|

Primary Assistant Teacher Recruitment Exam- 2018 (2nd Phase)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (১৪ জেলা)
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (১৪ জেলা)

প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন।

পরীক্ষার অবশিষ্ট সময়
60:00
1. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো? (বিষয়: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ)
  • ক) ক্যাপ্টেন
  • খ) লেফটেন্যান্ট
  • গ) সিপাহী
  • ঘ) ল্যান্স নায়েক
2. গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) ব্ল্যাক সেপ্টেম্বর
  • খ) ১১১
  • গ) সুনামী
  • ঘ) ৯১১
3. URL হলো – (বিষয়: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি)
  • ক) কতগুলো network এর বিভিন্ন resources এর ঠিকানা
  • খ) Web এর বিভিন্ন documents ও অন্যান্য resources এর ঠিকানা
  • গ) একটি network এর ডোমেইন
  • ঘ) শুধুমাত্র একটি LAN এর বিভিন্ন resources এর ঠিকানা
4. জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) যুক্তরাজ্য
  • খ) রাশিয়া
  • গ) বাংলাদেশ
  • ঘ) যুক্তরাষ্ট্র
5. যদি কোনো জলীয় দ্রবন নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি – (বিষয়: বিজ্ঞান (রসায়ন))
  • ক) ক্ষারক
  • খ) ক্ষার
  • গ) অম্ল
  • ঘ) কোনটিই নয়
6. এডামস পিক তীর্থস্থানটি কোথায়? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) ইন্দোনেশিয়া
  • খ) ভিয়েতনাম
  • গ) ভারত
  • ঘ) শ্রীলঙ্কা
7. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন – (বিষয়: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ)
  • ক) সুনীল গঙ্গোপাধ্যায়
  • খ) আব্দুল হান্নান
  • গ) এম আর আখতার মুকুল
  • ঘ) আব্দুল গাফফার চৌধুরী
8. বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? (বিষয়: বিজ্ঞান ও প্রযুক্তি)
  • ক) আকাশ স্যাটেলাইট-১
  • খ) বাংলা স্যাটেলাইট-১
  • গ) বঙ্গবন্ধু স্যাটেলাইট
  • ঘ) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
9. সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে? (বিষয়: সাধারণ জ্ঞান (ইতিহাস))
  • ক) ১৮৩০
  • খ) ১৮৩৯
  • গ) ১৭২৯
  • ঘ) ১৮২৯
10. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? (বিষয়: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ)
  • ক) এ এইচ এম কামারুজ্জামান
  • খ) তাজউদ্দীন আহমেদ
  • গ) ক্যাপ্টেন এম মনসুর আলী
  • ঘ) সৈয়দ নজরুল ইসলাম
11. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? (বিষয়: বিজ্ঞান (ভূগোল ও জ্যোতির্বিদ্যা))
  • ক) মঙ্গল
  • খ) বুধ
  • গ) বৃহস্পতি
  • ঘ) শুক্র
12. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লালবৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে – (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) ১০: ১২: ১
  • খ) ৩:১:০.৫
  • গ) ৪:২:১
  • ঘ) ৫:৩:১
13. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? (বিষয়: ভূগোল)
  • ক) বসফরাস
  • খ) হরমুজ
  • গ) জিব্রাল্টার
  • ঘ) পক
14. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি – (বিষয়: বিজ্ঞান (পদার্থবিজ্ঞান))
  • ক) শূণ্যতায়
  • খ) পানি
  • গ) বাতাস
  • ঘ) লোহা
15. বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) যমুনা
  • খ) সুরমা
  • গ) মেঘনা
  • ঘ) হালদা
16. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলে? (বিষয়: বিজ্ঞান ও প্রযুক্তি)
  • ক) ইলেক্ট্রোমেডিসিন
  • খ) জায়মা প্লাজমা
  • গ) ই – ট্রিটমেন্ট
  • ঘ) টেলিমেডিসিন
17. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? (বিষয়: বিজ্ঞান (জীববিজ্ঞান))
  • ক) লালা
  • খ) পেপসিন
  • গ) হরমোন
  • ঘ) পিত্তরস
18. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয়- (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) ১৯৬১
  • খ) ১৯৫২
  • গ) ১৯৫১
  • ঘ) ১৯৫০
19. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু’ কোন দেশে অবস্থিত? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) ইতালি
  • খ) ইংল্যান্ড
  • গ) সুইডেন
  • ঘ) বেলজিয়াম
20. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি)
  • ক) সেন্টমার্টিন
  • খ) নিঝুম দ্বীপ
  • গ) ছেড়া দ্বীপ
  • ঘ) মহেশখালী
21. বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) শামসুর রহমান
  • খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ) প্রমথ চৌধুরী
  • ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
22. আগামীকালের তিনদিন পর যেদিন আসবে তা শনিবার। গতকালের দুইদিন পূর্বের দিনটি কি ছিল? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) সোমবার
  • খ) বৃহস্পতিবার
  • গ) বুধবার
  • ঘ) শনিবার
23. ‘চাষাভুষার কাব্য’ কার সাহিত্যকর্ম? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) বেগম সুফিয়া কামাল
  • খ) জীবনানন্দ দাশ
  • গ) কাজী নজরুল ইসলাম
  • ঘ) নির্মলেন্দু গুণ
24. আব্দুল্লাহ প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১৮ টাকা দরে
  • খ) ২২ টাকা দরে
  • গ) ২০ টাকা দরে
  • ঘ) ১৫ টাকা দরে
25. (a-b), (a2-ab) (a2-b2) এর ল.সা.গু. কোনটি? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) (a-b)
  • খ) a2-b2
  • গ) a(a-b)
  • ঘ) a(a2-b2)
26. একটি গাড়ি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলে। ৩ মিনিট ৩০ সেকেন্ডে উহা কত কিলোমিটার দূরে যাবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ২১০
  • খ) ২০
  • গ) ৩.৫
  • ঘ) ৩
27. কোন সংখ্যার দ্বিগুনের সাথে ও যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হয়। সংখ্যাটি নির্ণয় করুন। (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) 6
  • খ) 5
  • গ) 3
  • ঘ) 4
28. শতকরা ১ টাকা হার সুদে ১ টাকার সুদ ১ টাকা হবে কত বছরে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১০
  • খ) ১০০
  • গ) ১
  • ঘ) ১০০০
29. ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল। হাসান ঘণ্টায় ৩ মাইল বেগে এবং শাহীন ঘণ্টায় ৪ মাইল বেগে হাটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার ১ ঘণ্টা পর শাহিন রংপুর থেকে রওনা হল। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ২১
  • খ) ২০
  • গ) ২৩
  • ঘ) ২৪
30. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7 হলে ভগ্নাংশটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) 43
  • খ) 25
  • গ) 16
  • ঘ) 34
31. পরীক্ষায় ‘ক’ এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৭৮
  • খ) ৮২
  • গ) ৯০
  • ঘ) ৮৮
32. একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। একে বলে- (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) বর্গ ক্ষেত্র
  • খ) সামান্তরিক
  • গ) আয়তক্ষেত্র
  • ঘ) ট্রাপিজিয়াম
33. ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) ১৬
  • খ) ৪
  • গ) ৯
  • ঘ) ১২
34. x3+1 এবং x2-1 এর গ.সা.গু কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) x+underline{1}
  • খ) (x+1)(x-1)(x2-x+1)
  • গ) x(x-1)
  • ঘ) x-1
35. 80circ কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) 180circ
  • খ) 90circ
  • গ) 290circ
  • ঘ) 100circ
36. যদি x + 1x = 5 হয়, তবে x(x2+x+1) এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) 14
  • খ) 17
  • গ) 15
  • ঘ) 16
37. a+1a=3 হলে a2+1a2= (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) 9
  • খ) 13
  • গ) 11
  • ঘ) 7
38. কোন স্থানে যত লোক আছে তত ৫ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১২৫
  • খ) ৫৫
  • গ) ২৫
  • ঘ) কোনোটিই নয়
39. একটি রাস্তার পাশে এক সারিতে ১৫ টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ১৫০
  • খ) ১২০
  • গ) ১০৯
  • ঘ) ১৪০
40. একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান ৮৭ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) ৮৮
  • খ) ৮৬
  • গ) ৮৭
  • ঘ) ৮৯
41. নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? (বিষয়: গাণিতিক যুক্তি)
  • ক) 13
  • খ) 36
  • গ) 27
  • ঘ) 521
42. x4+x2+1 এর একটি উৎপাদক x2+x+1 হলে অপর উৎপাদকটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ঘ) x2+x+1
  • খ) x3+1
  • গ) x+1
  • ক) x2-x+1
43. A reward has been announced for the employees who hard. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Right Form of Verbs))
  • গ) have had worked
  • খ) will be worked
  • ক) has worked
  • ঘ) have worked
44. What is the synonym of ‘Diligent’? (বিষয়: ইংরেজি (Vocabulary – Synonym))
  • ঘ) Intelligent
  • ক) Lazy
  • গ) Clever
  • খ) Industrious
45. What is the antonym of ‘Disdain’? (বিষয়: ইংরেজি (Vocabulary – Antonym))
  • ক) Hate
  • ঘ) Respect
  • খ) Admire
  • গ) Dislike
46. The word ‘Lunatic’ is most closely related to: (বিষয়: ইংরেজি (Vocabulary))
  • ঘ) Night
  • ক) Moon
  • খ) Day
  • গ) Day
47. In which sentence is the word ‘walk’ used as a Noun? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Parts of Speech))
  • খ) We will walk.
  • ঘ) Give me a walk.
  • ক) I walk to school.
  • গ) We walk fast.
48. The word ‘Homogeneous’ is synonymous with: (বিষয়: ইংরেজি (Vocabulary – Synonym))
  • খ) Different
  • ক) Disorganized
  • গ) Similar
  • ঘ) Same
49. A rolling stone gathers no moss. Here ‘rolling’ is a . (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Participle))
  • ক) Gerund
  • ঘ) Participle
  • খ) Preposition
  • গ) Noun
50. The mother was anxious the safety of her son. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Appropriate Preposition))
  • গ) about
  • ক) for
  • ঘ) at
  • খ) on
51. ‘The day is spent.’ This is an example of Voice. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Voice))
  • গ) Both Active and Passive
  • খ) Passive Voice
  • ক) Active Voice
  • ঘ) None
52. When a person has a feeling that he must achieve something, he is about it. (বিষয়: ইংরেজি (Vocabulary))
  • খ) Hopeful
  • ক) Determined
  • ঘ) Worried
  • গ) Ambitious
53. The phrase ‘out and out’ means . (বিষয়: ইংরেজি (Idiom & Phrase))
  • খ) Thoroughly
  • ঘ) Not at all
  • ক) All the time
  • গ) Completely
54. I have read the book you gave me. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Relative Pronoun))
  • ঘ) who
  • গ) which
  • ক) that
  • খ) what
55. The plural form of the word ‘sheep’ is . (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Number))
  • ঘ) None
  • খ) sheep
  • গ) sheepes
  • ক) sheeps
56. Which one is correct? (বিষয়: ইংরেজি (Right usage of words))
  • ক) The man is died
  • ঘ) None
  • খ) The man is dying
  • গ) The man is dead
57. The word ‘Subsequent’ is synonymous with . (বিষয়: ইংরেজি (Vocabulary – Synonym))
  • খ) Prior
  • ক) Consecutive
  • গ) Later
  • ঘ) None
58. Which one is correctly spelled? (বিষয়: ইংরেজি (Spelling))
  • ঘ) Acquaintance
  • গ) Acquaintence
  • ক) Acquaintence
  • খ) Acquaintance
59. ‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?’- ‘ডরাই’ কোন ধাতু? (বিষয়: বাংলা ব্যাকরণ (ধাতু))
  • খ) সংযোগমূলক ধাতু
  • ক) প্রযোজক ধাতু
  • গ) নাম ধাতু
  • ঘ) মৌলিক ধাতু
60. ‘যা সহজে অতিক্রম করা যায় না’- বাক্যটির সংকোচন কি? (বিষয়: বাংলা ব্যাকরণ (এক কথায় প্রকাশ))
  • খ) দূরারোহ
  • গ) দূরদৃষ্ট
  • ঘ) দূরদর্শী
  • ক) দূরতিক্রম্য
61. ‘হিম + আলয়’- সন্ধিটি কি? (বিষয়: বাংলা ব্যাকরণ (সন্ধি))
  • গ) হিমালায়
  • ক) হিমাচল
  • ঘ) কোনোটিই নয়
  • খ) হিমালয়
62. ‘শশাঙ্ক’ শব্দের সমার্থক শব্দ কোনটি? (বিষয়: বাংলা সাহিত্য (সমার্থক শব্দ))
  • খ) সমুদ্র
  • ঘ) পৃথিবী
  • ক) সূর্য
  • গ) চাঁদ
63. ‘যার দুহাত সমান চলে’- তাকে কি বলা হয়? (বিষয়: বাংলা ব্যাকরণ (এক কথায় প্রকাশ))
  • ক) একহাতে
  • ঘ) অকালপক্ব
  • খ) সব্যসাচী
  • গ) দুহাতে
64. বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কত? (বিষয়: বাংলা ব্যাকরণ (বর্ণমালা))
  • গ) ১০
  • ক) ১২
  • ঘ) ১১
  • খ) ১৩
65. ‘ঊনপাজুরে’ কথাটির অর্থ কি? (বিষয়: বাংলা সাহিত্য (বাগধারা))
  • ঘ) কপালের জোরে
  • ক) দুর্বল
  • খ) অপদার্থ
  • গ) অপয়া
66. বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • খ) কাজী নজরুল ইসলাম
  • গ) বিহারীলাল চক্রবর্তী
  • ক) জীবনানন্দ দাশ
  • ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
67. ‘সন্ধ্যা’ শব্দের বিশেষণ পদ কি? (বিষয়: বাংলা ব্যাকরণ (পদ পরিবর্তন))
  • খ) সান্ধ্য
  • গ) সন্ধ্যাস
  • ক) সন্ধ্যাবেলা
  • ঘ) কোনোটিই নয়
68. ‘ষষ্ঠ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (সন্ধি))
  • ক) ষ+ষ্ঠ
  • খ) ষষ্+ঠ
  • ঘ) ষষ্+থ
  • গ) ষষ্+ট
69. ‘পথ’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি? (বিষয়: বাংলা সাহিত্য (প্রতিশব্দ))
  • ঘ) বত্ন
  • খ) অহি
  • গ) রাস্তা
  • ক) সরণী
70. The synonym of ‘Recalcitrant’ is . (বিষয়: ইংরেজি (Vocabulary – Synonym))
  • ক) Compliant
  • ঘ) Agreeable
  • খ) Obedient
  • গ) Obstinate
71. The Antonym of ‘Conscientious’ is . (বিষয়: ইংরেজি (Vocabulary – Antonym))
  • খ) Scrupulous
  • ঘ) None
  • ক) Principled
  • গ) Careless
72. Who is the father of Modern English? (বিষয়: ইংরেজি সাহিত্য)
  • খ) William Langland
  • ক) W. Shakespeare
  • ঘ) None
  • গ) Geoffrey Chaucer
73. The plural of the word ‘index’ is . (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Number))
  • ক) Index
  • গ) Indexies
  • খ) Indices
  • ঘ) Indexes
74. ‘He is married **to** my cousin.’ In this sentence, ‘to’ is a . (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Parts of Speech))
  • ঘ) None
  • ক) Adverb
  • খ) Conjunction
  • গ) Preposition
75. ‘সঞ্চয়িতা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ঘ) কোনোটিই নয়
  • খ) জীবনানন্দ দাশ
  • গ) কাজী নজরুল ইসলাম
  • ক) রবীন্দ্রনাথ ঠাকুর
76. যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না, তাকে বলে- (বিষয়: বাংলা ব্যাকরণ (এক কথায় প্রকাশ))
  • খ) রোগ
  • গ) ক্ষণস্থায়ী জ্যোতি
  • ঘ) অনুসূয়া
  • ক) ক্ষণপ্রভা
77. কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে? (বিষয়: বাংলা ব্যাকরণ (ধ্বনি পরিবর্তন))
  • ক) মশারি
  • গ) চাদর
  • ঘ) গামছা
  • খ) লুঙ্গি
78. ‘সব ঝিনুকে মুক্তা মেলে না’ এই বাক্যে ‘ঝিনুকে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? (বিষয়: বাংলা ব্যাকরণ (কারক ও বিভক্তি))
  • ক) কর্তায় দ্বিতীয়া
  • ঘ) অধিকরণে সপ্তমী
  • খ) কর্মে দ্বিতীয়া
  • গ) অপাদানে সপ্তমী

Similar Posts

  • | |

    11TH BCS Preliminary Exam

    Quiz – Download Version ১১তম বিসিএস নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারী প্রশ্নের এক্সাম Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ১১তম বিসিএস নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারী প্রশ্নের এক্সাম প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ‘বৈরাগ্য সাধনে — সে আমার নয়।’ শূন্যস্থান পূরণ করুন…

  • | |

    18th BCS Preliminary Exam

    Quiz – Download Version ১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. Many companies now have employee assistance programs that enable employees, free of charge, to improve…

  • | |

    44TH BCS Preliminary Exam-2022

    Quiz – Download Version ৪৪তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম- ২০২২ Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ৪৪তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম- ২০২২ প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 120:00 1. ‘ইতরবিশেষ’ বলতে বোঝায়? (বিষয়: বাংলা ব্যাকরণ) গ. পার্থক্য ক. দুর্বত্ত ঘ. অপদার্থ খ….

  • |

    Primary Assistant Teacher Recruitment Exam-2016

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৬ Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৬ প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 58:00 1. “যা সহজে অতিক্রম করা যায় না” – এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ) ক) অনতিক্রম্য…

  • |

    Primary Assistant Teacher Recruitment Exam- 2015 (3rd Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৫ (৩য় ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৫ (৩য় ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. “সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে” বাক্যটির সঠিক ইংরেজি কোনটি? (বিষয়:…

  • |

    Primary Assistent Teacher Recruitment Exam- 2018 (1st Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (১ম ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (১ম ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. “নীল লোহিত” কার ছদ্মনাম? (বিষয়: বাংলা সাহিত্য) ক) সমরেশ মজুমদার খ)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *