|

Primary Assistant Teacher Recruitment Exam- 2018 (4th Phase)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (৮১৬১)
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (৮১৬১)

প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন।

পরীক্ষার অবশিষ্ট সময়
60:00
1. ‘প্রত্যুষ’ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। (বিষয়: বাংলা ব্যাকরণ (সন্ধি))
  • ক) প্রতি+উষ
  • খ) প্রত্যু+উষ
  • গ) প্রতি+ঊষ
  • ঘ) প্রত্যু+উষ
2. ‘নন্দিত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (বিপরীত শব্দ))
  • ক) বিষাদ
  • খ) প্রচ্ছন্ন
  • গ) নিন্দিত
  • ঘ) বিষণ্ণ
3. ‘নিকুঞ্জ’ শব্দের সঠিক অর্থ কোনটি? (বিষয়: বাংলা সাহিত্য (শব্দার্থ))
  • ক) খড়ের ঘর
  • খ) খেলার মাঠ
  • গ) পাখির বাসা
  • ঘ) বাগান
4. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: বাংলা ব্যাকরণ (শুদ্ধ বানান))
  • ক) উপাচার্য
  • খ) উপাধ্যক্ষ
  • গ) উপাদান
  • ঘ) উপার্জন
5. 0.003×0.003×0.003 এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (সরলীকরণ))
  • ক) ০.০০২৭
  • খ) ০.০২৭
  • গ) ০.০০০০২৭
  • ঘ) ০.০০০২৭
6. বাদুড় অন্ধকারে চলার সময় কীভাবে দিক নির্ণয় করে? (বিষয়: সাধারণ বিজ্ঞান (প্রাণীবিদ্যা))
  • ক) ঘ্রাণ শক্তির মাধ্যমে
  • খ) চোখে দেখে
  • গ) সবগুলোই ঠিক
  • ঘ) আলট্রাসনিক শব্দের মাধ্যমে
7. নিম্নোক্তগণের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নন? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (মুক্তিযুদ্ধ))
  • ক) হামিদুর রহমান
  • খ) নূর মোহাম্মদ শেখ
  • গ) মুন্সী আব্দুর রহিম
  • ঘ) মোস্তফা কামাল
8. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি. হলে এর অতিভুজের মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) ৮ সে.মি.
  • খ) ৫ সে.মি.
  • গ) ৪ সে.মি.
  • ঘ) ৭ সে.মি.
9. ২% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (সরল সুদ))
  • ক) ৪ টাকা
  • খ) ১ টাকা
  • গ) ২ টাকা
  • ঘ) ৩ টাকা
10. Which one is correct? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Sentence Correction))
  • ক) He, You and I am present.
  • খ) I, you and he are present.
  • গ) You, he and I am present.
  • ঘ) You, he and I are present.
11. ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (continental shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে- (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি (ভূগোল))
  • ক) ৩০০ নটিক্যাল মাইল
  • খ) ২০০ নটিক্যাল মাইল
  • গ) ৪১০ নটিক্যাল মাইল
  • ঘ) ৩৫০ নটিক্যাল মাইল
12. ‘বরনের যোগ্য যিনি’ বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন। (বিষয়: বাংলা ব্যাকরণ (এক কথায় প্রকাশ))
  • ক) বীরপুরুষ
  • খ) বরনীয়
  • গ) বরেণ্য
  • ঘ) বীর
13. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: বাংলা ব্যাকরণ (শুদ্ধ বানান))
  • ক) আদ্যোক্ষর
  • খ) আদ্যাক্ষর
  • গ) আদ্যক্ষর
  • ঘ) আদ্যখর
14. বহুব্রীহি সমাস কয় প্রকার? (বিষয়: বাংলা ব্যাকরণ (সমাস))
  • ক) ছয় প্রকার
  • খ) দশ প্রকার
  • গ) আট প্রকার
  • ঘ) তিন প্রকার
15. ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? (বিষয়: গাণিতিক যুক্তি (ঐকিক নিয়ম/সমীকরণ))
  • ক) ৬
  • খ) ১০
  • গ) ৮
  • ঘ) ৭
16. একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? (বিষয়: গাণিতিক যুক্তি (সমস্যা সমাধান))
  • ক) ৪৯ টাকা
  • খ) ৫০ টাকা
  • গ) কোনটিই নয়
  • ঘ) ৪৬ টাকা
17. I prefer tea … cofee. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Preposition))
  • ক) for
  • খ) from
  • গ) than
  • ঘ) to
18. ‘কচুবনের কালাচাঁদ’ বাগধারাটির অর্থ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ (বাগধারা))
  • ক) সাদাসিধা লোক
  • খ) সৌখিন ব্যক্তি
  • গ) নিরীহ লোক
  • ঘ) অপদার্থ
19. ‘মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে’ ‘মাথা খাও’ বলতে বোঝায়- (বিষয়: বাংলা ব্যাকরণ (বাগধারা/শব্দ প্রয়োগ))
  • ক) মাথা ধরা
  • খ) মাথার দিব্যি
  • গ) মাথা ব্যথা
  • ঘ) মাথা খাওয়া
20. দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলা হয়? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) সন্নিহিত কোণ
  • খ) সমপূরক কোণ
  • গ) পূরক কোণ
  • ঘ) বিপ্রতীপ কোণ
21. ‘দেশের জন্য সেবা কর’ ‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি? (বিষয়: বাংলা ব্যাকরণ (কারক ও বিভক্তি))
  • ক) কর্মে ষষ্ঠী
  • খ) সম্প্রদানে ষষ্ঠী
  • গ) কর্তায় শুন্য
  • ঘ) কর্মে শুন্য
22. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত? (বিষয়: গাণিতিক যুক্তি (শতকরা))
  • ক) ৬০
  • খ) ৭০
  • গ) ৭৫
  • ঘ) ৮৫
23. Correct passive form of- “I have to do it”. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Voice Change))
  • ক) It has to be done by me.
  • খ) It is to be done by me.
  • গ) Let it be done by me.
  • ঘ) It has to be done to me.
24. ‘prior to’ means- (বিষয়: ইংরেজি (Vocabulary))
  • ক) after
  • খ) before
  • গ) during the period of
  • ঘ) immediately
25. প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কী? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (ইতিহাস))
  • ক) লক্ষণ সেন
  • খ) গিয়াস উদ্দিন আজম শাহ
  • গ) রাজা শশাঙ্ক
  • ঘ) ফক্রুদ্দীন মোবারক শাহ
26. He prefers European country for spending his vacation. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Article))
  • ক) an
  • খ) the
  • গ) none
  • ঘ) a
27. The meaning of the word ‘precedence’ is: (বিষয়: ইংরেজি (Vocabulary))
  • ক) a matter to deal with
  • খ) a case of reference
  • গ) tenure of the president
  • ঘ) event that never happened
28. We were watching the news when the telephone . (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Tense))
  • ক) hand rung
  • খ) ringing
  • গ) rang
  • ঘ) rung
29. ‘শৃঙ্খলাকে অতিক্রান্ত উচ্ছৃঙ্খল’ কোন সমাস? (বিষয়: বাংলা ব্যাকরণ (সমাস))
  • ক) বহুব্রীহি
  • খ) দ্বন্দ্ব
  • গ) তৎপুরুষ
  • ঘ) অব্যয়ীভাব
30. বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয়- (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (আন্তর্জাতিক সম্পর্ক))
  • ক) ১৫ জুন, ২০০৯
  • খ) ২০শে মে, ২০১০
  • গ) ১৮ এপ্রিল, ২০১২
  • ঘ) ১৪ মার্চ, ২০১২
31. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? (বিষয়: গাণিতিক যুক্তি (গ.সা.গু.))
  • ক) ১০
  • খ) ১৬
  • গ) ১৪
  • ঘ) ১২
32. জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি (সংস্থা))
  • ক) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • খ) বিশ্ব খাদ্য সংস্থা
  • গ) আন্তর্জাতিক রেডক্রস
  • ঘ) আন্তর্জাতিক আদালত
33. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (ভূগোল))
  • ক) পদ্মা
  • খ) মেঘনা
  • গ) যমুনা
  • ঘ) কর্ণফুলী
34. Choose the \right spelling- (বিষয়: ইংরেজি (Spelling))
  • ক) Accilarate
  • খ) Accelerate
  • গ) Accelerrate
  • ঘ) Accilerate
35. ‘Among’ is a preposition that is used when people are involved. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Preposition))
  • ক) two or more than two
  • খ) two
  • গ) more than two
  • ঘ) four only
36. ‘প্রাচীন’ এর বিপরীতার্থক শব্দ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ (বিপরীত শব্দ))
  • ক) বর্তমান
  • খ) নতুন
  • গ) কোনটিই নয়
  • ঘ) অবাচীন
37. চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না- (বিষয়: সাধারণ বিজ্ঞান (পদার্থ বিজ্ঞান))
  • ক) নিকেল
  • খ) লৌহ
  • গ) ইস্পাত
  • ঘ) পিতল
38. কোনটি সবচেয়ে বড় ডাটার একক? (বিষয়: সাধারণ জ্ঞান (কম্পিউটার ও তথ্য প্রযুক্তি))
  • ক) গিগাবাইট
  • খ) মেগাবাইট
  • গ) কিলোবাইট
  • ঘ) টেরাবাইট
39. লোকসাহিত্য কাকে বলে? (বিষয়: বাংলা সাহিত্য (লোকসাহিত্য))
  • ক) গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
  • খ) লোক সাধারণের কল্যাণে দেবতার শ্রুতিমূলক রচনাকে
  • গ) গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
  • ঘ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে
40. ‘Diamond cuts diamond’ – এর অনুবাদ কী হবে? (বিষয়: ইংরেজি (Proverb Translation))
  • ক) সৎসঙ্গে স্বর্গবাস
  • খ) সঙ্গদোষে নষ্ট
  • গ) মানিকে মানিক চেনে
  • ঘ) সঙ্গ দেখে লোক চেনা যায়
41. যদি x= 3 এবং x-1x হয়, তাহলে x3+1x3-এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) 3
  • খ) 1.0
  • গ) 3.0
  • ঘ) 0.0
42. প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক: ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১ (বিষয়: গাণিতিক যুক্তি (পরিসংখ্যান))
  • ক) ১৪
  • খ) ১৩
  • গ) ১৫
  • ঘ) ১২
43. riangle ABC এর angle A = 45circangle B = 30circ হলে angle C এর মান কত ডিগ্রী? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) 110circ
  • খ) 100circ
  • গ) 105circ
  • ঘ) 90circ
44. It is 11am now. The sun in the eastern sky. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Tense))
  • ক) shines
  • খ) had been shining
  • গ) has been shining
  • ঘ) is shining
45. ‘অন্বেষণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। (বিষয়: বাংলা ব্যাকরণ (সন্ধি))
  • ক) অন্ব + এষন
  • খ) অনু + এষণ
  • গ) অন্ব + এষণ
  • ঘ) অন + এষণ
46. ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন- (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (ইতিহাস))
  • ক) শায়েস্তা খাঁন
  • খ) সম্রাট জাহাঙ্গীর
  • গ) ইসলাম খাঁ
  • ঘ) সম্রাট আকবর
47. Choose the correct indirect speech. She asked me, ‘Are you happy in your new job’? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Narration))
  • ক) She asked me if I have been happy in my new job
  • খ) She asked me if I was happy in my new job
  • গ) She asked me whether I am happy in my new job
  • ঘ) She asked me if had been in my new job
48. ক, খ, ও গ এর বেতনের অনুপাত ৭:৫:৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক- এর বেতন কত? (বিষয়: গাণিতিক যুক্তি (অনুপাত))
  • ক) ৫৫৫ টাকা
  • খ) ৭৭৭ টাকা
  • গ) ৮৮৮ টাকা
  • ঘ) ৩৩৩ টাকা
49. মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কেবল নৌ কমান্ড গঠিত হয়েছিল? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (মুক্তিযুদ্ধ))
  • ক) ৯ নং সেক্টর
  • খ) ১১ নং সেক্টর
  • গ) ১০ নং সেক্টর
  • ঘ) ১ নং সেক্টর
50. কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (ভূগোল))
  • ক) চীন
  • খ) নেপাল
  • গ) ভুটান
  • ঘ) মিয়ানমার
51. কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (ইতিহাস))
  • ক) গৌড়
  • খ) রাঢ়
  • গ) পুণ্ড্র
  • ঘ) মৌর্য
52. ‘নীল লোহিত’ কার ছদ্মনাম? (বিষয়: বাংলা সাহিত্য (ছদ্মনাম))
  • ক) সমরেশ মজুমদার
  • খ) রাজ শেখর বসু
  • গ) সুনীল গঙ্গোপাধ্যায়
  • ঘ) সমর সেন
53. বৃষ্টি পড়ে টাপুর টুপুর- এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরণের শব্দ? (বিষয়: বাংলা ব্যাকরণ (দ্বিরুক্তি))
  • ক) ছড়ার শব্দ
  • খ) শব্দের দ্বিরুক্তি
  • গ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
  • ঘ) পদের দ্বিরুক্তি
54. কোন ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ তিনটি কোণের পরিমাণ কত ডিগ্রী? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) 150circ
  • খ) 180circ
  • গ) 270circ
  • ঘ) 360circ
55. 4x4+1 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) (2x2+2x+1)(2x2-2x-1)
  • খ) (2x2+2x-1)(2x2-2x-1)
  • গ) (2x2+2x+1)(2x2-2x+1)
  • ঘ) (2x2+2x-1)(2x2-2x+1)
56. একটি ভোট কেন্দ্রে উপস্থিত ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কত জন ভোটার উপস্থিত ছিল? (বিষয়: গাণিতিক যুক্তি (শতকরা))
  • ক) ৪২০০০
  • খ) ২৫০০০
  • গ) ৩৭৫০০
  • ঘ) কোনটিই নয়
57. ‘একাদশে বৃহস্পতি’ বাগধারাটির অর্থ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ (বাগধারা))
  • ক) বিপদে পড়া
  • খ) দিনের প্রথম ভাগ
  • গ) আনন্দের বিষয়
  • ঘ) সৌভাগ্যের বিষয়
58. একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (গড়))
  • ক) ৯০
  • খ) ৯৮
  • গ) ৯৫
  • ঘ) ৯৬
59. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? (বিষয়: সাধারণ জ্ঞান (কম্পিউটার ও তথ্য প্রযুক্তি))
  • ক) রূপসা
  • খ) সুতনী
  • গ) বিজয়
  • ঘ) সুলেখা
60. The sentence ‘Empty vessels sound so much’ refers to- (বিষয়: ইংরেজি (Proverb Translation))
  • ক) Haste makes waste
  • খ) A little learning is a dangerous thing
  • গ) Pride goes before destruction
  • ঘ) Barking dog seldom bites
61. একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার তিনগুণ পরিমাণ চকলেট পেলে ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? (বিষয়: গাণিতিক যুক্তি (সমস্যা সমাধান))
  • ক) ৯০
  • খ) ৪৫
  • গ) ৩০
  • ঘ) ৬০
62. Which pair of words is dissimilar? (বিষয়: ইংরেজি (Vocabulary))
  • ক) fire, flame
  • খ) bag, sack
  • গ) round, around
  • ঘ) preserve, prevent
63. কোনটি মৌলিক পদার্থ? (বিষয়: সাধারণ বিজ্ঞান (রসায়ন))
  • ক) বাতাস
  • খ) জল
  • গ) পিতল
  • ঘ) লোহা
64. সবচেয়ে বড় সংখ্যা কোনটি? (বিষয়: গাণিতিক যুক্তি (ভগ্নাংশ/দশমিক))
  • ক) ৯১০০০
  • খ) ০.০০৯৯
  • গ) ৯১০০
  • ঘ) ০.১০০
65. Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে- (বিষয়: সাধারণ বিজ্ঞান (জীববিজ্ঞান))
  • ক) নেলী
  • খ) শেলী
  • গ) মলি
  • ঘ) ডলি
66. বাংলাদেশের সর্বপ্রথম এভারেস্ট জয়ী মহিলা পর্বতরোহী কে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (সাধারণ জ্ঞান))
  • ক) রাবেয়া ভুঁইয়া
  • খ) নাজিয়া সুলতানা
  • গ) নিশাত মজুমদার
  • ঘ) ওয়াসফিয়া
67. ( 5x 6 ) + 3 এবং ( x 3 ) + 10 পরস্পর সমান হলে x-এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (সমীকরণ))
  • ক) 6.0
  • খ) 7.0
  • গ) 212
  • ঘ) 14.0
68. ‘কথায় বর্ণনা করা যায় না যা’ এ বাক্য এর সংক্ষিপ্ত রূপ কি হবে? (বিষয়: বাংলা ব্যাকরণ (এক কথায় প্রকাশ))
  • ক) অনির্বচনীয়
  • খ) নির্বচনীয়
  • গ) বর্ণনাতীত
  • ঘ) অবর্ণনীয়
69. Which of the following sentences is correct? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Verb form))
  • ক) He was hunged for murder.
  • খ) He had been hung for murder.
  • গ) He was hung for murder.
  • ঘ) He was hanged for murder.
70. What type of noun the word ‘infancy’ is? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Noun))
  • ক) Common
  • খ) Collective
  • গ) Abstract
  • ঘ) Material
71. কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়? (বিষয়: বাংলা সাহিত্য (উপন্যাস))
  • ক) শেষ বিকেলের মেয়ে
  • খ) তৃষ্ণা
  • গ) কয়েকটি মৃত্যু
  • ঘ) নিষ্কৃতি
72. বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের কোন শহরকে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি (ভূগোল))
  • ক) টোকিও
  • খ) লন্ডন
  • গ) নিউইয়র্ক
  • ঘ) রোম
73. সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐহিত্যের তালিকায় স্থান পেয়েছে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (সংস্কৃতি))
  • ক) একুশের প্রভাত ফেরী
  • খ) একুশের বই মেলা
  • গ) রথ যাত্রা
  • ঘ) মঙ্গল শোভাযাত্রা
74. The word ‘everything’ is a – (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Pronoun))
  • ক) an adjective
  • খ) a pronoun
  • গ) a noun
  • ঘ) an adverb
75. The correct meaning of the word ‘deliberate’ is (বিষয়: ইংরেজি (Vocabulary))
  • ক) known
  • খ) familiar
  • গ) willingly
  • ঘ) intentional
76. ‘দুর্বিনীত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (বিপরীত শব্দ))
  • ক) কোমল
  • খ) সুস্থিত
  • গ) নিরীহ
  • ঘ) সুবিনীত
77. Which one is the singular of leaves? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Number))
  • ক) Leafe
  • খ) Leave
  • গ) Leav
  • ঘ) Leaf
78. The roads of Dhaka are wider . (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Degree of Comparison))
  • ক) then Sylhet’s
  • খ) than Sylhet
  • গ) than those of Sylhet
  • ঘ) then those of Sylhet
79. নিম্নের নামগুলোর মধ্যে মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (মুক্তিযুদ্ধ))
  • ক) বেগম সুফিয়া কামাল
  • খ) জাহানাারা বেগম
  • গ) মালিকা ইব্রাহীম
  • ঘ) সেতারা বেগম
80. কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে? (বিষয়: গাণিতিক যুক্তি (ঐকিক নিয়ম))
  • ক) ২০ দিন
  • খ) ১৫ দিন
  • গ) ২৮ দিন
  • ঘ) ২৫ দিন

Similar Posts

  • |

    41TH BCS Preliminary Exam

    Quiz – Download Version ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 119:00 1. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? (বিষয়: বাংলা সাহিত্য) ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুন্ডুলা’ ক) শরৎচন্দ্র…

  • |

    14Th BCS Preliminary Exam

    Quiz – Download Version ১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 58:00 1. “বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত…

  • |

    Primary Assistant Teacher Recruitment Exam- 2018 (2nd Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (১৪ জেলা) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (১৪ জেলা) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো? (বিষয়: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ)…

  • 47Th BCS Preliminary Exam

    Quiz – Download Version 47তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy 47তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 120:00 1. ই-কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেনে প্রধানত কোন প্রটোকল ব্যবহৃত হয়? (বিষয়: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি) ঘ….

  • |

    20TH BCS Preliminary Exam

    Quiz – Download Version 20তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy 20তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ‘পদ’ বলতে কী বোঝায়? (বিষয়: বাংলা ব্যাকরণ) ক) যেকোনো শব্দ খ) বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু…

  • |

    Primary Assistant Teacher Exam- 2022 (2nd Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২২ (২য় ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২২ (২য় ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কুইজটিতে মোট 80 প্রশ্ন রয়েছে। সময়: 60 মিনিট পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭কি.মি. এরূপ নৌকার নদীর স্রোতের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *