|

Primary Assistant Teacher Recuitment Exam- 2016 (Beta)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (বিটা)
Foyez Academy
Foyez Academy
Foyez Academy
Foyez Academy

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (বিটা)

প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন।

পরীক্ষার অবশিষ্ট সময়
60:00
1. ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম? (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) প্যারিচাঁদ মিত্র
  • খ) মধুসূদন দত্ত
  • গ) মধুসূদন মজুমদার
  • ঘ) বিহারীলাল চক্রবর্তী
2. ‘A search for identity’- বইটি কার লেখা? (বিষয়: সাধারণ জ্ঞান/সাহিত্য)
  • ক) মেজর জলিল
  • খ) মেজর আব্দুল জলিল
  • গ) মেজর জিয়া
  • ঘ) মেজর রফিক
3. জসীমউদ্দীনের নাটক- (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) বেদের মেয়ে
  • খ) চাষীর ছেলে
  • গ) নক্সী কাঁথার মাঠ
  • ঘ) সোজন বাদিয়ার ঘাট
4. “প্রতিদিন ঘরহীন ঘরে” কাব্যগ্রন্থের রচয়িতা – (বিষয়: বাংলা সাহিত্য)
  • ক) আল মাহমুদ
  • খ) আহসান হাবীব
  • গ) সৈয়দ শামসুল হক
  • ঘ) শামসুর রাহমান
5. বাংলাদেশের প্রথম সংবাদপত্র- (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ইত্তেফাক
  • খ) সমাচার দর্পণ
  • গ) আজাদী
  • ঘ) যুগান্তর
6. “মহর্ষি” কোন সমাস? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) কর্মধারয়
  • খ) তৎপুরুষ
  • গ) বহুব্রীহি
  • ঘ) দ্বিগু
7. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়- (বিষয়: বাংলা অলঙ্কার)
  • ক) উপমান
  • খ) সাদৃশ্য
  • গ) উপমেয়
  • ঘ) সাধারণ ধর্ম
8. ‘পয়জার’ এর সমার্থক শব্দ কোনটি? (বিষয়: বাংলা সমার্থক)
  • ক) যুদ্ধ
  • খ) পাদুকা
  • গ) পদধূলি
  • ঘ) পাউরুটি
9. “বামেতর” শব্দটির অর্থ (বিষয়: বাংলা শব্দার্থ)
  • ক) বাঁ
  • খ) অন্য
  • গ) ইতর
  • ঘ) ডান
10. “মনীষা” শব্দের বিপরীত অর্থ- (বিষয়: বাংলা বিপরীত শব্দ)
  • ক) নির্বোধ
  • খ) বুদ্ধি
  • গ) প্রজ্ঞা
  • ঘ) মেধা
11. নির্মল-এর বিপরীতার্থক শব্দ কি? (বিষয়: বাংলা বিপরীত শব্দ)
  • ক) ধবল
  • খ) ম্লান
  • গ) পঙ্কিল
  • ঘ) শুভ্র
12. “গুড়ে বালি” কথাটির অর্থ কি? (বিষয়: বাংলা বাগধারা)
  • ক) অসাধ্য সাধন
  • খ) আশায় নৈরাশ্য
  • গ) সৌভাগ্য
  • ঘ) দুর্ভাগ্য
13. “মুখ তোলা” বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? (বিষয়: বাংলা বাগধারা)
  • ক) উঁকি মারা
  • খ) মুখ দেখানো
  • গ) প্রসন্ন হওয়া
  • ঘ) মুখ বন্ধ করা
14. “যার বাসস্থান নেই”- বাক্যের এক কথায় প্রকাশ কি? (বিষয়: বাংলা এককথায় প্রকাশ)
  • ক) অনিকেত
  • খ) গৃহহীন
  • গ) উদ্বাস্ত
  • ঘ) ভাসমান
15. ভুল বানান কোনটি? (বিষয়: বাংলা বানান)
  • ক) জ্যাকেট
  • খ) জানুয়ারি
  • গ) জামিতি
  • ঘ) জাতীয়
16. যা নিন্দার যোগ্য নয়- (বিষয়: বাংলা এককথায় প্রকাশ)
  • ক) নিন্দনীয়
  • খ) নিন্দুক
  • গ) অনিন্দ্য
  • ঘ) নিন্দুকে
17. কোন বানানটি শুদ্ধ? (বিষয়: বাংলা বানান)
  • ক) নিরিহ
  • খ) নীরীহ
  • গ) নীরিহ
  • ঘ) নিরীহ
18. “বুলবুলিতে ধান খেয়েছে”- এই বাক্যের “বুলবুলিতে” শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে? (বিষয়: বাংলা কারক)
  • ক) কর্মকারকে শূন্য
  • খ) অপাদান কারকে ৫মী
  • গ) কর্তৃকারকে ৭মী
  • ঘ) করণ কারকে ৭মী
19. “পদ্ধতি”-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) প + হতি
  • খ) পদ্‌ + হতি
  • গ) পদ + হতি
  • ঘ) পথ + হতি
20. “মনস্তাপ”-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? (বিষয়: বাংলা ব্যাকরণ)
  • ক) মনঃ + তাপ
  • খ) মনস + তাপ
  • গ) মনো + তাপ
  • ঘ) মন + তাপ
21. “By fits and starts” means- (বিষয়: ইংরেজি Idiom)
  • ক) Carefully
  • খ) Irregularly
  • গ) Fully
  • ঘ) Regularly
22. “Fag end” means- (বিষয়: ইংরেজি Idiom)
  • ক) The last part
  • খ) The first part
  • গ) The middle part
  • ঘ) The best part
23. The idiom “Bring to book” এর অর্থ- (বিষয়: ইংরেজি Idiom)
  • ক) Be on guard
  • খ) To punish
  • গ) Rebuke
  • ঘ) Put in Jail
24. “He prides himself **on** his wealth.” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে- (বিষয়: ইংরেজি Preposition)
  • ক) at
  • খ) for
  • গ) on
  • ঘ) with
25. “The boy wanders **around** the streets.” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে- (বিষয়: ইংরেজি Preposition)
  • ক) in
  • খ) by
  • গ) in front of
  • ঘ) around
26. কোনটি শুদ্ধ বানান? (বিষয়: ইংরেজি Spelling)
  • ক) Catastrophe
  • খ) Catastrophy
  • গ) Catastroph
  • ঘ) Catastrophee
27. Choose the correct spelling (বিষয়: ইংরেজি Spelling)
  • ক) Dysentary
  • খ) Disentery
  • গ) Dysentery
  • ঘ) Disentry
28. What is the antonym of “Expel”? (বিষয়: ইংরেজি Vocabulary)
  • ক) Reject
  • খ) Oppose
  • গ) Admit
  • ঘ) Deny
29. What is the synonym of “Remember”? (বিষয়: ইংরেজি Vocabulary)
  • ক) Imagine
  • খ) Invent
  • গ) Realize
  • ঘ) Recollect
30. What is the antonym of the word “Somber”? (বিষয়: ইংরেজি Vocabulary)
  • ক) Bright
  • খ) Sad
  • গ) Gloomy
  • ঘ) Misty
31. What is the meaning of the word “Nascent”? (বিষয়: ইংরেজি Vocabulary)
  • ক) New
  • খ) Beginning
  • গ) Old
  • ঘ) Ending
32. How many types of Gender are there? (বিষয়: ইংরেজি Grammar)
  • ক) Four types
  • খ) Three types
  • গ) Five types
  • ঘ) Two types
33. Identify the correct sentence- (বিষয়: ইংরেজি Grammar)
  • ক) He ran fastly.
  • খ) He ran fast.
  • গ) He ran quickly.
  • ঘ) He ran speedy.
34. I know the answer. (Make it Passive) (বিষয়: ইংরেজি Grammar)
  • ক) The answer is known to me.
  • খ) The answer is known by me.
  • গ) The answer is known for me.
  • ঘ) The answer is known with me.
35. Fill in the gap: She is happy **about** the result. (বিষয়: ইংরেজি Preposition)
  • ক) for
  • খ) about
  • গ) in
  • ঘ) with
36. The verb of the word ‘Beauty’ is- (বিষয়: ইংরেজি Word Formation)
  • ক) Beautiful
  • খ) Beautifully
  • গ) Beautify
  • ঘ) Beautician
37. What is the synonym of “Imitate”? (বিষয়: ইংরেজি Vocabulary)
  • ক) copy
  • খ) hate
  • গ) follow
  • ঘ) challenge
38. Which one is plural? (বিষয়: ইংরেজি Grammar)
  • ক) Deer
  • খ) Datum
  • গ) Radius
  • ঘ) Analysis
39. Which one is a Common Gender? (বিষয়: ইংরেজি Grammar)
  • ক) Baby
  • খ) Cow
  • গ) Mother
  • ঘ) Man
40. There is **a** university in Chittagong. Fill in the gap with correct article. (বিষয়: ইংরেজি Grammar)
  • ক) an
  • খ) the
  • গ) a
  • ঘ) none
41. 0.000001×0.001×0.1 = কত? (বিষয়: গণিত)
  • ক) 10-8
  • খ) 10-9
  • গ) 10-10
  • ঘ) 10-11
42. ৩০ জন ছাত্রের মধ্যে ১৮ জন ফুটবল খেলেছে, ১৪ জন ক্রিকেট খেলেছে এবং ৫ জন কিছুই খেলেনি। কত জন উভয় খেলাই খেলেছে? (বিষয়: গণিত)
  • ক) ৫ জন
  • খ) ৪ জন
  • গ) ৭ জন
  • ঘ) ৬ জন
43. কোন পরীক্ষায় ৪০% ইংরেজিতে, ২৫% গণিতে ফেল করলো। যদি ১৫% উভয় বিষয়ে ফেল করে, তবে শতকরা কত জন উভয় বিষয়ে পাস করলো? (বিষয়: গণিত)
  • ক) ৩০%
  • খ) ৪০%
  • গ) ৫০%
  • ঘ) ৬০%
44. ১০০ মিটার ও ১২০ মিটার লম্বা দুটি ট্রেন ঘণ্টায় যথাক্রমে ৬৬ কি.মি. ও ৬০ কি.মি. বেগে পরস্পর বিপরীত দিক থেকে যাত্রা শুরু করলো। তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে? (বিষয়: গণিত)
  • ক) ৬ সেকেন্ড
  • খ) ৮ সেকেন্ড
  • গ) ১০ সেকেন্ড
  • ঘ) ১২ সেকেন্ড
45. ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ক একা কাজটি ২০ দিনে শেষ করলে খ একা ঐ কাজটি কত দিনে শেষ করবে? (বিষয়: গণিত)
  • ক) ২০ দিনে
  • খ) ৩০ দিনে
  • গ) ২৫ দিনে
  • ঘ) ৪ দিনে
46. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য ৫ মিটার কমানো হয় তবে এটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? (বিষয়: গণিত)
  • ক) ৩০ মি
  • খ) ৩৫ মি
  • গ) ৪৫ মি
  • ঘ) ৪০ মি
47. পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত? (বিষয়: গণিত)
  • ক) ৫০ বছর
  • খ) ৪০ বছর
  • গ) ৪৫ বছর
  • ঘ) ৫০ বছর
48. ৮, ১১, ১৭, ২৯, ৫৩… পরবর্তী সংখ্যাটি কত? (বিষয়: গণিত)
  • ক) ৭১
  • খ) ৭৭
  • গ) ১০১
  • ঘ) ৯৯
49. নিচের কোন ভগ্নাংশটি ছোট? (বিষয়: গণিত)
  • ক)
  • খ) ১১ ১২
  • গ)
  • ঘ) ১০ ১১
50. একটি শ্রেণীতে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪০। ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৩:১ হলে ছাত্রীর সংখ্যা কত? (বিষয়: গণিত)
  • ক) ১০ জন
  • খ) ১২ জন
  • গ) ১৫ জন
  • ঘ) ৮ জন
51. একটি দ্রব্য ১২০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত হবে? (বিষয়: গণিত)
  • ক) ১৪০ টাকা
  • খ) ১৩৮ টাকা
  • গ) ১৪৫ টাকা
  • ঘ) ১৫৫ টাকা
52. ১ থেকে ৩০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে? (বিষয়: গণিত)
  • ক) ৮টি
  • খ) ৯টি
  • গ) ১০টি
  • ঘ) ১১টি
53. নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? (বিষয়: গণিত)
  • ক) 0.3
  • খ) 0.3
  • গ) 0.32
  • ঘ) 0.3 1
54. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদের হার একত্রে ৪৪০ টাকা হলে বার্ষিক সুদের হার কত? (বিষয়: গণিত)
  • ক) ৫%
  • খ) ১০%
  • গ) ১৫%
  • ঘ) ২০%
55. কয়টি ১০০০ মেগাবাইটে ১ টেরাবাইট হয়? (বিষয়: কম্পিউটার ও আইটি)
  • ক) ১০২৪ টি
  • খ) ৯৯৯ টি
  • গ) ১০০০ টি
  • ঘ) ১০৪০ টি
56. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯, x এর গাণিতিক গড়ের সমান হলে x এর মান কত? (বিষয়: গণিত)
  • ক) ৮
  • খ) ৬
  • গ) ৭
  • ঘ) ১০
57. a4+4 এর উৎপাদক- (বিষয়: গণিত)
  • ক) (a2+2a+2)
  • খ) (a2+2a+2)(a2-2a+2)
  • গ) (a2+2)(a2-2)
  • ঘ) (a2-2a-2)
58. দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ৮৯ এবং বিয়োগফলের বর্গ ৫ হলে সংখ্যা দুটি কত? (বিষয়: গণিত)
  • ক) ৪, ৭
  • খ) ৫, ৮
  • গ) ২, ৩
  • ঘ) ৩, ৪
59. x2-5x+6=0 হলে, x এর মান কত? (বিষয়: গণিত)
  • ক) (2, 3)
  • খ) (4, 3)
  • গ) (2, 4)
  • ঘ) (5, 6)
60. একটি সরল রেখার ওপর অংকিত বর্গ অন্য একটি সরল রেখার ওপর অংকিত বর্গের দ্বিগুণ হলে, তাদের অনুপাত কত হবে? (বিষয়: গণিত)
  • ক) 2 :1
  • খ) 3 :1
  • গ) 2:1
  • ঘ) 4:1
61. ঢাকা কখন বাংলাদেশের রাজধানী হয়েছিল? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ১৬০৮
  • খ) ১৬১০
  • গ) ১৬১১
  • ঘ) ১৯০৫
62. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ৪১৫৬ কি.মি.
  • খ) ৪১০০ কি.মি.
  • গ) ৪৪৭৫ কি.মি.
  • ঘ) ৪১৩০ কি.মি.
63. মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ১৯৯৮
  • খ) ১৯৯৬
  • গ) ১৯৯৭
  • ঘ) ১৯৯৯
64. দেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) কুতুবদিয়া
  • খ) সেন্টমার্টিন
  • গ) নিঝুম দ্বীপ
  • ঘ) ছেঁড়া দ্বীপ
65. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) হামিদুর রহমান
  • খ) মাইনুল হোসেন
  • গ) তানভীর কবির
  • ঘ) মোস্তফা আলী
66. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? (বিষয়: ভূগোল)
  • ক) লালমনিরহাট
  • খ) পঞ্চগড়
  • গ) নীলফামারী
  • ঘ) ঠাকুরগাঁও
67. প্রথম সাফ গেমসের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ১ম
  • খ) ৩য়
  • গ) ৪র্থ
  • ঘ) ২য়
68. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ১৬৯
  • খ) ১৫৩
  • গ) ১৪৫
  • ঘ) ১৫৭
69. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? (বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি)
  • ক) ভারত
  • খ) আলবেনিয়া
  • গ) মেসিডোনিয়া
  • ঘ) তুরস্ক
70. আর্সেনিকোসিস রোগ কিসের জন্য হয়? (বিষয়: বিজ্ঞান)
  • ক) অতিরিক্ত আর্সেনিক
  • খ) আর্সেনিকের অভাব
  • গ) আর্সেনিক দূষণ
  • ঘ) কোনোটিই নয়
71. মুক্তিযুদ্ধ চলাকালীন কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ভারত
  • খ) ভিয়েতনাম
  • গ) ভুটান
  • ঘ) নেপাল
72. বিশ্ব মানবাধিকার দিবস কবে? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ১৬ ডিসেম্বর
  • খ) ১৪ ডিসেম্বর
  • গ) ১৫ ডিসেম্বর
  • ঘ) ১০ ডিসেম্বর
73. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? (বিষয়: বিজ্ঞান/ভূগোল)
  • ক) শুক্র
  • খ) মঙ্গল
  • গ) বুধ
  • ঘ) শনি
74. বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? (বিষয়: সাধারণ জ্ঞান)
  • ক) ১৯৫৫
  • খ) ১৯৫৫
  • গ) ১৯৫৬
  • ঘ) ১৯৫৭
75. কোনটি ‘ইনপুট ডিভাইস’ নয়? (বিষয়: কম্পিউটার ও আইটি)
  • ক) মাউস
  • খ) মনিটর
  • গ) কীবোর্ড
  • ঘ) স্ক্যানার
76. 0, 1, 2, 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? (বিষয়: গণিত)
  • ক) ২১৮৭
  • খ) ৭৭৭ টাকা
  • গ) ৫৫৫ টাকা
  • ঘ) ৩৩৩ টাকা
77. ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য? (বিষয়: গণিত)
  • ক) ২৪
  • খ) ২৩
  • গ) ২২
  • ঘ) ২১
78. ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণ- (বিষয়: গণিত)
  • ক) সূক্ষ্মকোণ
  • খ) স্থূলকোণ
  • গ) সমকোণ
  • ঘ) সরলকোণ
79. কোনটি কম্পিউটারের ভাষা? (বিষয়: কম্পিউটার ও আইটি)
  • ক) FORTRAN
  • খ) C++
  • গ) BASIC
  • ঘ) সবগুলো
80. মডেমের কাজ কি? (বিষয়: কম্পিউটার ও আইটি)
  • ক) এনালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে।
  • খ) ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে পরিণত করে।
  • গ) ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে এবং এনালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে।
  • ঘ) কোনোটিই নয়।

Similar Posts

  • |

    49 Specials BCS Exam (Education)- 2025

    Quiz – Download Version ৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা)- ২০২৫ Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy কুইজ মডেল – JSON লোডার JSON ডেটা ইনপুটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লোড করা প্রশ্ন ৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা)- ২০২৫ প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। 📄 সম্পূর্ণ প্রশ্নব্যাংক ডাউনলোড পরীক্ষার…

  • | |

    15th BCS Prelimanary Exam

    Quiz – Download Version 15তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy 15তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।’- চরণ দুটি কার লেখা?…

  • | |

    16TH BCS Preliminary Exam

    Quiz – Download Version ১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. Which of the following sentences is correct? (বিষয়: English Grammar) ঘ. I forbade him not…

  • | |

    17th bcs preliminary Exam

    Quiz – Download Version ১৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ১৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 60:00 1. ল্যাপটপ” হলো এক ধরনের- (বিষয়: তথ্য প্রযুক্তি) ক) বাদ্যযন্ত্র খ) ছোট কম্পিউটার গ) পর্বতারোহণ সামগ্রী…

  • | |

    44TH BCS Preliminary Exam-2022

    Quiz – Download Version ৪৪তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম- ২০২২ Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy ৪৪তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম- ২০২২ প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 120:00 1. ‘ইতরবিশেষ’ বলতে বোঝায়? (বিষয়: বাংলা ব্যাকরণ) গ. পার্থক্য ক. দুর্বত্ত ঘ. অপদার্থ খ….

  • |

    Primary Assistant Teacher Recruitment Exam-2016

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৬ Foyez Academy Foyez Academy Foyez Academy Foyez Academy প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৬ প্রশ্নের অপশনে ক্লিক করে উত্তর এবং ব্যাখ্যা দেখুন। কঠিন প্রশ্নে Hints এর সহায়তা নিতে পারেন। পরীক্ষার অবশিষ্ট সময় 58:00 1. “যা সহজে অতিক্রম করা যায় না” – এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? (বিষয়: বাংলা ব্যাকরণ) ক) অনতিক্রম্য…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *