্রশ্নটির বানান অস্পষ্ট হলেও এটি সম্ভবত মস্তিষ্ক (মস্তকের) সাথে সম্পর্কিত অংশ জিজ্ঞেস করা হয়েছে। সেরিব্রাম (Cerebrum) হলো মস্তিষ্কের একটি প্রধান অংশ এবং সবচেয়ে বড় অংশ।
Quiz – Download Version 20তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy 20তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ‘পদ’ বলতে কী বোঝায়? (বিষয়: বাংলা ব্যাকরণ) ক) যেকোনো শব্দ খ) বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু…
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৪ (৩য় ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৪ (৩য় ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কুইজটিতে মোট 80 প্রশ্ন রয়েছে। সময়: 60 মিনিট পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ‘অবাক কাজ’-এর ইংরেজী – (বিষয়: ইংরেজি অনুবাদ) ঘ) The beautiful…
প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ (৩য় ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ (৩য় ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কুইজটিতে মোট 80 প্রশ্ন রয়েছে। সময়: 60 মিনিট পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. S∈ is to confess as fault is to (বিষয়: ইংরেজি শব্দার্থ ও…
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৪র্থ ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৪র্থ ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কুইজটিতে মোট 76 প্রশ্ন রয়েছে। সময়: 58 মিনিট পরীক্ষার অবশিষ্ট সময় 58:00 1. একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি…
Quiz – Download Version ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 118:00 1. নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? (বিষয়: ভূগোল ও পরিবেশ) ক) হিজল খ) গজারী গ) করচ…
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (৮১৬১) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (৮১৬১) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ‘প্রত্যুষ’ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। (বিষয়: বাংলা ব্যাকরণ (সন্ধি)) ক) প্রতি+উষ খ) প্রত্যু+উষ…