|

Primary Assistant teacher Recruitment Exam- 2018 (5th Phase)

প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (৯৫৭৩)
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy

প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (৯৫৭৩)

প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন।

পরীক্ষার অবশিষ্ট সময়
60:00
1. 7p2-p-8 এর একটি উৎপাদক হবে- (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) 8-7p
  • খ) p-4
  • গ) 7p-8
  • ঘ) 7p
2. ‘লক্ষ-প্রদান করিল’-এর চলিত রূপ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (ভাষারীতি))
  • ক) লম্ফ দিল
  • খ) লাফ প্রদান করল
  • গ) লাফ দিল
  • ঘ) লক্ষ প্রদান করল
3. x+y=12x-y=8 হলে, xy এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) 40
  • খ) 20
  • গ) 60
  • ঘ) 30
4. The word ‘American’ is (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Parts of Speech))
  • ক) adjective
  • খ) noun
  • গ) both noun and adjective
  • ঘ) pronoun
5. দুটি সংখ্যার ল. সা. গু. এবং এর গুণফল সংখ্যা দুটির- (বিষয়: গাণিতিক যুক্তি (সংখ্যা))
  • ক) গুণফলের সমান
  • খ) গড়ের সমান
  • গ) ভাগফলের সমান
  • ঘ) কোনোটিই নয়
6. মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ সাধন হয়। (বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT))
  • ক) টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
  • খ) বৈদ্যুতিক লাইনের সংযোগ সাধন হয়
  • গ) ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
  • ঘ) টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
7. He is confident success. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Appropriate Preposition))
  • ক) to
  • খ) with
  • গ) of
  • ঘ) for
8. দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (ভূগোল))
  • ক) কুড়িগ্রাম
  • খ) নীলফামারী
  • গ) লালমনিরহাট
  • ঘ) দিনাজপুর
9. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির মোট পরিমাণ হবে- (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি))
  • ক) 280circ
  • খ) 360circ
  • গ) 270circ
  • ঘ) 180circ
10. What is the meaning of ‘White Elephant’? (বিষয়: ইংরেজি (Idiom & Phrase))
  • ক) A precious and rare possession
  • খ) An elephant of white colour
  • গ) A very costly and troublesome possession
  • ঘ) A big elephant
11. ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) বন্দে আলী মিয়া
  • খ) সুফিয়া কামাল
  • গ) মানিক বন্দ্যোপাধ্যায়
  • ঘ) গোলাম মোস্তফা
12. Choose the correct sentence (Degree of Comparison). (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Degree of Comparison))
  • ক) The man appears to be stronger than may living man.
  • খ) The man appears to be stronger than other living men.
  • গ) The man appears to be stronger than all other living men.
  • ঘ) The man appears to be stronger than any other living man.
13. কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (স্থাপত্য))
  • ক) লালবাগ কেল্লা
  • খ) জাতীয় সংসদ
  • গ) কার্জন হল
  • ঘ) আঙ্গিনা মসজিদ
14. ‘মনীষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (সন্ধি))
  • ক) মনী + ইষা
  • খ) মনঃ + ঈষা
  • গ) মনস + ঈষা
  • ঘ) মনি + ঈষা
15. একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ১৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? (বিষয়: গাণিতিক যুক্তি (সমীকরণ))
  • ক) ৪৯ টাকা
  • খ) ৪৬ টাকা
  • গ) ৪০ টাকা
  • ঘ) কোনোটিই নয়
16. কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজরিত ময়মনসিংহের স্থানটির নাম কি? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) গোপালপুর
  • খ) কামারপুর
  • গ) দরিরামপুর
  • ঘ) জগদীশপুর
17. তিস্তা নদীর উৎপত্তিস্থল- (বিষয়: ভূগোল (নদ-নদী))
  • ক) লুসাই পাহাড়
  • খ) হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
  • গ) সিকিমের পার্বত্য অঞ্চল
  • ঘ) তিব্বতের মানস সরোবর
18. কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (সংখ্যা))
  • ক) ৯
  • খ) ৩৬
  • গ) ২৫
  • ঘ) ১৬
19. The chairman and secretary present at the last meeting. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Subject-Verb Agreement))
  • ক) have
  • খ) were
  • গ) is
  • ঘ) was
20. Which one of the following is an adverb? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Parts of Speech))
  • ক) Someone
  • খ) Something
  • গ) Someday
  • ঘ) Somebody
21. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? (বিষয়: বাংলা সাহিত্য (সমার্থক শব্দ))
  • ক) বনানী
  • খ) বিটপী
  • গ) পাদপ
  • ঘ) শিখরী
22. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর হত্যাকাণ্ড সংঘটিত হয়? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (ইতিহাস))
  • ক) ২৫ মার্চ ১৯৭১
  • খ) ১৭ এপ্রিল ১৯৭১
  • গ) ১৬ ডিসেম্বর ১৯৭১
  • ঘ) ১৪ ডিসেম্বর ১৯৭১
23. মানব দেহের কোষে কত জোড়া ক্রোমজম থাকে? (বিষয়: বিজ্ঞান (জীববিজ্ঞান))
  • ক) ২০ জোড়া
  • খ) ৩৯ জোড়া
  • গ) ২৩ জোড়া
  • ঘ) ২৪ জোড়া
24. Choose the correct sentence: (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Article))
  • ক) Airport is busy place.
  • খ) Airport is a busy place.
  • গ) The Airport is busy place.
  • ঘ) The Airport is a busy place.
25. ‘ধীমান’ শব্দটির অর্থ কি? (বিষয়: বাংলা সাহিত্য (শব্দার্থ))
  • ক) শান্ত
  • খ) নিরীহ
  • গ) বুদ্ধিমান
  • ঘ) প্রজ্ঞাবান
26. নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর-বহির্ভূত রাজস্ব? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (অর্থনীতি))
  • ক) বাণিজ্য শুল্ক
  • খ) সম্পূরক শুল্ক
  • গ) টোল ও লেভি
  • ঘ) মূল্য সংযোজন কর
27. Which of the following sentences is correct? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Relative Pronoun))
  • ক) That shirt which he has bought is blue in colour.
  • খ) The shirt that which he bought is blue in colour.
  • গ) The shirt which he bought is blue in colour.
  • ঘ) Which shirt he bought is blue in colour.
28. বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে? (বিষয়: বাংলাদেশ বিষয়াবলি (সংস্কৃতি))
  • ক) বাংলা একাডেমি
  • খ) দি ইউনিভার্সিটি প্রেস লি.
  • গ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
  • ঘ) মুক্তিযুদ্ধ যাদুঘর
29. ইউরিয়া সারে সর্বাধিক কতভাগ নাইট্রোজেন থাকে? (বিষয়: বিজ্ঞান (রসায়ন))
  • ক) ৪০%
  • খ) ৪৮%
  • গ) ৪২%
  • ঘ) ৪৬%
30. xy এর সাথে কত যোগ করলে যোগফল 2yx হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) \frac{x2-2y2}{xy}
  • খ) \frac{2y2-x2}{xy}
  • গ) \frac{y2-x2}{xy}
  • ঘ) \frac{x2+y2}{xy}
31. কোনটি ব্যতিক্রম? (বিষয়: ইংরেজি (Vocabulary))
  • ক) Cat
  • খ) Madam
  • গ) Dog
  • ঘ) Book
32. Which one is singular? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Number))
  • ক) Criteria
  • খ) Data
  • গ) Agenda
  • ঘ) Stimulus
33. ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি (ভূগোল))
  • ক) মালাক্কা প্রণালী
  • খ) জিব্রাল্টার প্রণালী
  • গ) পক প্রণালী
  • ঘ) হরমুজ প্রণালী
34. কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে থাকে? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি (সংস্থা))
  • ক) ইউএনডিপি (UNDP)
  • খ) ডব্লিউএইচও (WHO)
  • গ) ইউনেস্কো (UNESCO)
  • ঘ) ইউনিসেফ (UNICEF)
35. a2+1a2=2 হলে a-1a এর মান কত? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) 1
  • খ) 3
  • গ) 0
  • ঘ) 2
36. P এর মান কত হলে, 4x2-px+9 একটি পূর্ণবর্গ হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (বীজগণিত))
  • ক) 9
  • খ) 15
  • গ) 12
  • ঘ) 10
37. The word ‘sibling’ means- (বিষয়: ইংরেজি (Vocabulary))
  • ক) Cousin
  • খ) Children of different parents
  • গ) Children of same parents
  • ঘ) None
38. কোনটি দ্বন্দ্ব সমাস? (বিষয়: বাংলা ব্যাকরণ (সমাস))
  • ক) কানাকানি
  • খ) মধুমাখা
  • গ) ভাই-বোন
  • ঘ) জনমানব
39. সম্বোধনের পর কোন চিহ্ন বসে? (বিষয়: বাংলা ব্যাকরণ (বিরামচিহ্ন))
  • ক) সেমিকোলন
  • খ) কমা
  • গ) দাঁড়ি
  • ঘ) কোনো চিহ্নই নয়
40. ‘অনীল বাগচীর একদিন’ উপন্যাসটির রচয়িতা কে? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) সেলিনা হোসেন
  • খ) হুমায়ূন আহমেদ
  • গ) হুমায়ুন আজাদ
  • ঘ) সৈয়দ শামসুল হক
41. যে পরিমাণ খাদ্যে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে ঐ পরিমাণ খাদ্যে কতজন লোকের ৮ সপ্তাহ চলবে? (বিষয়: গাণিতিক যুক্তি (ঐকিক নিয়ম))
  • ক) ৩০০ জন
  • খ) ৪০০ জন
  • গ) ৫০০ জন
  • ঘ) ৬০০ জন
42. Today people who enjoy cricket is bigger than that of thirty years ago. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Determiner))
  • ক) a number of
  • খ) the number of
  • গ) the amount of
  • ঘ) many
43. What is the antonym of ‘forbid’? (বিষয়: ইংরেজি (Vocabulary – Antonym))
  • ক) Prohibit
  • খ) Exclude
  • গ) Allow
  • ঘ) Prevent
44. ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? (বিষয়: বাংলা সাহিত্য (সমার্থক শব্দ))
  • ক) চন্দ্র
  • খ) বাতাস
  • গ) পৃথিবী
  • ঘ) গগন
45. The antonym of the word ‘delete’ is- (বিষয়: ইংরেজি (Vocabulary – Antonym))
  • ক) discrete
  • খ) contract
  • গ) insert
  • ঘ) dull
46. ‘কর্মে যার ক্লান্তি নাই’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ (এক কথায় প্রকাশ))
  • ক) অক্লান্তকর্মী
  • খ) অবিশ্রাম
  • গ) ক্লান্তিহীন
  • ঘ) অক্লান্ত
47. Which word is correctly spelt? (বিষয়: ইংরেজি (Spelling))
  • ক) Acheivement
  • খ) Achievement
  • গ) Acheivement
  • ঘ) Acheivement
48. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? (বিষয়: গাণিতিক যুক্তি (জ্যামিতি – পিথাগোরাস))
  • ক) ৪৫
  • খ) ৪৭
  • গ) ৪২
  • ঘ) ৪১
49. ‘ক্ষুধার্ত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (সন্ধি))
  • ক) ক্ষুদা+আর্ত
  • খ) ক্ষুঃ+আর্ত
  • গ) ক্ষুধা+আর্ত
  • ঘ) ক্ষুধ+আর্ত
50. Choose the correct sentence. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Subject-Verb Agreement))
  • ক) Neither Rina nor Shima are present.
  • খ) Neither Rina or Shima are present.
  • গ) Neither Rina nor Shima is present.
  • ঘ) Neither Rina or Shima is present.
51. 5 3 এর 1 5 = কত? (বিষয়: গাণিতিক যুক্তি (ভগ্নাংশ))
  • ক) 1 7
  • খ) 1 3
  • গ) 1 5
  • ঘ) 1 4
52. The word ‘starvation’ means (বিষয়: ইংরেজি (Vocabulary))
  • ক) ক্ষুধার্ত
  • খ) রোগা
  • গ) হতভাগ্য
  • ঘ) দরিদ্র
53. We could not buy anything because of the shops was open. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Determiner))
  • ক) nothing
  • খ) all
  • গ) none
  • ঘ) no one
54. নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি (ভূগোল))
  • ক) তিউনেশিয়া
  • খ) নাইজেরিয়া
  • গ) আলজেরিয়া
  • ঘ) আলবেনিয়া
55. Which one is correctly spelt? (Diarrhoea) (বিষয়: ইংরেজি (Spelling))
  • ক) Dirrohea
  • খ) Diarrhoea
  • গ) Dirrhoea
  • ঘ) Dirohea
56. Which one is the synonym of ‘Capricious’? (বিষয়: ইংরেজি (Vocabulary – Synonym))
  • ক) Determined
  • খ) Stable
  • গ) Fickle
  • ঘ) Decisive
57. ‘A child likes sweets only’. The negative form of the sentence is- (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Sentence Transformation))
  • ক) A child likes but sweets.
  • খ) A child likes nothing but sweets.
  • গ) A child likes none but sweets.
  • ঘ) A child likes not more sweets.
58. নিম্নের কোন দেশটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট জি-৮ (G-8) এর সদস্য নয়? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি (সংস্থা))
  • ক) জাপান
  • খ) সুইডেন
  • গ) যুক্তরাষ্ট্র
  • ঘ) রাশিয়া
59. Rahim discourages me borrowing. (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Appropriate Preposition))
  • ক) to
  • খ) in
  • গ) on
  • ঘ) from
60. A person who writes and edits dictionaries is called a . (বিষয়: ইংরেজি (One Word Substitution))
  • ক) Geographer
  • খ) Lexicographer
  • গ) Biographer
  • ঘ) Cartographer
61. 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির অন্তর কত? (বিষয়: গাণিতিক যুক্তি (সংখ্যা))
  • ক) ৫২
  • খ) ৫৬
  • গ) ৫৩
  • ঘ) ৫৪
62. একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? (বিষয়: গাণিতিক যুক্তি (শতকরা))
  • ক) ২৫০
  • খ) ১৫০
  • গ) ১০০
  • ঘ) ২০০
63. একটি বাঁশের 1 4 অংশ কাঁদায়, 3 5 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? (বিষয়: গাণিতিক যুক্তি (ভগ্নাংশ))
  • ক) ১৫ মিটার
  • খ) ২০ মিটার
  • গ) ১৬ মিটার
  • ঘ) ১২ মিটার
64. চাউলের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল? (বিষয়: গাণিতিক যুক্তি (শতকরা ও মুনাফা))
  • ক) ৪৫
  • খ) ৩৫
  • গ) ২৫
  • ঘ) ৫০
65. Which one is a collective noun? (বিষয়: ইংরেজি ব্যাকরণ (Parts of Speech))
  • ক) Tiger
  • খ) School
  • গ) Man
  • ঘ) Family
66. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? (বিষয়: বিজ্ঞান (মহাকাশ বিদ্যা))
  • ক) ৭৭ বছর
  • খ) ৭০ বছর
  • গ) ৮৬ বছর
  • ঘ) ৭৬ বছর
67. বজ্রপাতের সময় থাকা উচিত? (বিষয়: বিজ্ঞান (সাধারণ জ্ঞান))
  • ক) উঁচু গাছের নিচে
  • খ) উঁচু দেয়ালের নিকট
  • গ) গুহার ভেতর বা মাটিতে শুয়ে
  • ঘ) খোলা মাঠে দাঁড়িয়ে
68. Choose the word opposite in meaning to the word LIABILITY. (বিষয়: ইংরেজি (Vocabulary – Antonym))
  • ক) Debt
  • খ) Treasure
  • গ) Assets
  • ঘ) Property
69. টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (মুনাফা))
  • ক) ৩টি
  • খ) কোনটিই নয়
  • গ) ৪টি
  • ঘ) ২টি
70. ৭,৫০০ টাকা ১:২:৩:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে? (বিষয়: গাণিতিক যুক্তি (অনুপাত))
  • ক) ২৫০০
  • খ) ২৬০০
  • গ) ৩০০০
  • ঘ) ২০০০
71. Which one is correctly spelt? (বিষয়: ইংরেজি (Spelling))
  • ক) Rhearsal
  • খ) Rehersal
  • গ) Reharsal
  • ঘ) Rehearsal
72. সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ (সর্বনাম))
  • ক) স্বয়ং
  • খ) কিছু
  • গ) যে
  • ঘ) তাবৎ
73. ‘যার আগমনের কোন তিথি নেই’ তাকে বলা হয়: (বিষয়: বাংলা ব্যাকরণ (এক কথায় প্রকাশ))
  • ক) আগন্তুক
  • খ) তিথিহীন
  • গ) তীর্থযাত্রী
  • ঘ) অতিথি
74. কোন বানানটি সঠিক? (বিষয়: বাংলা ব্যাকরণ (বানান))
  • ক) মুমূর্ষু
  • খ) মুমূরষূ
  • গ) মুমূরশু
  • ঘ) মুমূর্সু
Hint: তিনটি ‘উ’ কারের ব্যবহার: মু (হ্রস্ব) – মূ (দীর্ঘ) – র্ষু (হ্রস্ব)।

Similar Posts

  • |

    Primary Assistant Teacher Recruitment Exam-2015 (1st Phase)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৫ (১ম ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৫ (১ম ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ) ক) বর্ণ খ) ধ্বনি গ) অক্ষর…

  • Primary Assistant Teacher Exam 2024 (2nd Phase)

    Quiz – Download Version প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৪ (২য় ধাপ) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy কুইজ মডেল – JSON লোডার JSON ডেটা ইনপুটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লোড করা প্রশ্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২৪ (২য় ধাপ) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে…

  • | |

    15th BCS Prelimanary Exam

    Quiz – Download Version 15তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy 15তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।’- চরণ দুটি কার লেখা?…

  • |

    Pre-Primary Assistant Teacher Recruitment Exam- 2014 (Delta)

    প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (ডেলটা) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (ডেলটা) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. কোনটি শুদ্ধ বানান? (বিষয়: বাংলা বানান) ক) ব্যতীত খ) ব্যতিত গ) ব্যাতীত ঘ)…

  • |

    Primary Assistant Teacher Recuitment Exam- 2016 (Beta)

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (বিটা) Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (বিটা) প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম? (বিষয়: বাংলা সাহিত্য) ক) প্যারিচাঁদ মিত্র খ) মধুসূদন দত্ত গ)…

  • | |

    45TH BCS Preliminary Exam

    Quiz – Download Version ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 120:00 1. নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? (বিষয়: সুশাসন ও নৈতিকতা) রাষ্ট্র সমাজ ধর্ম নৈতিক চেতনা 💡 Hint…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *